রেশম চাষ কিভাবে হয় তার কিছু ধারণা

in Incredible Indialast year

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে এসেছি যেটি খুবই গুরুত্বপূর্ণ।

pexels-photo-6712951.jpegsource

আমরা সকলেই রেশম গুটি সম্পর্কে জানি। রেশম থেকে কিভাবে সুতা তৈরি হয় এই সম্পর্কে অনেকই জানি। আবার অনেকেই জানি তাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো রেশম চাষ এবং গুটি কিভাবে করা হয় এবং তা সুতা তৈরি কিভাবে করা হয়। রেশম পোকার গুটি থেকে যে সুতা তৈরি হয় তা দিয়ে একপ্রকার সূক্ষ্ম ও কোমল তন্তুু তৈরি হয়।

আপনারা হয়তো জানেন না যে রেশম চার ধরনের হয়ে থাকে তার নাম হলো মালবেরি,এন্ডি,মুগা এবং তসর।
চার ধরনের রেশম চার ধরনের গাছের পাতা খেয়ে থাকে যেমন প্রথমটি হচ্ছে মালবেরি মালবেরি সাধারণত বমবিকস বা তুতঁ গাছের পাতা খেয়ে থাকে। দ্বিতীয় টি তৈরি হয় ফিলোসোনিয়া বর্গের রিলেশন কটি থেকে যারা ক্যাস্টর গাছের পাতা খেয়ে থাকে।

pexels-photo-6272310.jpegsource

তৃতীয়টি অ্যান্থোরিয়া আসমেনসিন রেশম গুটি থেকে যারা কুল তেজপাতা ও কর্পুরের পাতা খায়। চতুর্থটি হচ্ছে আ্যনথেরি বর্গভুক্ত রেশমগুটি থেকে যারা ওক গাছের পাতা খায়। কিন্তু বর্তমানে সচরাচর মালবেরি রেশম সবচেয়ে মূল্যবান হিসাবে বিবেচিত করা হয়েছে। রেশম সবচাইতে ভালো চাষ হয় বন্যা মুক্ত উঁচু এলাকা এবং উর্বর মাটি অথবা দোআঁশ মাটি বা বেলে দোআঁশ মাটিতে।

এইসব মাটিতে তুতঁ গাছ সবচাইতে বেশি ভালো হয়। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন যে বাড়ির চারপাশে বা রাস্তার পাশে, পুকুর পাড়ে, রেললাইনের পাশে, ও পতিত জমিতে এইসব তুত গাছের চারা রোপন করা হয়ে থাকে। তুত গাছ লাগানোর জন্য প্রথমে আগে জমি চাষ দিয়ে মাটি ঝুরঝুর করে বিঘা প্রতি গোবর সার প্রয়োগ করতে হবে। কমপক্ষে ৪০ কেজি গোবর সার প্রয়োগ করতে হবে।

pexels-photo-6128986.jpegsource

এরপর ইউরিয়া সার ৫০ কেজি এবং টিএসপি ৩০ কেজি ব্যবহার করতে হবে সেখানে তারপর এমওপি ১৫ কেজি মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। মাটিতে যে চারা কলম করা হয় সেটা দুই পদ্ধতিতে করা হয়। তুঁত গাছের পরিচর্যা করার জন্য জমি তৈরির সযয় যে সার দেওয়া হয়েছিলো বা নিয়মিত দেওয়া হয় ঠিক সেই নিয়মে প্রতিবছর সে পরিমাণ এ সার দেওয়া হয়।

এইভাবে জমিতে রেশম চাষ করা হয়ে থাকে। রেশম পোকার যেহেতু শুতা বুনে তাই তাদের জন্য বড় বারান্দা সহ মাটির ঘর সবচেয়ে বেশি ভালো। যদি ছাউনি খড়ের হলে তাপমাত্রা ও আদ্রর্তা বজায় রাখা যায়। পোকার ঘরের সামনে অবশ্যই ছোট কক্ষ রাখা উচিত। যাতে করে উজি মাছি রা সেই পোকার কক্ষে প্রবেশ করতে না পারে। এরপর তাপমাত্রা মাপার জন্য ঘরে থার্মোমিটার ও আদ্রতা মাপার জন্য যন্ত্র রাখতে হবে।

pexels-photo-6875090.jpegsource

তারপর শীতের ঘর গরম করার জন্য হিটার পাছটা রাখা অবশ্যই প্রয়োজন কারণ যেসব জিনিসপত্র লাগবে ছোট বোকার জন্য খাটের ছোট ডালা বা বড় প্রকার জন্য অবশ্যই বাঁশের বড় ডালা প্রয়োজন। এভাবেই যত্ন সহকারে রেশম চাষ করা হয় রেশন চাষের জন্য আরও বিভিন্ন ধরনের পদ্ধতি রয়েছে যার পরবর্তী গল্পতে আপনাদের সাথে আলোচনা কর।

ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে নতুন কোন গল্প নিয়ে অবশ্যই আলোচনা করব ধন্যবাদ সবাইকে।

TQ.png

DeviceName
AndroidRealme 7i
Camera64MP Quad camera
LocationBogura, Bangladesh 🇧🇩
Short by@sabbir-raj
Sort:  
Loading...
 last year 

আজকে আপনার পোস্ট পড়ে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করলাম। কেননা আমার জানা ছিল না কিভাবে রেশম চাষ করতে হয়। আপনি খুব সুন্দর ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন,, কিভাবে রেশম চাষ করতে হয়। কতটুকু সার ব্যবহার করতে হয়। আসলে এই বিষয়গুলো জানা থাকা খুব প্রয়োজন। কেননা মাঝেমধ্যে আমরাও চেষ্টা করতে পারি।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, এত সুন্দর করে এই রেশম চাষ করার পদ্ধতিটা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ রুবিনা আপু পোস্ট টি পড়ার জন্য

 last year 

আপনারা হয়তো জানেন না যে রেশম চার ধরনের হয়ে থাকে তার নাম হলো মালবেরি,এন্ডি,মুগা এবং তসর।
চার ধরনের রেশম চার ধরনের গাছের পাতা খেয়ে থাকে যেমন প্রথমটি হচ্ছে মালবেরি মালবেরি সাধারণত বমবিকস বা তুতঁ গাছের পাতা খেয়ে থাকে। দ্বিতীয় টি তৈরি হয় ফিলোসোনিয়া বর্গের রিলেশন কটি থেকে যারা ক্যাস্টর গাছের পাতা খেয়ে থাকে।

রেশম সম্পর্কে আমি অনেক কিছুই শুনেছি কিন্তু কিভাবে চাষ করতে হয় সেটা আমি জানতাম না আর রেশম চার ধরনের সেটাও আমি আপনার পোস্টের মাধ্যমে জানতে পারলাম।।।

ধন্যবাদ আপনাকে রেশম নিয়ে এত বিস্তারিত ভাবে পোস্ট করার জন্য।।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টি পড়ার জন্য

 last year 

জি ভাইয়া ভালো থাকবেন আর এরকম নতুন নতুন পোস্ট আমাদের উপহার দেবেন।।।

মুগা ও তসর অনেক প্রচলিত রেশম। বিশেষ ভাবে শাড়ি ও কাপড় তৈরি হয়। কিন্তু আরও দুই প্রকার রেশমের প্রয়োগ গুলি কি একইরকম হয়। ঢাকার মসলিন কাপড় কি ধরণের রেশম থেকে উৎপন্ন হত। এখন কি সেসব বিলুপ্ত। আশাকরি আপনি ভালো আছেন। আপনার মঙ্গল কামনা করি।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পোস্ট টি পড়ার জন্য

 last year 

আজকে আপনার পোস্টটি পরে নতুন অজানা কিছু জানতে পারলাম। আমার জানা ছিল না কিভাবে রেশন চাষ করতে হয়।তবে আজ আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম।
এই বিষয়গুলো আমাদের খুব জানা প্রয়োজন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ,,,, সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য থ্যাঙ্ক ইউ।

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য

 last year 

থ্যাঙ্ক ইউ

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.17
JST 0.031
BTC 82289.17
ETH 3177.89
USDT 1.00
SBD 2.79