শীর্ষক সেমিনার প্রোগ্রাম

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে এসেছি আশাকরি সবার ভালো লাগবে।

কয়েকদিন আগে আমরা কলেজ থেকে একটি প্রোগ্রাম এ গিয়েছিলাম। যেটা ছিলো শীর্ষক সেমিনার অনুষ্ঠান আমরা এই বিষয়ে কিছু জানতাম না। কিন্তু আমাদের কলেজের প্রিন্সিপাল স্যার আমাদেরকে বললো যে যারা যার এই সেমিনারে অংশগ্রহণ করতে পারবে তাদের কে সেখানে নিয়ে যাওয়া হবে।

IMG20221128201134.jpg

সেই জায়গা টা ছিলো অনেক সুন্দর এই অনুষ্ঠান টি হয়েছিলো মমো- ইন ফাইভ স্টার হোটেল এ । আমরা যেই কলেজ এ পরি সেই কলেজ টা হচ্ছে টি এম এস এস প্রতিষ্ঠানের। আর সেই মমো-ইন ফাইভ স্টার হোটেল বা রেস্টুরেন্ট টাও হচ্ছে টি এম এস এস প্রতিষ্ঠানের।

IMG20221128201423.jpg

যার কারনে টি এম এস এস প্রতিষ্ঠানের মালিক হুস্নেআরা বেগম এবং তার সাথে আরো অতিথি এসেছিলো । আর আমাদের কলেজে নোটিশ এসেছিলো যে এই শীর্ষক সেমিনার এ অংশগ্রহণ করার জন্য।এই অংশগ্রহণ এ ছিলো দেশাত্মবোধক গান এবং নাচ। আর তার সাথে ছিলো কিছু কৌতুক এবং নাটক।

আমি নাচ এ অংশগ্রহণ করেছিলাম এবং অনেকেই যারা গান পারে তারা গান এ অংশগ্রহণ করেছিলো। সেই ফাইভ স্টার হোটেল এ আমার যাওয়ার খুব ইচ্ছে ছিলো। শুধু আমারই না বাকি দের ও। কারন আমরা কোনোদিন ও সেই ফাইভ স্টার হোটেল কোনোদিন ও দেখিনি এবং সেখানকার খাবার কেমন তা টেস্ট করার খুব ইচ্ছে ছিলো।

IMG20221128175125.jpg

সেই দিন আমার সেই ইচ্ছে টা পুরন হয় আমরা যারা এই শীর্ষক সেমিনার প্রোগ্রাম এ অংশগ্রহণ করেছিলাম তাদের জন্য বুফ এ সকল খাবার ফ্রিতে খাওয়ানোর অফার ছিলো। আপনারা অনেকেই তো জানেন যারা এই বুফ চিনেন। তবুও আমি বলে দেই প্রত্যেক ফাইভ স্টার হোটেল এ এই বুফ থাকে।

বুফ সাধারণত খাবার এর অফার বলা যায় কম টাকায় অনেক কিছু খাবার এর অফার থাকে সেই খানে। যাই হোক সেইখানকার পরিবেশ টা অনেক ভালো ছিলো আমরা প্রোগ্রাম এর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কয়দিন ধরে রিয়েরসেল করছিলাম যাতে সেখানে ভালো করে প্রোগ্রাম টা সম্পন্ন করতে পারি ।

IMG20221128173128.jpg

অবশেষে আমরা সেখানে যাই এবং প্রস্তুতি নেই সবাই ও হ্যা একটা কথা বলতে ভুলেই গিয়েছি যে ওখানে শুধু আমাদের কলেজের প্রোগ্রাম ছিলো না টি এম এস এস এর অন্যান্য প্রতিষ্ঠান থেকে ও এসেছিলো অন্যান্য কলেজ থেকে।

আমরা রেস্টুরেন্টের কিছু কিছু জায়গায় ঘুরেছি আবার কিছু জায়গায় যাওয়া নিষেধ ছিলো যার কারনে আমরা সেখানে যাইনি।সব মিলিয়ে অনেক ভালো লেগেছে এবং আমরা সবাই সেদিন অনেক মজা করেছি।

আজকে এই পর্যন্তই আশাকরি সবারই পোস্ট টি পড়ে ভালো লাগবে।ভালো থাকবেন সবাই পোস্ট টি পড়ে আপনাদের কেমন লাগলো তা জানাবেন কিন্তু ধন্যবাদ সবাইকে।

TQ.png

DeviceName
AndroidRealme 7i
Camera64MP Quad camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@sabbir-raj
Sort:  

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator08. We support quality posts , good comments anywhere and any tags.
Curated by : @ubongudofot

Screenshot_20221130-164846_Canva.jpg

 last year 

thank you so much

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 74226.19
ETH 2639.64
USDT 1.00
SBD 2.42