নীল তিমির কিছু জানা অজানা রহস্য

in Incredible India11 months ago

আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই অনেক ভাল আছেন আজ আপনাদের তিমি মাছের কিছু জানা-অজানা গল্প নিয়ে আলোচনা করতে যাচ্ছি।

তিমি মাছ আমরা সকলেই চিনি নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী বলা হয়। এই নীল তিমি সম্পর্কে সকলেরই অনেক আলোচনা রয়েছে। নীল তিমি অন্যান্য মাছের মত ফুলকা দিয়ে নিঃশ্বাস নেয় না এরা সমুদ্রে ডিমও পারে না। আপনারা হয়তো জানলে অবাক হয়ে যাবেন যে এরা মানুষের মতই অক্সিজেন নিয়ে থাকে ফুসফুসের সাহায্যে। তবে হ্যাঁ এরা সব সময় পানিতেই বসবাস করে আপনারা হয়তো জানেন যে গরু ছাগল বা অন্যান্য প্রাণী হয়তো তাদের বাচ্চাদের দুধ খাওয়ায়।

pexels-photo-4781925.jpegsource

নীল তিমিও ঠিক তেমনি শিশু তিনি কে দুধ খাওয়ায় পানিতেই। তিমি মাছ পুরো সমুদ্রে রাজত্ব করে বেড়ায় এদের শরীর বিশাল আকারের এদের শরীরে আকার লম্বায় ১০০ ফুট হয়ে থাকে যা ডাইনোসরের ও দ্বিগুন বলা হয়। এক বিশেষজ্ঞ বলেছেন অনেকেই রয়েছেন যারা তিনি কে মাছ বলে থাকে কিন্তু আসলে তিনি কোন মাছ না। সেই বিশেষজ্ঞ এটাও বলেছে যে তিমির মধ্যে মাছের কোন বৈশিষ্ট্যয় নেই তাহলে এটি মাছ কিভাবে হতে পারে।

তিমির অনেক কয়েকটি প্রজাতি রয়েছে সেগুলোর হয়তো আমরা নাম জানিও না সেগুলোর নাম হচ্ছে: পাইলট তিমি, কিলার তিমি, নীল তিমি, ফিন তিমি,গ্রে তিমি, বেলুগা তিমি আরেকটি হচ্ছে হাম্পব্যক তিমি। এদের মধ্যে সবচেয়ে বড় তিমি হচ্ছে নীল তিমি এটি সবচেয়ে তিনি প্রজাতির মধ্যে সবচাইতে বড় যার কারণে আমরা এই তিমির নাম সবাই জানি। আমরা সবাই জানি যে হাতির ওজন অনেক বেশি কিন্তু এই নীল তিমির যে জিভা রয়েছে তা এক হাতির ওজনের সমান।

pexels-photo-302271.jpegsource

এই কথা শুনে তো আপনারা সকলেই বুঝতে পারছেন যে আসলে কত বড় হতে পারে। আমরা নীল তিমি অনেক সোশ্যাল মিডিয়া তে দেখে থাকি কিন্তু যদি আপনি সরাসরি নীল তিমি দেখে থাকেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে তিনি কত বড় এবং কতটা পরিমাণের ওজন তার হতে পারে। কারণ এর যে হৃৎপিণ্ড রয়েছে তার একটি প্রাইভেট কারের সমান। এই নীল তিমি বিশ্বের সবথেকে বড় নবজাতকের স্থান দখল করে আছে।

আমরা অনেকে জানি আফ্রিকা জঙ্গলে অনেক বড় বড় হাতি রয়েছে আর এই যে পূর্ববয়স্ক হাতি রয়েছে প্রায় ৪০ হাতির ওজনের সমান এক নীল তিমির ওজন মানে এক নীল তিমির ওজন প্রায় ২০০ টনের মত। আমরা সবাই নীল তিমি বলে থাকি আসলে এর যে গায়ের রং নীল আসলে তা নীল নয়। এর গায়ের রং যখন নীল তিমি পানিতে থাকে বা পানি ভিতরে থাকে তখন তার গায়ের রং নীল দেখা যায় কিন্তু যখন তিনি সমুদ্রের উপরে বা পানির উপরে উঠে তখন তার গায়ের রং নীলচে ধূসর ছোপ দেখা যায়।

pexels-photo-4666750.jpegsource

এদের দেহের আকৃতি যেমন বিশাল আকারের তেমনি তারা অনেক জোরে এবং অনেক দূর পর্যন্ত শব্দ করতে পারে। প্রাণীদের মধ্যে সবচেয়ে জোরে শব্দ করতে পারে তিমি। নীল তিমি দীর্ঘদিন বাঁচতে পারে প্রায় ৮০ থেকে ৯০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে নীল তিমি। কিন্তু সব থেকে বয়স্ক যে নীল তিমি পাওয়া গিয়ে ছিল তার বয়স ছিল ১১০ বছর। এরা বসবাস করে থাকে অনেক বড় বড় মহাসাগরে। এরা মহাসাগরে রাজার মতো ঘুরে বেড়ায় এরা আ্যন্টার্কটিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর,আটলান্টিক মহাসাগর, এবং কাছের দেশ ভারত মহাসাগর এ থাকে।

pexels-photo-4781958.jpegsource

এ পর্যন্তই ছিল আমার গল্প আশা করি আমার কথা সবার ভালো লেগেছে পরবর্তীতে নতুন কোন টপিক নিয়ে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে।

TQ.png

DeviceName
AndroidRealme 7i
Camera64MP Quad camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@sabbir-raj
Sort:  
 11 months ago 

তিমি মাছ হল সকল প্রাণীর চেয়ে বিশাল এক লম্বা প্রাণী তিমি মাছ মানুষের মত অক্সিজেন গ্রহণ করে। আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে আমরা এরকম আরো ভালো পোস্ট পাব আশা করি থ্যাঙ্ক ইউ।

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু পোস্ট টি পড়ার জন্য

Loading...

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.13
JST 0.030
BTC 61865.17
ETH 3411.12
USDT 1.00
SBD 2.48