দুঃশ্চিন্তা মানুষকে শান্তিতে থাকতে দেয় না

in Incredible India12 days ago (edited)
pexels-photo-6756555.jpeg

থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন আজকের পোস্ট কি নিয়ে লিখতে বসেছি। সত্যি অনেক বেশি চিন্তার মধ্যে দিয়ে দিন পার করছি। এ যেন এক অন্যরকম চিন্তা, মানুষ অনেক কারণেই চিন্তা করলেও আমরা গোবাদী পশু নিয়ে অনেক চিন্তিত। আমাদের অঞ্চলের প্রতিটি মানুষই অনেক বেশি চিন্তার মধ্যে দিয়ে দিন পার করছে।

গত দুইদিন আগে বাসার কিছুটা দূরে একটা বাড়িতে একটা গরু মারা গেছে। গতকালকে আমার চাচাতো ভাইয়ের বড় একটি গরু মারা গেছে, এজন্য গরু মারা সিজন চলেছে। আর গরু মারা যাওয়ার কারণ হচ্ছে লাম্পি অন্য নাম হচ্ছে খুরায়। এ এক ভয়ানক ভাইরাস জনিত রোগ।

pexels-photo-422202.jpeg

আমাদের গরুগুলো এখনো সুস্থ থাকলেও পাশের খামার মানে আমার চাচাতো ভাইয়ের খামারের অবস্থা খুবই ভয়ানক। সে অনেকগুলো গরু একসাথে পালিত করে আর প্রায় সবগুলো গরু অসুস্থ তার মধ্যে গত কালকে একটি মারা গেছে এটি দেখার পর অনেক বেশি চিন্তার মধ্যে পরে যায়।

আপনারা বলতে পারেন চিকিৎসার অভাবে হয়তো এমন হচ্ছে কিন্তু না বড় বড় ডাক্তার এনেও কাজ হচ্ছে না। এর অরজিনাল ভাবে কোন চিকিৎসা বের হয়নি। তারপরও ডাক্তার কিছু চিকিৎসা দেওয়ার ফলে কিছু গরু ভালো হলেও অনেক গরু ভালো হচ্ছে না। মানে এই রোগটা একদম ভিতরে ধরে যাচ্ছে অনেক সময় খাবার খাওয়া অবস্থায় পড়ে মারা যাচ্ছে এরকম অবস্থা।

pexels-photo-6756549.jpeg

আশেপাশে প্রতিটি মানুষই অনেক বেশি দুশ্চিন্তার মধ্যে দিন পার করতেছে আবার অনেকেই ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেও কিছু গরু ভালো হচ্ছে। আসলে সৃষ্টিকর্তা এর সবকিছুর মূল তিনি যদি চায় তাহলেই সব কিছুই সম্ভব। আর বিপদ সৃষ্টিকর্তার মাধ্যমে আসে তাই সৃষ্টিকর্তাকে ডাকা ছাড়া অনেকাংশে উপায় নেই বললেই চলে।

আমরা আমাদের খামার নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছে, খুব বেশি গরু নেই আমাদের খামারে মাত্র চারটা গরু রয়েছে। সৃষ্টিকর্তা রহমতে এখনো প্রতিটি গরু সুস্থ আছে জানিনা কত সময় সুস্থ থাকবে আর কখন সেই রোগে আক্রান্ত হবে। বড় ডাক্তারের সাথে কথা বলেছি আর এই মুহূর্তে চিকিৎসা বা ভ্যাকসিন না দেওয়াই ভালো কারণ পাশের খামারে হয়েছে আর ভ্যাকসিন দেওয়ার পর যদি সেই গরুকে আক্রমণ করে তাহলে অনেক বেশি ঝুঁকি হয়ে যাবে।

আশেপাশে অনেকের গরু অসুস্থ হচ্ছে আবার অনেকের মারা যাচ্ছে এইগুলো দেখে মাথার মধ্যে সব সময় ঘুরপাক খাচ্ছে কখন যে বিপদ চলে আসে। আর হ্যাঁ বিপদ আসলে তো কিছু করার থাকবে না কারণ সৃষ্টিকর্তা হয়তো বিপদ দিয়েই মানুষের অনেক বালা মসিবদ দূর করে দেয়। এখন আল্লাহ ভরসা দেখা যাক কি হয় যদি হয়েও যায় কিছু করার নেই। ডাক্তারের কথা অনুসারে চিকিৎসা দিতে থাকবো তারপর দেখা যাবে কি হয়।

Sort:  
 10 days ago 

আমরা যত বেশি চিন্তা করবা আমাদের জন্য সেই চিন্তার বিষয়টা খুবই ক্ষতিকর হবে। চিন্তা পেরেশানি মানুষকে এর মধ্যে ফেলে দেয়।তবে আমরা যদি সুস্থ জীবন যাপন করতে চাই তাহলে আমাদের দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। সুন্দর লেখাটি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 8 days ago 

খুবই চমৎকার একটা কথা বলেছেন ভাই আমরা যদি সুস্থভাবে জীবন যাপন করতে হয় তাহলে আমাদের দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে একদম সঠিক।। ভালো লাগলো আপনার কমেন্টটি পড়ে ভাই ভালো থাকবেন।।

Loading...

আপনার ভাইয়ের গরু মারা গেছে। আসলে খুবই দুঃখ জনক। একটা পশু বড় করতে অনেক খরচ করতে হয় যাতে করে ভাল দাম পাওয়া যায়। কিন্তু হঠাৎ মারা যায় তখন ঐ পরিবারের একটা অর্থনৈতিক ধাক্কা আসে। তারা জানি এই দুঃখ খুব শিঘ্রই কাটিয়ে উঠতে পারে সেই দোয়া করি।

 8 days ago 

একদম খাই হঠাৎ করে এরকম দুর্ঘটনা হলে একটা পরিবারে অনেক অর্থনৈতিক ধাক্কা আসে যার ফলে অনেক পিছিয়ে পড়তে হয় বা অনেক ভোগান্তি পোহাতে হয়।। ধন্যবাদ এত সুন্দর ভাবে মন্তব্য করার জন্য ভালো থাকবেন ‌‌।।

 12 days ago 

সত্যিই কোন মানুষের মধ্যে কোন কিছু নেই দুশ্চিন্তা থাকলে তার কোন কিছুতেই মন বসে না। বাড়িতে গৃহপালিত পশু পুষতে পুষতে তার ওপর মায়া পড়ে যায়। হঠাৎ করে যদি কোন কারনে মারা যায় ।সত্যি খুব কষ্ট হয়। আসলে বর্ষাকালে পশুদের অনেক রকমই রোগ দেখা যায়।

 8 days ago 

দুশ্চিন্তা মানুষকে সব সময় অশান্তিতে রাখে আর কোন কাজেই তাকে শান্তি দেয় না।। একদম সঠিক গৃহপালিত পরশু পুষতে পুষতে তার প্রতি আলাদা মায়া চলে আসে আর যখন তার দুর্ঘটনা হয় তখন অনেক বেশি খারাপ লাগে ‌‌।‌

 11 days ago 

আমরা যখন দুশ্চিন্তায় থাকি তখন কোন কিছুই ভালো লাগেনা, দুশ্চিন্তা মানুষকে অসুস্থ করে তোলে, আপনার ভাইয়ের গরু মারা গেছে শুনে খুব খারাপ লাগলো, আশা করি আপনারা সবাই অতি দ্রুত এই দুশ্চিন্তা থেকে দূর হবেন, অসংখ্য ধন্যবাদ সুন্দর পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 8 days ago 

একদম ভাই দুশ্চিন্তা মানুষকে অসুস্থ করে তোলে অনেক সময় অতিরিক্ত দুশ্চিন্তার জন্য মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে।। সত্যি আমি অনেক কষ্ট পেয়েছি ভাইয়ের গরুটা মৃত্যুবরণ করায় আসলে আমি সৃষ্টিকর্তা মানুষকে অনেক ভাবেই পরীক্ষা করে থাকে।।

 2 days ago 

দুশ্চিন্তা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর দুশ্চিন্তা করলে মানুষ রাতে ঘুমাতে পারে না। তার পাশাপাশি দুশ্চিন্তার মধ্য দিয়ে মানুষ ডিপ্রেশনে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই চিন্তামুক্ত থাকার উপকার সম্পর্কে জানানোর জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.16
JST 0.030
BTC 66028.29
ETH 2694.36
USDT 1.00
SBD 2.89