কুঠির শিল্প মেলা

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে এসেছি আশাকরি সবারই ভালো লাগবে।

কথাও ঘুরতে গেলা কারো একা একা ভালো লাগে আবার কেউ দলবদ্ধ নিয়ে ঘুরতে ভালোবাসে। তেমনি আমি যখন কথাও ঘুরতে যাই বা আজ সেই জায়গায় বা যেকোনো জায়গায় মেলা বা অনুষ্ঠান হচ্ছে আমি আমার বন্ধুদের বলি যাওয়ার জন্য।

IMG20220610191336.jpg

তখন তারাও মানা করে না মানা না করাটা একটা সবার মাঝে অভ্যাস এ পরিনত হয়েছে এই বিষয় টা আমার অনেক ভালো লাগে । কারণ কেউ যদি মানা করে তাহলে একটু খারাপ লাগে বিষয় টা হচ্ছে আজ হয়তো খুশিতে আছি মন টাও ভালো আছে আজ ওমুক জায়গায় যাই এখন সেখানে যদি মানা করে তাহলে তো খারাপ লাগবে।

আমার বন্ধুরা অবশ্য এমনটা না তারা সবকিছুতেই এগিয়ে যায় কোনো কিছু করতে বললে মানা করে না বা অজুহাত দেখায় না। যাই হোক সেদিন আমি তাদের বললাম চলো মেলা থেকে ঘুরে আসি এক এক করে সব বন্ধুদের ফোন দিয়ে চায়ের দোকানে আসতে বললাম।

IMG20220610174955.jpg

IMG20220610174937.jpg

সবাই আসার পর তাদের নিয়ে চলে গেলাম মেলায় সেখানে গেট এ ঢুকার সময় আমাদের জনপ্রতি বিশ টাকা করে টিকিট নিলো তারপর আমরা সবাই ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখলাম অনেক সুন্দর করে সাজানো হয়েছে একটি টাওয়ার যেটা মেলার মাঝখানে দিয়েছে। আর এই টাওয়ার সুন্দর করে নিওন বাতি দিয়ে সাজানো হয়েছে।

তারপর আমরা সেখানে সবাই ছবি তুললাম টাওয়ার এর সামনে পানির সৌন্দর্য দেখা যায় সেখানে গানের সাথে পানির ও নাচ দেখানো হয়েছে। দেখতে ভালোই লাগছিলো সব মিলিয়ে এরপর আমরা সবাই মিলে নাগর দোলাতে উঠি সেখানে অনেক মজা করেছি।

সেই মেলাতে অনেক ধরনের দোকান বসেছিলো যেমন কাপড় এর দোকান বিভিন্ন ধরনের ফার্নিচার এর দোকান আর ও খাবার এর দোকান বিশেষ করে আমরা পার্কে যেমন ট্রেইন দেখতে পাই ছোট বাচ্চারা উঠে থাকে সেই গুলো ও এসেছিলো।

IMG20220610191629.jpg

IMG20220610191615.jpg

এই মেলা প্রায় এক মাস এর জন্য সেখানে বসেছিলো সেখানে রাতের বেলা অনেক সুন্দর লাগে কারন রাতে অনেক আলো থাকে তারপর পানির সৌন্দর্য দেখা যায় আর গান বাজনাতে মনকে আরো আনন্দময় করে তোলে।

মেলাতে আমরা অনেক কিছু খেয়েছি বিভিন্ন ধরনের খাবার যেইসবের নাম ও ঠিক মত জানি না সেখানে খেয়েছি কাবাব সব শেষে খেয়েছি আইসক্রিম। সেখানে গানবাজনা তে ও আমরা অনেক নাচানাচি করেছি।

IMG20220610182405.jpg

আমি যদি সেখানে একা যাইতাম তাহলে হয়তো এতোটা মজা করতে পারতাম না। বন্ধুদের সাথে সেখানে গিয়ে অনেক মজা ইয়ার্কি ফাজলামি করেছি যার কারনে সময় কোন দিক দিয়ে চলে গিয়েছিল বুঝতেই পারিনি।

আজকে এই পর্যন্ত আশা করি আমার গল্প সবারে ভালো লাগবে আপনারও কি বন্ধুদের সাথে মেলায় গিয়ে কতটা আনন্দ করেন তা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম।

TQ.png

DeviceName
AndroidRealme 7i
Camera64MP Quad camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@sabbir-raj
Sort:  
 last year 

আপনি তো দেখি কুটির শিল্পমেলাতে আপনি এবং আপনার বন্ধুদের সাথে করে নিয়ে মেলায় বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেছেন এবং অনেক মজা ও আনন্দ করেছেন তা বুঝতে পারলাম এবং আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম এই মেলাটা দীর্ঘস্থায়ী ছিল অর্থাৎ একমাস মেলা থাকবে। এবং আপনার পোস্টটা পড়ে বুঝতে পারলাম আপনি মিলাতে গিয়ে বিভিন্ন জিনিস খেয়েছেন যা কিছু নাম জানেন এবং কিছু নাম জানেন না যেমন মেলাতে গিয়ে আইসক্রিম খেয়েছেন এবং মেলাতে গান-বাজনা হয়েছে সেখানে আপনারা অনেকে নাচানাচি করেছেন আসলে মেলা মানে আনন্দ ফুর্তি বিশেষ করে বন্ধুদের সাথে মেলাতে গেলে এরকম আনন্দ হয়ে থাকে। তাই আপনাকে অসংখ্য আমাদের মাঝে কুটির শিল্প মেলা সম্পর্কে আলোচনা করার জন্য ভালো থাকবেন

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টি পড়ার জন্য

Loading...

Congratulations, your post has been upvoted by @dsc-r2cornell, which is the curating account for @R2cornell's Discord Community.

Manually curated by @jasonmunapasee

r2cornell_curation_banner.png

 last year 

thank you so much

 last year 

কুটির শিল্প মেলা আপনারা বন্ধরা সহ ঘুরতে গেছিলেন ৷ আর বন্ধুদের নিয়ে মেলায় ঘুরতে যাওয়া অনেক আনন্দের হয়ে থাকে ৷ মেলাতে অনেক কিছু দেখার জিনিস রয়েছে ৷ তাছাড়াও রাতের সৌন্দর্য টা দেখার মত হয়ে থাকে ৷ আপনার এই কুটির শিল্প মেলায় রাতের সৌন্দর্য টা আসলেই অনেক সুন্দর লাগতেছে ৷

যাই হোক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টি পড়ার জন্য

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.16
JST 0.030
BTC 68618.96
ETH 2706.18
USDT 1.00
SBD 2.72