মান নিয়ন্ত্রণ ও ব্যয় নিয়ন্ত্রণ:

in Incredible Indialast year
হ্যালো প্রিয় স্টিমিয়ান

সবাইকে আমার অন্তরের অন্তস্থল থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।আপনাদের মাঝে আমার পোস্টগুলো উপস্থাপন করার মাধ্যমে আমার মনের ভাব প্রকাশ পায় এবং অনেক প্রশান্তি লাভ করি।
আজ আপনাদের মাঝে আরেকটি বিষয় তুলে ধরার চেষ্টা করব,বিষয়টি হল মান নিয়ন্ত্রণ ও ব্যয় নিয়ন্ত্রণ সম্পর্কে।

pexels-photo-561458.jpeg
source

মান নিয়ন্ত্রণ:
মান বলতে কোন কিছুর গুনাগুনের একটি পরিমাণ কে বোঝায়।সকল ধরনের নির্মাণ কাজের জন্য মান নিয়ন্ত্রণ ও সঠিক সংরক্ষণ করা হয়ে থাকে।সাধারণত যারা বিক্রেতা তারা ক্রেতার পছন্দ বা ব্যবহারের উপর ভিত্তি করে সামগ্রীর মান নির্ধারণ করে।
আমরা যদি মান সম্পূর্ণ জিনিসপত্র দোকানে না উঠাতে পারি তাহলে আমরা সঠিকভাবে মালপত্র বিক্রয় করতে পারবো না।ক্রেতার নির্দিষ্ট চাহিদা বা ইচ্ছা পূরণ করার গুণকে মান বলা হয়ে থাকে।
যেকোনো দ্রব্য সামগ্রীর আকৃতি, আয়তন, রং,ওজন বাহ্যিক সৌন্দর্য ও স্থায়িত্বতা ইত্যাদি বৈশিষ্ট্যের মাধ্যমে একটি পন্যের মান বিবেচনা করা হয়।

মান নিয়ন্ত্রণের ঘাটতি ফলে আমরা নানা ধরনের অসুবিধায় পড়ে থাকি যেমন:।

  • নির্মাণ ও উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে।
  • আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে।
  • ক্রেতা ও বিক্রেতার মধ্যে সম্পর্কের অবনতি ঘটবে।
  • কর্মীদের দক্ষতা,যোগ্যতা কাজের স্থায়িত্বতা দিন দিন কমে যাবে।
  • নিম্নমানের মালামাল ব্যবহারের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

pexels-photo-8276633.jpeg
source

ব্যয় নিয়ন্ত্রণ:।
উৎপাদন প্রকল্পে নিয়োজিত কর্মীদের দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা ইত্যাদি পর্যবেক্ষণের মাধ্যমে উৎপাদিত দ্রব্যের গুণগত মান সঠিক রেখে প্রকল্পের ব্যয় উৎপাদন ব্যয় নির্দিষ্ট মাত্রায় রাখার প্রক্রিয়াকেই ব্যয় নিয়ন্ত্রণ বলা হয়। ব্যয় নিয়ন্ত্রণ করার একটি মাধ্যম হলো মান নিয়ন্ত্রণ করা।নির্মাণ সামগ্রী প্রকৃত ব্যয় এবং আদর্শ ব্যয়ের সাথে যাতে কোন পার্থক্য না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়।ব্যয় নিয়ন্ত্রণ রাখতে নির্মাণ সাইটে সার্বক্ষণিক সুপারভাইজার বা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এর উপস্থিত নিশ্চিত করতে হবে।

ব্যয় নিয়ন্ত্রণ করতে এই বিষয়গুলোর সব সময় মাথায় রাখতে হবে সেগুলো হলো:।

  • অতিরিক্ত বিল প্রধান থেকে সবসময় বিরত রাখতে হবে।
  • যে কোন বিষয়ের ড্রয়িং ও ডিজাইন অনুযায়ী কাজ করাতে হবে।
  • সমস্যা চিহ্নিত করুন এবং সমাধানের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
  • যে কোন কাজের সিডিউল মোতাবেক কাজ সম্পাদনের ব্যবস্থা করতে হবে।
  • যন্ত্রপাতি পরিচালনার জন্য দক্ষ শ্রমিক নিয়োগ দিতে হবে।
  • কোন প্রজেক্ট এর কাজ করানোর সময় সেই বিষয়ে
    কর্মীদের জ্ঞান বা ধারণা আছে কিনা সেই বিষয়ে নিশ্চিত করতে হবে।

pexels-photo-5520289.jpeg
source

একটি প্রতিষ্ঠানের উন্নতি সাধন হয়ে থাকে ব্যয় ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে।একটি প্রতিষ্ঠানের ব্যয় ও মান নিয়ন্ত্রণ যত ভালো তার প্রতিষ্ঠান তত উন্নতর শিখরে পৌঁছে যায়।

Incredible India কমিউনিটি সদস্যদের আমার পক্ষ থেকে জানাই আবারো শুভেচ্ছা ও অভিনন্দন।।

অনেক কথাই বললাম।সামনে আরো ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ।।

TQ.png

DeviceName
LocationBangladesh, bogura 🇧🇩
Short by@rxsajib

Q.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.029
BTC 57716.25
ETH 3155.19
USDT 1.00
SBD 2.26