নবীন বরণ

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে এসেছি আশা করি সবার ভালো লাগবে।

আমাদের কলেজে নতুন বর্ষের ছাত্র ছাত্রীরা এসেছে । কলেজে তখন তাদের নিয়ে নবীন বরণ এর কোনো আলোচনা করা হয়নি । আসলে আমাদের কলেজে কিছু নিয়ম আছে যেমন নতুন বর্ষের ছাত্র ছাত্রীদের নবীন বরণ টা তাদের উপহার হিসেবে দেওয়া হয়।

IMG20220813125142_01.jpg

যেমন টা হচ্ছে অনুষ্ঠানের আয়োজন করার শেষ পর্যন্ত তাদের কে কিছুই জানানো হয়না যে এখানে হচ্ছে ।
তাদেরকে সেখানে যাওয়া বা দেখানো নিষেধ করা হয় আর এইসব নবীন বরণের ডেকরেশনের আয়োজন সব সিনিয়রদের করানো হয় ।
IMG20220812115257.jpg

আর যখন সিনিয়র দের বিদায় অনুষ্ঠান হয় তখন জুনিয়র দের এই দায়িত্ব নিতে হয়।তো বিষয় টা অনেক ভালো করা হয়েছে আমরা এখন সবাই কলেজের সিনিয়র।জুনিয়র দের জন্য আমরা সবাই মিলে ডেকরেশন করেছি আমাদের সাথে স্যার ম্যাম ও ছিলেন তারাও আমাদের অনেক সাহায্য করেছে।

IMG20220812132204.jpg

আমাদের মধ্যে অনেকেরই অনেক রকম দায়িত্ব ছিলো কারো ছিলো ঘরে বেলুন টাঙ্গানো আমার ছিলো বেলুন ফুলানো আমি তো একাই বেলুন ফুলাতে পারছিলাম না অনেক গুলো বেলুন ছিলো তো এইজন্য তাই সেথে আমি আরেক জন কে নিয়েছিলাম।

IMG20220812113031.jpg

সবাই একসাথে অনেক কাজ করছিলাম আমাদের ডেকোরেশনের কাজ শেষ করতে দুই থেকে তিন দিন লেগে যায়। তার সাথে অন্যান্য রা নাচ গান কেউ বা নাটক এ অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছিলো।

আমাদের প্রতিদিন কাজ শেষে কলেজ থেকে খাবার ও দেওয়া হচ্ছিলো যেটা আমাদের জন্য খুবই আনন্দের ব্যাপার ছিলো। ও একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি যে এই অনুষ্ঠান টা আমাদের কলেজের বড় হল রুম রয়েছে সেখানে অনুষ্ঠিত হয়েছিলো।

নবীন বরণ এ জুনিয়র দের ফুল দিয়ে স্বাগতম জানানো
হয়েছিলো এবং তাদের পরিচয় ও নেওয়া হয়েছিলো। যখন আমাদের সব কাজ শেষ হয়ে গিয়েছিল তখন আমাদের একটি কাজ বাকি ছিলো যেটা হচ্ছে জুনিয়র দের সবাইকে ডেকে বলা যে তোমরা সবাই কালকের দিন ইউনিফর্ম পরে হলরুমে আসতে।

তারা সঠিক জানতো না যে কেনো তাদের ডাকা হয়েছিলো যখন সকাল বেলা তাদের আসতে বলা হলো তখন গেটের সামনে সবাইকে এক এক করে ফুল দিনে বরণ করা হয় এবং তাদের মুখের হাসিটা প্রকাশ পায়। তারা অবাক হয়ে গিয়েছিল যে তাদের নবীন বরণ করা হচ্ছে সাথে নাচ গান এবং নাটক উপস্থাপন করা হয়েছিলো।

এই ছিলো আমার নবীন বরণ এর গল্প আপনারা যারা আমার মত কলেজে পড়াশোনা করেন নবীন বরণ এ কি কিছু অংশগ্রহণ করেছেন জানাবেন কিন্তু।ভালো থাকবেন সবাই ধন্যবাদ।

TQ.png

DeviceName
AndroidRealme 7i
Camera64MP Quad camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@sabbir-raj
Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61319.81
ETH 2376.92
USDT 1.00
SBD 2.55