মাদকাসক্ত ফারহান এর জীবন কাহিনী (পর্ব-২)
আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আপনাদের মাঝে মাদকাসক্ত ফারহানের জীবন কাহিনী পর্ব ২ নিয়ে এসেছে আশা করি সবারই ভালো লাগবে।
মাদকাসক্ত ফারহান এর প্রথম পর্বে অনেক কথাই বলেছিলাম তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ট্রিটমেন্ট করানো হয় তাকে অনেক যুদ্ধ করতে হয় ।সেখানে আমরা মাঝে মাঝে তাকে দেখতে যেতাম অবশ্য সেখানে পরিবার ছাড়া আর অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয়না ।
কিন্তু আমরা তার পরিবার এর অনুমতি পেয়েছি বলে সেখানে যেতে পেরেছি কিন্তু সেখানে আমাদের সবসময় তার সাথে দেখা করার অনুমতি ছিলো না। তারপর যখন তাকে দেখতে যেতাম পুরো পাগল এর মতো হয়ে গিয়েছিলো আমরা অবাক হয়ে গিয়েছিলাম যে সে এতো ভালো সুন্দর একটা ছেলে ছিলো তার এইকি দশা। শরীর এর কি অবস্থা তার।
তার চেহারা নষ্ট হয়ে গিয়েছে চোখ মুখ তার কালো হয়ে গিয়েছে আমাদের দেখে মায়া হলো কি আর করার তাকে তো এখানেই থাকতে হবে সেখানে যা দেখলাম ওখানকার নার্স এবং ডাক্তার তাদের সাথে ঠিক ভাবে কথা বলে না বরং যা করার লাগে সেটা তারা নিজেরাই করে।
তারা দয়ামায়া করে না আমি একজন কে বললাম এইরকম রোগীর সাথে আচরণ করা কি ? পাশে থাকা লোকটি বললো এমন খারাপ আচরণ যদি নাই করে তাহলে মাদকাসক্ত রগী রা ভয় পাবে কথা থেকে। তাদের বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হয় যাতে করে তারা মাদকদ্রব্যকে ঘৃণা করে বা এটা থেকে যেনো তাদের আকর্ষণ ও রুচি দুটোই চলে যায়।
আমি এইসব শুনে মনে মনে ভাবলাম ফারহান এর তাহলে কি অবস্থা হচ্ছে তাকে কিভাবে থাকতে হচ্ছে এইখানে আমি আর ও যতটুকু শুনলাম এইসব থেরাপি অনেক এ সহ্য করতে না পরে পালিয়ে গিয়েছে। তাহলে ভাবুন মাদকাসক্ত ছেলে মেয়ারা তাদের কিভাবে সুস্থ করে তোলা হয় তা এখান থেকেই বুঝা যায়। আমি এমন কষ্ট এবং মাদকাসক্ত যেনো না হয়।
বলেও বা কি হবে এইসব মাদকদ্রব্য কথা থেকে যে আসে, এভাবেই ফারহান এর কয়েক মাস পার হয়ে গেলো ফারহান এর ছুটির সময় হয়ে গিয়েছে তারপরে ও আমরা তাকে দেখতে পাইনি। কারন তার মা আমাদের বলেছিলো হসপিটাল থেকে নিয়ে এসে তাকে আবার বাসায় রাখবে ভালো পরিবার এর সাথে থাকলে হয়তো তার আরো ও ভালো লাগবে।
তার হয়তো ঠিক মতো খাবার খাওয়া হয়নি বাসায় থাকলে সে ভালো পুষ্টিকর খাবার খেতে পারবে আমরা বললাম হ্যা আন্টি তাই করেন। এরপর আবার ও দুই তিন মাস তার সাথে দেখা হলো আমাদের দেখলাম সে সেই আগের ফারহান এ ফিরে এসেছে। সবার সাথে ভালো ভাবে কথা বলা শান্ত হয়ে থাকা । এখন সে আমাদের সাথে ভালো ভাবে কথা বলে আমাদের সাথেই থাকে । ফারহান মাদকাসক্ত থেকে উঠে এসেছে।
সে আর আগের অবস্থায় নেই কিন্তু ডাক্তার বলেছে যদি কেউ তাকে আবার ও এইসব নেশার জগতে নিয়ে আসতে চায় তাহলে সে আর কখনো সেখান থেকে ফিরে আসতে পারবে না। সবসময় তাকে এই সব থেকে দূরে রাখতে হবে সাধারণ সিগারেট এর ধোঁয়া পর্যন্ত ও যেনো তার নাক এ না প্রবেশ করে।
আমরা সবাই চেষ্টা করবো তাকে ভালোভাবে রাখতে তাকে সাথে নিয়ে থাকতে আজকে এই পর্যন্তই আশাকরি সবারই পোস্ট টি পড়ে ভালো লাগবে কেমন হয়েছে ফারহান এর মাদকাসক্ত থেকে ফিরে আসার গল্প তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন।
Device | Name |
---|---|
Android | Realme 7i |
Camera | 64MP Quad camera |
Location | Bogura, Bangladesh 🇧🇩 |
Short by | @sabbir-raj |