অতিরিক্ত লোভ মানুষকে নিঃস্ব করে দেয়

in Incredible India2 years ago
pexels-photo-4475523.jpegpexels

পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেক মানুষের মধ্যে লোভ রয়েছে। লোভ ছাড়া মানুষ পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। লোভ থাকা ভালো কিন্তু অতিরিক্ত লোভ থাকা ভালো না। মানুষের মধ্যে অতিরিক্ত লোভ থাকার কারণে অসৎ পথে বেশি ধাবিত হয়। আমি যত মানুষ দেখেছি বেশিরভাগ মানুষই লোভে পড়ে অসৎ পথে চলে গেছে। আর অনেকে রয়েছে এই অসৎ পথে যেয়ে তার কাছে যেটা ছিল সেটাও হারিয়েছে।

pexels-photo-5920589.jpegpexels

আমাদের চারপাশে নানার রঙের বর্ণের মানুষ রয়েছে। সব মানুষের চিন্তা ভাবনা একরকম হয় না। অনেক মানুষ রয়েছে তারা পরিশ্রম করে সতপথে থাকতে চাই। আবার অনেকেই রয়েছে তারা অসৎ পথে থেকে রাতারাতি অনেক টাকার মালিক হতে চায়। তেমনি আমাদের বাড়ির পাশে এক ভাই ও আঙ্কেল আছে তারা রাতারাতি বড় হওয়ার জন্য অসৎ পথ বেছে নেয়।। কিন্তু এখন অসৎ পথে যেয়ে এমন একটা বিপদে পড়েছে তাদের কাছে যেটা ছিল সেটাও হারিয়েছে।

আসলে তারা খুব তাড়াতাড়ি বড়লোক হতে চেয়েছিল অনেকটা হয়েছিল। তারা অসৎ পথে যাওয়ার পর থেকে তাদের বাড়ি থেকে শুরু করে অনেক কিছুই করেছে। কোথায় আছে না চোরের দশ দিন গেরস্থর একদিন ঠিক এরকমটাই হয়েছে তাদের সাথে। তারা মূলত গরু কেনাবেচা করতো এবং বাসায় গরু লালন পালন করত। আর সেই গরু বিক্রি করে অনেক টাকার মালিক হয়েছিল এবং অনেক কিছু করেছে। আর যেটা দেখে আমাদের অঞ্চলের মানুষ রীতিমতো অবাক হয়ে গেছে।

pexels-photo-877234.jpegpexels

কয়েকদিন আগে তারা কিছু গরু কিনে এনেছিল বেশ কয়েকটা গরু তার মধ্যে কয়েকটা গরু বিক্রি করেছে। যাদের কাছে বিক্রি করেছে তারা এই গরু বিক্রি করার জন্য হাঁটে নিয়ে যায় আর সেখানে যেয়েই শুরু হয় নতুন এক অধ্যায়। তারা যে গরুগুলো ক্রয় করেছিল সেগুলো সবই ছিল চোরাই গরু। কিন্তু যারা কিনেছে তারা জানতো না হাঁটে নিয়ে যাওয়ার পর গরুর মালিক সেখানে আসে আর গরু দেখে সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে এবং তাদের কাছে যে গরু গুলো ছিল সব গরু হার্টের মালিক আটকে ফেলে।

pexels-photo-6147384.jpegpexels

পরে যাদের কাছ থেকে গরু নিয়েছিল এদেরকে ধরে নিয়ে যায়। তাদেরকে নিয়ে যাওয়ার পর প্রধান আসামির সন্ধান শুরু করে। ইতিমধ্যেই প্রধান আসামি পলাতক। পরে যারা এর সাথে জড়িত ছিল তাদেরকে নিয়ে সেখানে বড় একটা বিচার বসে। পরে যারা গরু বিক্রি করে তাদের বাসায় আরো গরু ছিল সেগুলো হাঁটে নিয়ে যাওয়া হয়। ওগুলো সব চোরাই গরু ছিল। পরে তাদের কাছ থেকে ২ লক্ষ টাকা নেয়। সেই সাথে সকল গরু গুলো তাদের আর দেওয়া হয় না।

pexels-photo-4584538.jpegpexels

বর্তমানে আমাদের অঞ্চলে এই জিনিসটা নিয়ে খুবই আলোচনা হচ্ছে এবং এর প্রভাব আমাদের অঞ্চলের মানুষদের উপর পড়ছে। যারা যারা গুরু লালন পালন করে প্রত্যেককের এর প্রভাব পড়ছে। এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা। দুটা ব্যক্তির জন্য এখন পুরো অঞ্চলের মানুষই অপমানজনক ভাবে রয়েছে।

এখান থেকে শিক্ষা:- আমরা অনেকেই অসৎ পথ থেকে উপার্জন করে ভাবি আমরা অনেক বড় হয়ে গেছি। কিন্তু না সৃষ্টিকর্তা একজন আছে তিনি সবই দেখছেন আর এই অসৎ পথের টাকা আমাদের কোন না কোন এক ভাবে বেরিয়ে যাবে। তাই লোভে পড়ে কখনো অসৎ পথে যাওয়া ঠিক নয়। সতপথে থেকে কষ্ট করে উপার্জন করে খাওয়ার অনেক তৃপ্তি রয়েছে।

তাই আমি বলব আমরা সবাই সৎ পথে থেকে উপার্জন করার চেষ্টা করব। এতে সৃষ্টিকর্তা ও আমাদের উপর খুশি হবে আর আমরা অনেক ভালো থাকতে পারবো।

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPg5AGi6JHyAxwmCHXKLdxAsYWGpHaDW6c8HYGEuww6XbyXYUpwpQxUUkwJHAb...1XtCmwNxdNz2oMQRGi7ZY9AEQ6huVhpixZHoVtNxBZRUhGpwNyodTdanQZk264hERqmMTr3nAeWs1EBmxJitQd92HinfMKk9mKM2pNza9oXGY7U3GZnK7TJMVx.png

Sort:  
 2 years ago 

গরু চোরের গল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলছেন অতি লোভে তাতি নষ্ট শর্টকাটে বড়লোক হয়তোবা অনেকেই হতে পারে তবে এটা কখনোই দীর্ঘস্থায়ী নয়।

ভাই আপনার লেখাপড়ার মাধ্যমে বুঝতে পারলাম যে আপনাদের বাড়ির পাশে গরু চোর রয়েছে যাই হোক আপনাদের গরু গুলো সাবধানে রাখবেন। একটু মজা করলাম।

গল্পটি বাস্তবসম্মত এবং শিক্ষা নিও আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই ভালো একটি আর্টিকেল আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুবই চমৎকার একটি কমেন্ট করেছেন ভাই খুবই ভালো লেগেছে আপনার কমেন্ট পড়ে।।

 2 years ago 

আপনি একদম ঠিক বলেছেন,লোভ মানুষকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। এমনি মানুষ কে অমানুষ বিনিময়ে দেয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এত সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ আপনাকে।।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ও

Loading...
 2 years ago 

গরু চুরির ঘটনা দিয়ে আপনি আপনার বার্তাটি খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন।আসলে এটি চিরন্তন সত্য কথা, লোভে পাপ আর পাপে মৃত্যু।এটাও সত্য যে কোন মানুষ এই পৃথিবীতে নেই যার লোভ নেই।কিন্তু অতিমাত্রায় কোন কিছুই যেমন ভালো না তেমনি লোভ ও চরম বিপদ ডেকে আনতে পারে।তাই আমাদের সকলের উচিত সতর্ক হয়ে চলা। ভালো থাকবেন।

 2 years ago 

আমার পোস্টটি পড়ে এত সুন্দর ভাবে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।।

 2 years ago 

আমি আপনার পোস্টটা পড়লাম। পড়ে অনেক ভালো লাগল। বর্তমান সময়ে বিভিন্ন জায়গায় দেখা দিচ্ছে এই গরু চুরির ঘটনা। আমাদের এলাকায় কিছু দিন আগে মারামারি হলো।

একপক্ষ গিয়ে আর পক্ষ বাড়ি থেকে ছাগল গরু চুরি করে আনল। আবার সেই পক্ষ কিছুটা শক্তি জোগান করে অন্য পক্ষের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে এলো।

আর এই গরুগুলো অনেক দূরে নিয়ে গিয়ে বেচা কিনা হয়। এই হলো বর্তমান সমাজের অবস্থা। যাইহোক ভাই আপনার পোস্টটা পড়ে অনেক ভালো লাগল। আপনার পরবর্তী আকর্ষণীয় পোস্ট পড়ার জন্য অপেক্ষায় থাকলাম।

 2 years ago 

এত সুন্দর ভাবে এত বড় করে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।।

 2 years ago 

লোভ আসলেই মানুষকে নি:স্য করে দেয়। তাই বেশি লোভ করা ভালো না

 2 years ago 

একদমই বাস্তব বলেছেন ভাই।। আমাদের কাছে যতটুকু আছে এইটুকু নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত।

 2 years ago 

বাহ খুব চমৎকার একটি বিষয়ে আপনি পোস্ট লিখেছেন। কখনোই অতিরিক্ত লাভ করা ভালো না এটা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়,

 2 years ago 

ধন্যবাদ আপনার মতামত প্রকাশ করার জন্য।

 2 years ago 

Thank you 😊

Coin Marketplace

STEEM 0.08
TRX 0.30
JST 0.035
BTC 109898.79
ETH 3868.27
USDT 1.00
SBD 0.57