হতাশার কারণে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়

in Incredible India3 months ago
pexels-photo-3760043.jpegpexels

হতাশা অনেক পরিচিত একটি নাম। পৃথিবীতে প্রতিটি মানুষ এই হতাশার সাথে পরিচিত। জীবনে অনেক সময় অনেক কারণেই মানুষ হতাশার মধ্যে পড়ে থাকে। আর এই হতাশার কারণে জীবন থেকে মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। হতাশায় মানুষ অনেক কারণেই পড়ে থাকে। মানুষ যখন অতিরিক্ত লোভে পরে এবং অর্থের পেছনে ছুটতে থাকে আর যখন সেই ব্যক্তি সেটা পাই না, তখনই হতাশার মধ্যে পড়ে যায় কারণ মানুষের চাহিদার শেষ নেই।

pexels-photo-7243785.jpegpexels

আমরা এমন একটি প্রাণী যার চাহিদার শেষ কখনোই হয় না। যত হয় সেই ব্যক্তি তত চায়, আর সেটা পাওয়ার জন্য সব রকম চেষ্টা করতে থাকে। আর যখনই ব্যর্থ হয় তখনি হতাশার মধ্যে পড়ে যায়, তখনই জীবনে নেমে আসে অনেক খারাপ পরিস্থিতি। আর এই হতাশা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। একটা সময় পর যখন এই হতাশা সহ্য করতে পারেনা অনেকেই তখন পৃথিবীর মায়া ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

pexels-photo-3760139.jpegpexels

মানুষের জীবনে হতাশা আসবে এটাই স্বাভাবিক কিন্তু মূল বিষয় হচ্ছে এই হতাশা থেকে বেরিয়ে আসা। জীবনে হতাশা আসার অনেক কারণ থাকে আর এইগুলো সমাধান করতে পারলেই, জীবন থেকে হতাশা চলে যাবে। আমরা একটা জিনিস প্রায় করে থাকি সেটা হচ্ছে অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি আর এই অতীতকে ঘাটাঘাঁটি করার ফলেও অনেক সময় হতাশা নেমে আসে। এছাড়াও জীবনে ব্যর্থতা আসলে, মানুষ খুব দ্রুত হতাশায় পড়ে যায় আর ভাবতে থাকে জীবন হয়তো এখানেই শেষ।

একটা জিনিস সব সময় মনে রাখবেন পৃথিবীতে কোন জিনিস কারো জন্য থেমে থাকে না। আর একটা জিনিস একটা মানুষের সাথে সব সময় ঘটবে, এরকমটা ভাবা ও ঠিক না। তাই জীবনের প্রতি বিশ্বাস রাখতে হবে যখন যে পরিস্থিতি আসুক না কেন, সেটাকে মোকাবেলা করতে হবে তাহলেই আপনি হাতাশা থেকে মুক্তি পেতে পারেন।

আজকাল মানুষ আরো একটি কারণে হতাশার মধ্যে বেশি পড়ে থাকে সেটা হচ্ছে ভালোবাসা। একটা ছেলে ও মেয়ের মধ্যে যখন সম্পর্ক সৃষ্টি হয় তখন মনে করে পৃথিবীতে তারাই সবচেয়ে সুখী মানুষ। আর এই সম্পর্ক একটা সময় পর যখন বিচ্ছেদ ঘটে, তখন মনে করে তারাই পৃথিবীতে সবচাইতে দুঃখী মানুষ।

আর ওই সময়ে এই ছেলে মেয়েগুলো হতাশায় ভোগতে থাকে। অনেকেই এটা সহ্য করতে পারলেও অনেকেই সহ্য করতে পারে না। যখন এটা সহ্য করতে পারে না, তখনই মাথায় ঘুরপাক খায় জীবনে হয়তো আর কিছু হবে না। এরকম ভাবতে ভাবতে একটা সময় আত্মহত্যার পথ বেছে নেই। আর এইগুলো আজকাল একটু বেশি হচ্ছে। আপনি পত্রিকা খুললেই দেখতে পাবেন হতাশার মধ্যে পড়ে অনেকেই আত্মহত্যা করছে। অথচ প্রতিটি মানুষই জানে আত্মহত্যা মহাপাপ।

আমি মনে করি জীবনের দুঃখ কষ্ট আসবে শুধু যে জীবনে সব সময় আনন্দ থাকবে এরকম না। জীবনে যখন যে পরিস্থিতি আসুক না কেন, সবকিছু মোকাবেলা করে এগিয়ে যেতে হবে তাহলে জীবনকে সুন্দরভাবে গড়তে পারবে।

Sort:  
Loading...
 3 months ago 

যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালো মস্তিষ্ক এবং বুদ্ধিমত্তার সাথেই সিদ্ধান্ত গ্রহণ করা উত্তম । তবে কোনো ব্যক্তি যদি ডিপ্রেশন অথবা হতাশার মধ্য দিয়ে পার করে তাহলে সে কোন সিদ্ধান্ত ভালোভাবেই গ্রহণ করতে পারবে না কেননা তার মস্তিষ্কে এখন শিথিল নয়।

আপনি একদম ঠিক কথা বলছেন যে এখনকার ছেলে মেয়েরা একটু কিছু হলেই যেন হতাশায় পড়ে যায় অন্যদের কথা আর কে বলবো আমি নিজেই তো অনেক সময় হতাশায় দিন পার করি।

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটি আর্টিকেল আমাদের মাঝে উপস্থাপনা করার জন্য ভালো থাকবেন।

 2 months ago 

হতাশা আমাদের জীবনের সাথে খুবই সুন্দর ভাবে জড়িত,মাঝেমধ্যেই আমরা হতাশায় ভোগী এবং ঢুকতে থাকা অবস্থায়। আমরা ভুল সিদ্ধান্ত গ্রহণ করি আর এই ভুল সিদ্ধান্ত আমাদের জীবনের অনেক দুঃখ নিয়ে আসে।

একদম ঠিকই বলেছেন আমরা যখন অতিরিক্ত লোভ করি এবং একটা জিনিসের পেছনে অনেক বেশি ছুটতে থাকি তখন ওই জিনিসটা পাই না আমরা।এবং একটা সময় নিজেকে ডিপ্রেশনে নিয়ে যাই। তাই আমাদের সবসময় উচিত নিজেকে ঠান্ডা রেখে সিদ্ধান্ত গ্রহণ করা।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.030
BTC 68109.99
ETH 2636.23
USDT 1.00
SBD 2.69