গ্রীষ্মকাল

in Incredible India11 months ago

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের কাছে নতুন একটা গল্প নিয়ে এসেছি আশা করি সবারই ভালো লাগবে।

এখন তো গ্রীষ্মকাল এটা গরমের সময় এই সময় মানুষের ঝামেলার শেষ থাকে না গরমের সময় কাজ করতে ও যেমন কষ্ট কাজ না করেও যদি বসে থাকেন তবুও আপনাকে গরম লাগবে।

IMG20220509172851.jpg

আর বিশেষ করে যদি গরমের সময় বা দিনে যদি বাতাসের শূন্যতা দেখা দেয় তাহলে তো বুঝতেই পারছেন এর মত কঠিন শাস্তি মনে হয় আর হয় না। গরমে অনেক মানুষের এর মৃত্যু ও হয়ে যায়।গরমে এমন দিন আসে যখন বাতাস না থাকার কারনে গাছের পাতা ও নরে না ।

IMG20230531133021.jpg

গরমে মানুষের অনেক ধরনের রোগ ও হয়ে থাকে আমি দেখেছি যেটা আমার চোখের দেখা শপিং মল এ ছোট বাচ্চা কোলে নিয়ে কেনাকাটা করতে এসেছে সেই খানে সেই বাচ্চাটি গরম এর তাপ এবং বাতাস না পাওয়ার কারনে শিশুটি মৃত্যু বরণ করেন।

দেখে অনেক খারাপ লাগলো সেইখানে অনেক ভির ও হয়েছিলো আসলে সেই দিন খুব গরম এবং রোদের তাপমাত্রা একটু বেশি ছিলো। গরম এর সময় কারেন্ট ও থাকে না তখন তো জাহান্নামের তাপ অনুভব হয় এমন টা লাগে।

IMG20230531132957.jpg

গরমের সময় পানিতেই থাকতে ইচ্ছে করে এই জন্য আমাদের এই সময় প্রচুর পরিমাণে পানি বা জল খেতে হবে নাহলে আমাদের বিভিন্ন ধরনের অসুবিধা এবং শরীর কে অসুস্থ করে তুলবে যেটা আমাদের জন্য খুবই খারাপ।

বিশেষ করে ডাবের পানি বা জল খাওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি কারন আমরা যখন বাহিরের ঠান্ডা জুস বা কোমল পানীয় পান করে থাকি তাতে আমাদের কোনো লাভ হয় এটা আমি মনে করি না । তবে এই কোমল পানীয় তৃষ্ণা মেটাতে সাহায্য করে ।আর হজম শক্তি তে সাহায্য করে।

IMG20220817160049.jpg

কিন্তু ডাবের পানি বা জল আমাদের অনেক ধরনের উপকার করে ।ডাবের পানিতে রয়েছে ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম ভিটামিন সি রিবোফ্লেভিন ও কার্বোহাইড্রেট রয়েছে যা আমাদের শরীর কে সুস্থ রাখে এবং এটি সালাইন আকারে কাজ করে।
IMG20230531133010.jpg

আপনি যদি গরম এ কাজ করে ক্লান্ত হয়ে পরেন তাহলে ডাবের পানি বা জল খান এতে আপনি নিজেকে ক্লান্ত অনুভব থেকে দূরে থাকবেন। আর আপনি যদি ডাবের জল বা পানি নাও পেয়ে থাকেন তাহলে পানি গান বেশি বেশি এতে শরীরের কিডনী পানিতে ডুবে থাকবে ।

কারনটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলি আপনাদেরকে পানি কম পরিমাণে পান করার ফলে আমাদের প্রস্রাব এর রাস্তা জ্বলতে শুরু করে এতে আপনি হয়তো অনেক কষ্ট পেয়ে থাকে এইজন্য আমাদের এই গরমের সময় পানি পান করতে হবে বেশি বেশি ।

আজকে এই পর্যন্তই আশাকরি সবারই ভালো লাগবে আমার এই পোস্ট টি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই। আর কমেন্ট করতে ভুলবেন না যেন।

TQ.png

DeviceName
AndroidRealme 7i
Camera64MP Quad camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@sabbir-raj
Sort:  
 11 months ago 

গ্রীষ্মকাল মানেই হচ্ছে গরম! আর বর্তমান সময়ে গরমের তাপমাত্রার কথা যদি বলি,, তাহলে আমাদের সহ্য করার বাহিরে।

গতকালকে আমি মার্কেটে গিয়েছিলাম! কিছু দরকারি কাজের জন্য! এবং কিছু কেনাকাটা করার জন্য! কিন্তু কি বলবো! অসহনীয় গরমে অবস্থা প্রচন্ড খারাপ হয়ে গেছিল।

গরমে বর্তমানে সবার অবস্থা খুবই খারাপ,, তবে আপনি বলেছেন গরমের সময় ডাবের পানি আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার! শুধু ডাবের পানি নয় স্যালাইনের পানি ঠান্ডা পানি,, আমাদের বেশি বেশি পানি খাওয়া খুব প্রয়োজন,, এই গরমের সময়।

গ্রীষ্মকাল নিয়ে আপনি যে পোস্ট লিখেছেন! সেটা পড়ে বেশ ভালো লাগলো! অসংখ্য ধন্যবাদ আপনাকে,, এই গরমের সময় এত সুন্দর একটা টপিক নিয়ে আমাদের সাথে আলোচনা করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,, ভালো থাকবেন।

 11 months ago 

হুম আপনি ঠিকই বলেছেন ধন্যবাদ আপনাকে

This comment has been upvoted through Steemcurator09.


Team Newcomer- Curation Guidelines for June 2023
Curated by - @msharif

Loading...
 11 months ago 

গ্রীস্মকালীন কিছু ছবি শেয়ার করেছেন তারপর বলেছেন এই গরমে অনেক ধরনের রোগ হতে পারে ৷ তার জন্য বেশি বেশি ডাব এর পানি বা ঠান্ডা জাতিয় পানি পান করতে হবে ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন ৷

 11 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টি পড়ার জন্য

This comment has been upvoted through Steemcurator09.


Team Newcomer- Curation Guidelines for June 2023
Curated by - @msharif

Coin Marketplace

STEEM 0.29
TRX 0.12
JST 0.033
BTC 62559.43
ETH 3092.10
USDT 1.00
SBD 3.86