বন্ধুদের সাথে আনন্দের কিছু মুহূর্ত

in Incredible India3 months ago
IMG_20240618_175535.jpg

প্রতি বছরেই বন্ধুরা একটা দিন একত্রিত হয়ে অনেক বেশি আনন্দ করে থাকি আর এবছরেও ব্যতিক্রম নয়। সাধারণত ঈদের পরে আমরা একত্রিত হই কিন্তু এবছর ঈদের দিন বিকালে সব বন্ধুরা একত্রিত হয়েছিলাম। আবার অনেকেই হতে পারেনি যেহেতু কুরবানীর ঈদ ছিল অনেকেই বিকালে ব্যস্ত ছিল তার মধ্যে থেকে অনেকেই আমরা একত্রিত হয়েছিলাম।

IMG_20240618_175123.jpg

আমাদের বাসা থেকে একটু দূরেই একটা ব্রিজ রয়েছে যেটার নাম হলো ধরলা সেতু আর আমরা সেখানে উপস্থিত হয়েছিলাম। প্রথম অবস্থায় কয়েকজন থাকলেও ধীরে ধীরে সবাই আসা শুরু করে। যেহেতু বন্ধুরা একত্রিত হয়েছি আর আনন্দ করবো না তা তো হয়না।।

IMG_20240618_175153.jpg

আমাদের বন্ধুরা অনেকেই বিবাহিত করেছে আর অনেকেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার চেষ্টা করছে। তাই আমরা বন্ধুদের সাথে দুষ্টামি করতে ছিলাম যারা বিবাহবন্ধনে আবদ্ধ হবে তাদের সাথে। বেশ কিছুক্ষণ আনন্দ করার পর আমরা একটু ঘোরাঘুরি করি আর গল্প করতে থাকি। কিছু কিছু বন্ধুর সাথে অনেকদিন পর দেখা স্কুলে থাকাকালীন প্রতিদিন দেখা হলেও এখন আর কারো সাথে সেই ভাবে দেখা হয় না।

IMG_20240618_175337.jpg
IMG_20240618_201930.jpg
IMG_20240618_175226.jpg

বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা একটা নৌকা ভাড়া করি নৌকা দেখলেই উঠতে ইচ্ছে করে অনেক বছর আগে নৌকাতে উঠেছিলাম। যেহেতু ঈদের সময় তাই অনেকেই নৌকা নিয়ে এসেছে ভাড়া দেওয়ার জন্য। তাই সকলে মিলে একটা নৌকা নিয়ে চলতে শুরু করি নদীর মাঝপথ দিয়ে। বৃষ্টি হওয়ার জন্য নদীতে ভরপুর পানি ছিল আর আমরা এপার থেকে ওপার চলে যায়।

আর সেখানে যেয়ে সবাই মিলে হাঁটাহাঁটি করতে থাকি এছাড়াও অনেকই মানুষ ওপারে গিয়েছে। ঈদের দিনে বিকাল মুহূর্তে সকলেই একটু বাড়ি থেকে বের হতে চাই কিছুটা সময় বাইরে অতিবাহিত করার জন্য।

IMG_20240618_175636.jpg
IMG_20240618_175456.jpg

জীবনে বন্ধু থাকা মানে এক প্রশান্তি। জীবনের অনেক কিছুই তাদের সাথে শেয়ার করা যায় মন খুলে। আমরা সকল বন্ধু যখন একত্রিত হই তখন আমাদের মধ্যে আন্তরিকতা ও ভালোবাসা অনেকগুণ বেড়ে যায়। আর যখন সবাই যার যার কর্মে ব্যস্ত হয়ে যায় তখন সবার সাথে সেই ভাবে কথাবার্তা হয় না। স্কুল জীবনে থাকা কালে প্রতিদিনই বন্ধুদের সাথে দেখা হতো কতই না আনন্দ, মজা করতাম আর যখন সবাই একত্রিত হই সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ে।

আমরা সবাই মিলে একটা জায়গায় বসে যাই আর সেখানে সবাই স্কুল জীবনের কথা নিয়ে গল্প করতে থাকি।। কে কোন মেয়েকে পছন্দ করেছিলাম সেগুলো বলতে থাকি আর মজা করতে থাকি। কিছু সময় ওপারে থাকার পর আমরা আবার চলে আসি এপারে। আর এপারে এসে আরো কিছু সময় আমরা ঘোরাঘুরি করি সেই সাথে সবাই মিলে একটা দোকানে যেয়ে ঠান্ডা খায়। ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে সবাই বাসায় আসার জন্য রওনা দেই আর কিছু বন্ধু সেখানেই রয়ে যায় তারা বলে দেরি করে বাসায় আসবে।

আর এভাবেই আমি আমার একটা দিন বন্ধুদের সাথে খুব সুন্দর ভাবে পার করি।

Sort:  
 3 months ago 

সব বন্ধু গুলো এক সাথে হলে আনন্দের কোন শেষ থাকে না। আজ আপনি আপনার বন্ধুদের সাথে আনন্দের কিছু মুহূর্ত তুলে ধরেছেন আমাদের মাঝে। ঈদের দিন বিকালে বন্ধুরা সব একসাথে হয়েছেন এবং অনেক মজা করেছিলেন আপনার পোস্ট পড়ে বোঝা যাচ্ছে। যাইহোক এতো সুন্দর একটি মুহূর্ত আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

একদম ভাই বন্ধুরা এক জায়গায় হলে আনন্দের শেষ থাকে না অটোমেটিক আনন্দ চলে আসে।। আর প্রতিটাই দেই আমরা একত্রিত হয়ে কিছুটা সময় পার করি অনেক ভালো লাগে।। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভালো থাকবেন।।

Loading...
 3 months ago 

আসলে বন্ধুদের সাথে যে আনন্দের মুহূর্তটা আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন সেটা অনেক সুন্দর ছিল। প্রত্যেকটা মানুষ চায় তাদের বন্ধুদের সাথে কিছু সময় কাটাচ্ছে কিন্তু অনেক মানুষ আছে যারা সময়ের অভাবে তার বন্ধুদেরকেই সময় দিতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি মুহূর্ত বিষয় আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 months ago 

এটা আপনি একদম সঠিক বলেছেন, অনেক সময় ব্যস্ত থাকার জন্য বন্ধুদের সাথে সময় দেওয়া হয় না।। আর হ্যাঁ বছর শেষে বন্ধুদের সাথে দেখা করার সুযোগ হলে অনেক ভালো লাগে।। ধন্যবাদ আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ভাল থাকবেন।।

 3 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আমার কমেন্টই অনেক সুন্দর করে পড়েছেন এবং আপনার মূল্যবান মতামত রিপ্লাই করে আমাকে আবারও জানিয়েছেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ।

 3 months ago 

বন্ধুত্ব শব্দ টা ছোট হলেও, এর গভীরতা কিন্তু অনেক বেশি প্রতিবছরই আপনার চেষ্টা করেন সব বন্ধু মিলে একত্রে কিছুটা সময় পার করার জন্য। এ বছরও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। বন্ধুদের সাথে ঘুরে বেড়িয়েছেন এবং সাথে নৌকায় ঘুরতে গেছেন। আসল নৌকায় পড়ে এমনিতেই ঘুরে বেড়াতে বেশ ভালই লাগে। তবে আমাদের এদিকে তেমন একটা দেখা যায় না।

বন্ধুত্ব মানেই হচ্ছে প্রশান্তির একটা জায়গা। বন্ধু মানেই হচ্ছে নিজের মনের কথাগুলো শেয়ার করার মতো একটা বিশ্বস্ত স্থান। ধন্যবাদ বন্ধুদের সাথে কাটানো আনন্দঘন মুহূর্তগুলো আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

 3 months ago 

আজ আপনি অনেক দিন পর আপনার বন্ধুদের সাথে দেখা করেছেন এবং সময় বের করে গিয়েছিলেন ধরনের ধরলা সেতুর পাড়ে।
বন্ধুদের সাথে যখন অনেক দিন পরে দেখা হয়। তখন মন এমনিতেই ভালো হয়ে যায়। আর সেই সাথে যদি থাকে এমন সুন্দর নদীর পাড় তাহলে তো কথাই নেই,সময় তো সুন্দর অবশ্যই কাটবে।

ভালো লাগলো পোস্টটি পড়ে ধন্যবাদ খুব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

বর্তমান সময়ে সবাই ব্যস্ততার মধ্যে রয়েছে তাই খুব বেশি বন্ধুদের সাথে একত্রিত হতে পারে না আর যখনই একত্রিত হয় তখন অনেক বেশি আনন্দ মজা করে থাকি।। আর হ্যাঁ বছরে আমরা একটা দিন হল সবাই মিলে একত্রিত হওয়ার চেষ্টা করি।।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.029
BTC 62493.96
ETH 2440.89
USDT 1.00
SBD 2.64