মাদকাসক্ত ফারহান এর জীবন কাহিনী (পর্ব-২)

in Incredible India2 years ago (edited)

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে মাদকাসক্ত ফারহানের জীবন কাহিনী পর্ব ২ নিয়ে এসেছে আশা করি সবারই ভালো লাগবে।

মাদকাসক্ত ফারহান এর প্রথম পর্বে অনেক কথাই বলেছিলাম তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ট্রিটমেন্ট করানো হয় তাকে অনেক যুদ্ধ করতে হয় ।সেখানে আমরা মাঝে মাঝে তাকে দেখতে যেতাম অবশ্য সেখানে পরিবার ছাড়া আর অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়না ।

pexels-photo-4047186 (2).jpeg
source

কিন্তু আমরা তার পরিবার এর অনুমতি পেয়েছি বলে সেখানে যেতে পেরেছি কিন্তু সেখানে আমাদের সবসময় তার সাথে দেখা করার অনুমতি ছিলো না। তারপর যখন তাকে দেখতে যেতাম পুরো পাগল এর মতো হয়ে গিয়েছিলো আমরা অবাক হয়ে গিয়েছিলাম যে সে এতো ভালো সুন্দর একটা ছেলে ছিলো তার এইকি দশা। শরীর এর কি অবস্থা তার।

তার চেহারা নষ্ট হয়ে গিয়েছে চোখ মুখ তার কালো হয়ে গিয়েছে আমাদের দেখে মায়া হলো কি আর করার তাকে তো এখানেই থাকতে হবে সেখানে যা দেখলাম ওখানকার নার্স এবং ডাক্তার তাদের সাথে ঠিক ভাবে কথা বলে না বরং যা করার লাগে সেটা তারা নিজেরাই করে।

pexels-photo-7904452.jpegsource

তারা দয়ামায়া করে না আমি একজন কে বললাম এইরকম রোগীর সাথে আচরণ করা কি ? পাশে থাকা লোকটি বললো এমন খারাপ আচরণ যদি নাই করে তাহলে মাদকাসক্ত রগী রা ভয় পাবে কথা থেকে। তাদের বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হয় যাতে করে তারা মাদকদ্রব্যকে ঘৃণা করে বা এটা থেকে যেনো তাদের আকর্ষণ ও রুচি দুটোই চলে যায়।

আমি এইসব শুনে মনে মনে ভাবলাম ফারহান এর তাহলে কি অবস্থা হচ্ছে তাকে কিভাবে থাকতে হচ্ছে এইখানে আমি আর ও যতটুকু শুনলাম এইসব থেরাপি অনেক এ সহ্য করতে না পরে পালিয়ে গিয়েছে। তাহলে ভাবুন মাদকাসক্ত ছেলে মেয়ারা তাদের কিভাবে সুস্থ করে তোলা হয় তা এখান থেকেই বুঝা যায়। আমি এমন কষ্ট এবং মাদকাসক্ত যেনো না হয়।

pexels-photo-3225796.jpegsource

বলেও বা কি হবে এইসব মাদকদ্রব্য কথা থেকে যে আসে, এভাবেই ফারহান এর কয়েক মাস পার হয়ে গেলো ফারহান এর ছুটির সময় হয়ে গিয়েছে তারপরে ও আমরা তাকে দেখতে পাইনি। কারন তার মা আমাদের বলেছিলো হসপিটাল থেকে নিয়ে এসে তাকে আবার বাসায় রাখবে ভালো পরিবার এর সাথে থাকলে হয়তো তার আরো ও ভালো লাগবে।

free-photo-of-guneste-kitap-okumak.jpegsource

তার হয়তো ঠিক মতো খাবার খাওয়া হয়নি বাসায় থাকলে সে ভালো পুষ্টিকর খাবার খেতে পারবে আমরা বললাম হ্যা আন্টি তাই করেন। এরপর আবার ও দুই তিন মাস তার সাথে দেখা হলো আমাদের দেখলাম সে সেই আগের ফারহান এ ফিরে এসেছে। সবার সাথে ভালো ভাবে কথা বলা শান্ত হয়ে থাকা । এখন সে আমাদের সাথে ভালো ভাবে কথা বলে আমাদের সাথেই থাকে । ফারহান মাদকাসক্ত থেকে উঠে এসেছে।

pexels-photo-4144099.jpegsource

সে আর আগের অবস্থায় নেই কিন্তু ডাক্তার বলেছে যদি কেউ তাকে আবার ও এইসব নেশার জগতে নিয়ে আসতে চায় তাহলে সে আর কখনো সেখান থেকে ফিরে আসতে পারবে না। সবসময় তাকে এই সব থেকে দূরে রাখতে হবে সাধারণ সিগারেট এর ধোঁয়া পর্যন্ত ও যেনো তার নাক এ না প্রবেশ করে।

pexels-photo-1116302.jpegsource

আমরা সবাই চেষ্টা করবো তাকে ভালোভাবে রাখতে তাকে সাথে নিয়ে থাকতে আজকে এই পর্যন্তই আশাকরি সবারই পোস্ট টি পড়ে ভালো লাগবে কেমন হয়েছে ফারহান এর মাদকাসক্ত থেকে ফিরে আসার গল্প তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।

TQ.png

DeviceName
AndroidRealme 7i
Camera64MP Quad camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@sabbir-raj
Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.34
JST 0.034
BTC 110524.91
ETH 4381.32
USDT 1.00
SBD 0.83