ভারি খাবার খাওয়ার পর যে কাজগুলো করা উচিত নয়।

in Incredible Indialast year
20230916_161721.jpgedit pixellab

"আসসালামুয়ালাইকুম"

আশাকরি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আপনাদের আজকের দিনটি অনেক ভালো কেটেছে।

আমরা বাঙালি আর আমরা সব চাইতে বেশি মাছ এবং ভাত পছন্দ করে থাকি। এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না!! যে বাঙালি মাছ আর ভাত পছন্দ করে না। আর এই দুইটা জিনিস পছন্দ করার জন্যই বলা হয় মাছে খাতে বাঙালি। যদি খাওয়ার সময় মাছ থাকে, তাহলে আমরা পেট ভরে খায়। বিশেষ করে দুপুর আর রাতে আমরা একটু বেশি তৃপ্তি মতো খেয়ে থাকি।

আমরা ভারি খাবার খাওয়ার পর আমাদের শরীর বেশ ক্লান্ত লাগে। এই ক্লান্তি কাটাতে কেউ একটু বিশ্রাম নেই কেউ আবার চা খেয়ে থাকি কিন্তু এগুলো প্রভাব ফেলে আমাদের শরীরের ওপর। অনেক সময় এমন কিছু অভ্যাসের কারণে আমরা বড় বড় ক্ষতির সম্মুখীন হয়ে থাকি। আমরা এই ভুলগুলো করার কারণে অনেক সময় হজমের সমস্যা হওয়ার পাশাপাশি দেখা দিতে পারে এসিডিটির মত সমস্যা।

চলুন জেনে নেই ভারী খাবার খাওয়ার পর, কোন কাজ গুলো এড়িয়ে চলবো:-

  • ঘুমাবেন না:- আমরা অনেকেই আছি রাতে খাওয়ার পর পরই ঘুমাতে যাই, এটা একেবারেই উচিত নয়। এতে খাবার হজমের প্রক্রিয়া ধীর হয়ে যায়। পেটে মেদ জমে যাওয়ার সম্ভাবনা থাকে তাই খাবার খাওয়ার অন্তত 2 ঘন্টা পর ঘুমানো প্রয়োজন।
  • ধূমপান করবেন না-: ধূমপান করা সব সময়ই ক্ষতিকর শরীরের জন্য। তবে খাবার খাওয়া পরপরই ধূমপান করলে ক্ষতি আরো বেশি হয় এমনটা বলছেন বিশেষজ্ঞরা।

  • গোসল করবেন না:- ভাত খেয়ে সঙ্গে সঙ্গে গোসল না করাই ভালো এতে খাবার হজমে সমস্যা দেখা দিতে পারে। গোসলের সময় আমাদের শরীরের রক্ত সঞ্চালনে প্রভাব বাড়ে যা খাবার হজমের প্রক্রিয়াকে দীর্ঘ করে।

  • ফল খাবেন না:- ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এটা আমরা সকলেই জানি। কিন্তু খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ফল খাওয়া উচিত না, এতে বদহজমের মতো সমস্যা দেখা দিতে পারে। খাবার খাওয়ার 2 ঘণ্টা আগে অথবা পরে ফল খাওয়া উচিত খাবেন।

  • চা পান করবেন না:- ক্যাফিন থাকার কারণে চা এসিডিক প্রকৃতির হয় যা খাবার হজমে সমস্যা করে এ ছাড়া ভারী খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে চা খেলে খাবারের আয়রন শোষণ বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই খাবার খাওয়া পরপরই চা পান না করাই ভালো।

আমাদের স্বাস্থ্য ভালো রাখার জন্য,, আমাদের প্রত্যেক মানুষকে ভারী কোন খাবার খাওয়ার পরে, অবশ্যই ওপরের বিষয়গুলো একটু লক্ষ্য রাখা দরকার। তাহলে আমি মনে করি আমরা সব সময় সুস্থ থাকতে পারবো, এবং অনেক সমস্যা থেকে বেঁচে থাকতে পারবো। আমরা অনেক সময় না জানার জন্য নিজের শরীরের অনেক সমস্যায় ডেকে নিয়ে আসি। আমাদের যদি সঠিক নিয়ম গুলো জানা থাকে তাহলে আমাদের শরীর সব সময় সুস্থ রাখতে পারব।

32FTXiZsHoAW6noHJDhrg3W8ZKHVFSsLYM859aTDCF8iErGbV5TuGc5WvYzBZHcu3PvyCn2V3qzmB5rejCpFQyx3ufbVqeVxdzWthqt6ZUmudQZ8gKUq3ULMaRbrDVs1ifihY8P6zSScE1pg.png

বন্ধুরা আজকের মত এখানে বিদায় নিচ্ছি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।

uxXm73TeYMn4BXLCpApWd9J2cdwvdJ8HhZApnD3TYqvg9onUxaF9bhXexm2HGwW7qAke2aDPtPCJQXT3MXBSTZwoULDgqRURtWnX4rc9qb...SmNTmSgBjp68TJHPZSAzfvh958QWZ5peZFyMvFw6a2xo9spN4iwbv96YbparmoYUcoTZPtj4ow6ZkcrvbjmwZ1UBPb6snxchwWdDmkrqm8AtBo6SXkyCoUQte.jpeg

Posted using SteemPro Mobile

Sort:  
 last year 

আসলে আমরা যখন ভারি খাবারগুলো গ্রহণ করে থাকি। তখন অবশ্যই আমাদের সামান্য একটু বিশ্রাম করে নেয়া উচিত। কেননা আমরা যখন ভারি খাবার গ্রহণ করি। তখন আমাদের শরীর খুবই ক্লান্ত হয়ে যায়। অবশ্যই কিছুক্ষণ চুপচাপ বসে থাকা উচিত। কিন্তু ঘুমানো যাবে না। ঘুমালে আমাদের শরীর আরো অনেক বেশি,,, ক্লান্ত হয়ে পড়ে।

আজকে আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। ভারী খাবার খাওয়ার পরে যে কাজগুলো করা যাবে না। অবশ্যই এই বিষয়গুলো জানা প্রত্যেকেরই প্রয়োজন। কেননা অনেকেই ভারী খাবার খেয়ে এই কাজগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে। কেউ ঘুমিয়ে পড়ছে,, কেউ চা খাচ্ছে। এই অভ্যাসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই খারাপ।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,, এত গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের সাথে আলোচনা করার জন্য।আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন। সৃষ্টিকর্তা অবশ্যই আপনার সহায় হবেন।

 last year 

আপু আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক সুন্দর একটি কমেন্ট করেছেন যেখানে আপনি অনেক কিছু উল্লেখ করেছেন।

 last year 

আসলে আমরা জেনে না জেনে এত দিন কাজ গুলো করে আসছি। এবং আমাদের শরীরের অবেক ক্ষতি হচ্ছে। আপনি যেমন বলেছেন ভরা পেটে ধুমপান আর চা পান না করার জন্য কিন্তু মানুষ এ দুটো কাজ বেশি করে। এখন থেকে আমি এসব কাজ থেকে বিরত থাকব। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত উপকারী একটি পোস্ট করার জন্য।

 last year 

জি ভাই আমরা অনেক কিছু না জেনে স্বাস্থ্যর অনেক ক্ষতি করে থাকি। তাই আমাদের সবকিছু জেনে রাখা দরকার।

Loading...
 last year 

ধন্যবাদ ভাইয়া গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার জন্য। আপনি যেবিষয়গুলো তুলে ধরেছেন সেই বিষয়গুলোত আমাদের নিত্য প্রয়োজনীয় বিষয়। কিন্তু আমরা এ বিষয়গুলোতে প্রায় সবাই একদমই বেখেয়াল। যার কারনে প্রতিনিয়ত আমাদের নানা সমস্যা ফেস করতে হয়।

 last year 

আপনি একদম ঠিক বলেছেন ভাইয়া আসলে আমরা অনেক সময় না জানার জন্য, অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকে।

 last year 

আসলেই ভাই সত্যিই আমরা জেনে হোক বা না জেনেই হোক এই কাজগুলো প্রতিনিয়তই করে থাকি অনেকেই।

আপনি বলেছেন ভরা পেটে ধূমপান বা চা পান করা মোটেও উচিত নয় এটি আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এই বিষয়টা আমার টোটালি জানা ছিল না।

আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সচেতনামূলক একটি পোস্ট করার জন্য। ভালো থাকবেন।

 last year 

জি ভাই আমরা অনেক সময় না জানার কারণে নিজের শরীরের অনেক ক্ষতি করে থাকি।

আজকে আপনি আমার পোস্টের মাধ্যমে কিছু শিখতে পেরেছেন সেজন্য আমি অনেক আনন্দিত।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর ও সচেতন মূলক একটি পোস্ট করার জন্য

 last year (edited)

আমরা বাহিরে গিয়ে অনেক সময় অনেক ধরনের খাবার খেয়ে থাকি যার কারনে আমাদের দেহের মাএ এতো টাই বৃদ্ধি পায় যে চলা চল করতে অসুবিধা হয়ে পরে।ভারি খাবার খাওয়া উচিত না কিন্তু আমাদের সব কিছুর সাধ গ্ৰহন করা উচিত।আর আমরা এই গুলো খাওয়ার পরে কি খেলে ক্ষতি হবে তা জানলেও আমরা খেয়ে থাকি এতে আমাদের অনেক ক্ষতি হয়। আর ভরা পেটের সম্পূর্ণ বিষয়টি আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট শেয়ার করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবার ও নিজের খেয়াল রাখবেন।

 last year 

আপনি কমেন্টের মাধ্যমে অনেক কিছু উল্লেখ করেছেন যেটা আমার কাছে খুবই ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 63696.24
ETH 2486.53
USDT 1.00
SBD 2.69