ডিজিটাল ক্যামেরা ও ফটোগ্রাফি

in Incredible India2 years ago

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি গুরুত্বপূর্ণ গল্প নিয়ে এসেছি আশা করি সবারই ভালো লাগবে।

আমরা বর্তমান যুগে এসে ছবি তোলার ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধা পেয়েছি আগে। আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা ছবি তুলতে অনেক ভালো বাসে কেউ ফটোগ্রাফার হতে পছন্দ করে কেউ বা মডেলিং হতে পছন্দ করে। আবার তো মাঝে মাঝে নিজেদের ছবি তোলা নিয়ে অনেকেই ব্যস্ত হয়ে পরে।

pexels-photo-1214566.jpegsource

আপনারা একটু খেয়াল করে দেখবেন বর্তমান সময়ে আপনি যাদের সাথে মেলামেশা করছেন ফ্রেন্ড সার্কেল হোক বা অন্য কেউ তাদের মধ্যে এমন কেউ একজন আছে সে সব জায়গায় গেলে ছবি তোলতে চায় বিশেষ করে সেলফি যেটা ফোন এর মাধ্যমেই বেশি তোলা হয়ে থাকে।

pexels-photo-6760908.jpegsource

ডিজিটাল ফটোগ্রাফি বলতে আমরা জানবো যে একজন ফটোগ্রাফার তার ক্যামেরা দিয়ে কিভাবে সে ফটোগ্রাফি করতে পারে এবং সেই ডিজিটাল ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানবো। ডিজিটাল ফটোগ্রাফি বোঝার জন্য আগে জানা উচিত কনভেনশনাল ফটোগ্রাফি বলতে কি বুঝায় এবং কি কি বিষয় এর আওতায় পড়ে এক কথায় বলতে গেলে ফটোগ্রাফি হল শিল্প এবং বিজ্ঞান।

ডিজিটাল ক্যামেরা আসার আগে ফিল্ম ক্যামেরা ব্যবহার করা হতো। কিন্তু এই ফিল্ম ক্যামেরায় ডেভলপ করা, ওয়াশ করা, প্রতিবার নতুন ফিল্ম কেনা ইত্যাদি এসব ঝামেলা রয়েছে। অপরদিকে যদি ডিজিটাল ক্যামেরার কথা বলা হয় তাহলে এখানে সেই রকম কোন ঝামেলা নেই ডিজিটাল ক্যামেরায় মেমোরি প্রবেশ করানো যায় এবং সেখানে ইচ্ছামত ছবি তোলা যায়, মুছে ফেলা যায় মেমোরিতে থেকে ছবি কম্পিউটারে নিয়ে এডিট করা যায়, ইমেইলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে পাঠানো যায়।

pexels-photo-4201333.jpegsource

এই যে উপরে যেই ছবিটি দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফিল্ম যা আগের ক্যামেরাতে ব্যবহার করা হতো।

pexels-photo-10252290.jpegsource

আর এইটা হচ্ছে ডিজিটাল ক্যামেরা যা দিনে আমরা সাধারণত সবাই ছবি তুলে থাকি।

আসলে একটা কথা বলতে গেলে ডিজিটাল ক্যামেরা থেকে ডিজিটাল ফটোগ্রাফি তৈরি করা সম্ভব কারণ আমরা যখন ছবি তুলতে চাই তখন ক্যামেরাটা ভালো এবং বিশেষ করে লেন্স ভালো হতে হবে তাহলে সেই ছবি ভালো আসবে। আর ও কথা হচ্ছে যে ছবি তোলার ক্ষেত্রে আমরা যেই সাবজেক্ট সিলেক্ট করি সেইটার ভিত্তি করে পুরো দৃশ্যটা ক্যামেরাতে ক্যাপচার করে নেই।

যদি আপনি ফটোগ্রাফার হয়ে থাকেন তাহলে আপনি হয়তো এই কথা ভালো করেই জানবেন যে ছবি তোলা টা এতো সহজ বিষয় না কারন ছবি তোলার ক্ষেত্রে আমাদের হাত নড়াচরা করে যার কারনে ছবিটি একটু খারাপ আসে আবার কোনো সময় দেখা যায় ছবি তুলতে তুলতে কোনো একটা ছবি এমনিতেই অনেক ভালো আসে। বর্তমান সময়ে ক্যামেরা এর মেগাপিক্সেল বাড়ানো হচ্ছে।

pexels-photo-1024792.jpegsource

আপনি যদি কোনো এক ব্যাক্তির ছবি তোলেন এবং ছবির রেজুলেশন যদি কম আসে বা ছবিটি ফেটে যায় তাহলে সেই ব্যক্তি ছবিটি পছন্দ করবে না যার কারনে ডিজিটাল ক্যামেরা তেই ডিজিটাল ফটোগ্রাফি হওয়া সম্ভব। যদি ডিজিটাল ক্যামেরা না থেকে ফিল্ম ক্যামেরায় সারা জীবন থাকতো তাহলে সেটি দিয়ে এখনো সবাই ছবি তুলতো। কিন্তু এই ছবি তোলার ক্ষেত্রে সবার চাহিদাও দিন দিন বাড়ছে।

pexels-photo-736514.jpegsource

অবশ্য এটা ঠিক ছবি তোলার জন্য এখন আর আলাদা করে ক্যামেরা কিনতে হয় না কারন ফোনেই রয়েছে ক্যামেরা এবং রয়েছে পোট্রেইট মুড যা দিয়ে আপনি ডিএসলআর এর মতো ছবি তুলতে পারবেন। কিন্তু ক্যামেরার বিষয়টা একদমই আলাদা। কোনো মডেলিং এর ছবি তুলতে গেলে আপনাকে ক্যামেরা দিয়ে ছবি তুলতে হবে।

আজকে এই পর্যন্তই আশা করি আমার গল্প সকলের ভালো লাগবে পরবর্তী তা আরো নতুন কিছু আনার চেষ্টা করব ধন্যবাদ সবাই ভাল থাকবেন।

TQ.png

DeviceName
AndroidRealme 7i
Camera64MP Quad camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@sabbir-raj
Sort:  
Loading...
 2 years ago 

আমরা জানি ক্যামেরা হলো আমাদের জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি। যত দিন যাচ্ছে আরো নতুন নতুন ক্যামেরা তৈরি হচ্ছে। ক্যামেরা হল একটি ইনপুট ডিভাইস। এছাড়া ডিজিটাল ক্যামেরা ও ডিজিটাল ফটোগ্রাফি সম্পর্কে একটি সুন্দর আলোচনা করেছেন এবং আপনি পুরনো দিনে ব্যবহৃত ক্যামেরার সঙ্গে আজের দিনের ব্যবহৃত ডিজিটাল ক্যামেরার বেশ কিছু পার্থক্য রয়েছে, সেগুলো বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য ভালো থাকবেন।

ডিজিটাল ক্যামেরা সম্পর্কিত বেশ আলোচনা করেছেন ৷ আর বর্তমান সময়ে এই ডিজিটাল ক্যামেরার খুবই প্রচলন রয়েছে ৷ বর্তমান সময়ে যেসব ছবি নাটক নানা ধরনের ফ্লিম তৈরি হচ্ছে তা সবই এই ডিজিটাল ক্যামেরার ব্যবহার ৷ যার জন্য যতই দিন যাচ্ছে ততই মানুষ ডিজিটাল ক্যামেরার প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 2 years ago 

ধন্যবাদ আপনাকে গল্পটি পড়ার জন্য

ক্যামেরা সম্পর্কে তথ্য শেয়ার করার জন্য ধন্যবাদ।
সত্যি বলতে আগেরকার দিনে ছবি তোলা বেশ কষ্টস্বাধ্য কাজ ছিলো এতে তো ক্যামেরা এভেইলভল ছিলোনা তারওপর ফিল্ম, রিল আবার ছবি তোলার পরে সেগুলো পরিষ্কার করা অনেক বেশি সময়সাপেক্ষ ব্যাপার ছিলো।নেগেটিভ নামে একধরনের কালো কার্বনকপি দেয়া হতো যা পরবর্তী সময়ে স্টুডিও থেকে পরিষ্কার করিয়ে ছবিতে রূপান্তর ঘটানো হতো। সেই সব সময়ের তুলনায় বর্তমানের ডিজিটাল ক্যামেরা আমাদের জন্য সবকিছু সহজ করে দিয়েছে ফটোগ্রাফি সহজ হওয়ার কারণে অনলাইন মার্কেটিং বেশ ভালো অবস্থান পেয়েছে যা আগের দিনের ক্যামেরা দিয়ে প্রায় অসম্ভব ছিলো।ডিজিটাল ক্যামেরার মাধ্যমে যেকোনো স্মৃতি ধরে রাখা খুব সহজ।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 111058.13
ETH 4319.58
USDT 1.00
SBD 0.83