প্রতিনিয়ত অপচয় বৃদ্ধি:

in Incredible India2 years ago (edited)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভাল আছি।
আমি এখন আপনাদের মাঝে যে বিষয়টি তুলে ধরতে যাচ্ছি সে বিষয়টি হলো অপচয়।

pexels-nadin-sh-15985079.jpg
Source

খাদ্যের অবচয়:
খাদ্যের অবচয় আমাদের মাঝে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। উদ্ভিদ চাষ হচ্ছে কম কিন্তু অপচয় হচ্ছে বেশি। আমাদের জীবন ধারনের জন্য সবচেয়ে বড় উপাদান হলো খাদ্য। এই খাদ্যের মাধ্যমে আমরা জীবন ধারণ করে থাকি। খাদ্য ছাড়া মানুষ কেন কোন প্রাণী বেঁচে থাকতে পারে না। আর সেই খাদ্য আমরা অপচয় করি। আমার বাবা, মা আমাকে কখনো খাদ্য অপচয় করা শিখায়নি।

এই পৃথিবীতে ৯০০ কোটি মানুষ আমরা প্রতিনিয়তই খাদ্যের মুখোমুখি হচ্ছি।
এই খাদ্য সংগ্রহের জন্য আমরা প্রতিনিয়তই নানা ধরনের কাজকর্ম করে যাচ্ছি। পৃথিবীতে ৮২ কোটিরও বেশি মানুষ খাওয়ার জন্য
পর্যাপ্ত খাদ্য নেই।
আর আমরা যারা খাবার পায় তারা প্রতিনিয়তই যথেষ্ট পরিমাণ খাবার নষ্ট করি। আমাদের যেগুলো খাবার খাওয়ার দরকার নেই সেগুলো আমরা নষ্ট করে ফেলি। আজ খাদ্য সংকট মানোবাতার বড়ো সমস্যা হয়ে দারিয়েছে।
বিশ্বে উৎপাদিত খাবারের মধ্যে এক তৃতীয়াংশ অংশ খাবারই আমরা নষ্ট করে ফেলি। আমরা যে খাদ্যের অপচয় গুলো করি এটা কি শুধু খাদ্যের অপচয় হয় না এটি অর্থ অপচয়ও হয়।
আমাদের দেশে কত না মানুষ খাদ্যের অভাবে ভুগছে।
আমরা যেগুলো খাবার নষ্ট করি বা অপচয় করি সেগুলো খাবার যদি আমরা গরীব দুঃখীদের মাঝে বিলিয়ে দেই তাহলে তারা উপকৃত হয় এবং আমরা অপচয় হাত থেকে বেঁচে যায়।

pexels-photo-14211426.jpeg
Source

পোশাক :
অপচয়ের মধ্যে অন্যতম একটি কারণ হলো পোশাক। বর্তমান বিশ্বে পোশাকের যে পরিমাণ অপচয় হচ্ছে তা বলা বাহুল্য হয়ে দাঁড়িয়েছে।
আমরা সামাজিক মাধ্যমে একবার যে পোশাক পড়ে ছবি তুলে আপলোড করি পরের দিন ওই পোশাক আমরা ব্যবহার করতে চায় না এর মাধ্যমে আমাদের অপচয় আরও দিন দিন বেড়ে যাচ্ছে।
আমরা নিজেরাই একবার ভেবে দেখি না যে আমাদের কতগুলো কাপড় আমরা নষ্ট করে ফেলছি,
আজ যে পোশাকগুলো কিনছি সেগুলো দুদিন পড়ার পর সেগুলোর পড়তে ইচ্ছে করেনা সেগুলো অপচয় হয়ে যায়।
আমাদের আশেপাশে এমন এমন লোক আছে যারা মাসে কেন, বছরেও একটি কাপড় কেনার সামর্থ্য তাদের হয় না,
আমরা যে জিনিস প্রতিনিয়ত পেয়ে খুশি হয় না সেই একই
যারা অসহায় গরিব তারা বছরই একটি পেয়েও আমাদের থেকে হাজার গুণ বেশি খুশি থাকে।
আমরা একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের এই বিষয়গুলো ভালোভাবে মূল্যায়ন করা উচিত আমরা সবাই একজোট হয়ে এই অপচয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ, এই অপচয়গুলো রোধ করা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর অপচয় করা তো মহাপাপ। আমরা মানব জাতি হয়েছে এগুলো না বুঝি তাহলে এগুলো কে বুঝবে।

যাইহোক অনেক কথাই বললাম আমার এই লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনাদের ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন।
সামনে আরো ভালো কিছু লেখা নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Sort:  
 2 years ago 

অপচয় কারি শয়তানের ভাই এই কথা আমরা সবাই জানি।

কিন্তু তারপরেও আমরা প্রতিনিয়ত অপচয় করেই যাচ্ছি যেমন করছি খাবারের তেমন করছি পোশাকের।

অপচয় নিয়ে আপনি খুবই সুন্দর একটা পোস্ট আমাদের সাথে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট আমাদের সাথে তুলে ধরার জন্য।

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

আপানকে অসংখ্য ধন্যবাদ আপু। এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য। 💗💗🥰

Loading...
 2 years ago 

জ্বী ভাইয়া, সবকিছুতেই একটু হিসেব করে চলা উচিত বলে আমি মনেকরি।

 2 years ago 

আমরা অপচয় করতে ভালোবাসি কিন্তু এই খাবারটি অপরকে তুলে দিতে পারি না ৷ আমরা যদি এই খাবারটি আরেকজন খাবার না খাওয়া মানুষ কে তুলে দেই তাহলে কিন্তু এই খাবারটি অপচয় হতো না ৷ কিন্তু আমরা সেটা না করে খাবার গুলো বেশির ভাগে অপচয় করে থাকি ৷ আমাদের আশে পাশে অনেক মানুষ রয়েছে যারা এক বেলা খেয়ে সারাদিন সারারাত থাকে তাদের কথা আমরা একবারে চিন্তা করে থাকি না ৷ যাই হোক ভাই অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করেছেন খুবই ভালে লাগলো ৷ ভালো থাকবেন ভাই ৷

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.039
BTC 95428.83
ETH 3314.03
USDT 1.00
SBD 3.16