আমাদের মাথা ব্যথা কেন করে (পার্ট-১)
আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের কাছে নতুন একটি গল্প নিয়ে এসেছি যেটি হচ্ছে আমাদের মাথা ব্যথা আর এই মাথা ব্যথা কেন হয় এই সব কিছু জানবো।
আমাদের সকলেরই মাথা ব্যথা হয়ে থাকে আর মাথা ব্যথা হওয়ার পিছনে অনেক ধরনের কারন হয়ে থাকে। আর মানুষ কোনো না কোনো কারনে এই সমস্যায় পরে থাকেন। আবার মাথা ব্যথা অনেক সময় নিজের রোগ ও হতে পারে। তাই আমি বলি প্রতিটি মানুষকে এই বিষয়টি নিয়ে সচেতন হতে হবে। মাথা ব্যথা হয় কারো আবার পুরো মাথায় দেখা দেয় আবার কারো কিছু নির্দিষ্ট অংশ এ মাথা ব্যথা দেখা দেয়।
আপনারা নিজেরাই একটু খেয়াল করে দেখবেন যে যদি মাথা ব্যথা অনেক দিন পর পর হয় তাহলে এটির ভয়ের আশংকা থাকার প্রয়োজন নেই। কিন্তু যদি প্রতিদিন নিয়ত বা মাঝে মাঝে আপনার মাথা ব্যথা দেখা দেয় বা হয় তাহলে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। কারন এর পিছনে অবশ্যই কোনো বড় কারন থাকতে পারে। আমরা সকলেই জানি যে চোখের সাথে মাথায় সংযোগ রয়েছে। আবার ও দাঁতের সাথে ও একি ভাবে মাথার সংযোগ রয়েছে।
আপনি খেয়াল করে দেখবেন যে যখন আপনি সারারাত না ঘুমিয়ে জেগে থাকুন তাহলে বুঝতে পারবেন মাথা ব্যথা কত টুকু হতে পারে। অতিরিক্ত মাথা ব্যথার কারনে মানুষ পাগল ও হয়ে যেতে পারে। তখন সেই মানুষটি উল্টাপাল্টা কথা বার্তা বলে তখন তার সমস্যা ধিরে ধিরে মৃত্যুর দিকে নিয়ে যায়। বিশেষ করে আমরা সকলেই ফোন মাথার কাছে রেখে ঘুমিয়ে পরি। এটির ফলে আমাদের শরীরের সব কিছু শক্তি শোষণ করে নেয় সকল প্রকার ডিভাইস শুধু ফোন ও না।
যখন আমরা অতিরিক্ত কম্পিউটার এর সামনে থাকি তখন এক ভাবে চোখ মনিটর এর সামনে লেগে থাকে যার ফলে আপনার চোখ ব্যথা হয়ে যায় এর ফলে আপনার চোখের যতি ও কমে যেতে পারে। বা কমে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আপনি হয়তো এইটা জানেন না যে যখন আপনার চোখ ব্যথা ধরে তখন ধিরে ধিরে আপনার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। আর এই সংক্রমনের কারণে ধীরে ধীরে আপনার মাথার ভিতরে সমস্যা তৈরি হয়।
আপনি হয়তো মাইগ্রেন সম্পর্কে জেনেছেন হয়তো এই নামটা এর আগেও শুনে থাকতে পারেন। মাইগ্রেন এক ধরনের অদ্ভুত রোগ এই অদ্ভূত রোগ আপনার যন্ত্রণা থেকে কখনো মুক্তি হতে দিবে না। মাইগ্রেন সাধারণত আলো শব্দ বিভিন্ন কারনে মাথায় ব্যথা সৃষ্টি হয় যদি কোন কারনে একজন মাইগ্রেন রোগী টেনশন করে বা তার ঘুম কম হয় তাহলে তার মাথায় অতিরিক্ত ব্যথার প্রবণতা বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে বাড়তে থাকে যার ফলে সেই ব্যক্তিটি আরো অনেক কষ্ট পায়।
মাথাব্যথা হওয়ার আরেকটি কারণ হচ্ছে ক্লাস্টার হেডেক এই রোগটি সাধারণত মানুষের দিনের বেলায় হয়ে থাকে যেমন বিভিন্ন সময় এই ব্যথা মানুষকে ভোগ করতে হয় সেটা হচ্ছে দিনের বেলা। আমরা জানি মাথায় যেমন ব্যথা হয় সেটি বিভিন্ন রকমের হয়ে থাকে তার মধ্যে ক্লাসটার হেডেক হচ্ছে আরেকটু ভিন্ন ধরনের। এই ব্যথা হয় যেমন চোখের চারপাশটায় জ্বলে যাওয়ার অনুভূতির মত। যার ফলে চোখের নিচে ডায় এবং চোখ লাল হয়ে যায় আরো যেমন চোখ থেকে পানি পড়তে পারে এই ধরনের সমস্যা খুবই স্বাভাবিকভাবে দেখা যায় ক্লাসটার হেডেক এর মাধ্যমে।
আজকে আমার সকলেরই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে এই গল্প নিয়ে দ্বিতীয় পার্ট এ অবশ্যই আরো নতুন কিছু নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে।
Device | Name |
---|---|
Android | Realme 7i |
Camera | 64MP Quad camera |
Location | Bogura, Bangladesh 🇧🇩 |
Short by | @sabbir-raj |
TEAM 1
Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts , good comments anywhere and any tags.খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আমি আপনার পোস্টটি সম্পূর্ণ পড়েছি এবং এরই সাথে অনেক সুন্দর সুন্দর তথ্য ও জানতে পেরেছি। আপনার লেখা পোস্টটি অনেক তথ্যবহুল একটি পোস্ট। আপনার পোস্টটি পড়ে খুবই ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইলো, ভালো থাকবেন সবসময়।
ধন্যবাদ এত সুন্দর একটি বিষয় নিয়ে পোস্ট করার জন্য।। আমারও মাঝে মাঝে মাথা ব্যাথা করে কিন্তু আবার এমনিতেই ভালো হয়ে যায়।। আমার অতিরিক্ত ফোন ব্যবহার করার জন্য মাথা ব্যথা হয় যেটা আমি বুঝতে পারি।।