কনস্ট্রাকশন সাইট থেকে মালামাল অপসারণের পদ্ধতি:

in Incredible Indialast year

আমার প্রাণপ্রিয় স্টিমিয়ান ভাই ও বোনেরা সবার প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

pexels-photo-11680715.jpeg
source

আজ আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব বিষয়টি হলো একটি কনস্ট্রাকশন সাইট থেকে মালামাল অপসারণের পদ্ধতি।

আমি টিএমএসএস ইনস্টিটিউট অফ সাইন্স অ্যান্ড আইসিটি পলিটেকনিকের সিভিল ডিপার্টমেন্টের একজন ছাত্র,আমার সাবজেক্টেটি যেহেতু কনস্ট্রাকশন রিলেটিভ তাই কিভাবে একটি কনস্ট্রাকশন সাইট থেকে মালামাল অপসারণ করা হয় তার কিছু অভিজ্ঞতা আমার মাঝে আছে, আমি সে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি।
সাধারণত যারা কন্সট্রাকশন সাইটে কাজ করে থাকেন তারা নানা প্রকার পদ্ধতির মাধ্যমে কনস্ট্রাকশন সাইট থেকে মালামাল অপসারণ করেন।এই বিষয় গুলোর সাথে সাধারণত অনেকেই পরিচিত আছে।কিন্তু মালামাল অপসারণ করারও কয়েকটি ধাপ রয়েছে সে ধাপ গুলো হল:

  • কাজ শুরু করার পূর্বে।
  • কাজ চলাকালীন সময়ে।
  • কাজ শেষ হবার পর।

আমি এই তিনটি বিষয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করছি।

pexels-photo-1238864.jpeg
source

কাজ শুরু করার পূর্বে:
কোন একটি প্রজেক্টের কাজ শুরু করার সময় সে সাইটে নানা ধরনের আবর্জনা,সাইটে ভেঙ্গে ফেলা অস্থায়ী শেড, কলাম, পিলার, রাস্তার রাবিশ, মাটি, মালামালের ভাঙ্গা টুকরা,বেড়া সীমানা ইত্যাদি।
সাধারণত এই কাজগুলো ঠিকাদার নিজ খরচে সরিয়ে ফেলার ব্যবস্থা করবে।নির্মাণ কাজের সুবিধার জন্য কাজের সাইট অবশ্যই পরিষ্কার রাখতে হবে।
এই মালামাল অপসারণ এর মাধ্যমে আমাদের কাজ করতে সুবিধা হয় এবং কাজ করতে কোন বাধার সম্মুখীন হতে হয় না।

pexels-photo-8865389.jpeg
source

কাজ চলাকালীন সময়ে:
কাজ চলাকালীন সময়ে অনেক সময় আমরা নানা
বাধার সম্মুখীন হই সেগুলো অপসারণ করা হয় যেমন,নির্মিতব্য এলাকার সিউয়ারেজ, পানি সরবরাহ পাইপ,ড্রেন,ইলেকট্রিক কেবল ইত্যাদি জাতীয় পদার্থ থাকে, সেগুলো ঠিকাদার নিজ খরজে অপসারণ করবেন।তবে এ কাজগুলো করার সময় ঠিকাদারের একা সিদ্ধান্ত হবে না সেখানকার ইঞ্জিনিয়ারের সাথে আলোচনা সাপেক্ষে এই কাজগুলো করতে হবে।

pexels-photo-13376117.jpeg
source

কাজ শেষ হবার পর:
কাজ শেষে হস্তান্তরের পূর্বে ঠিকাদার নিজ খরচ তালিকা মোতাবেক অপসারণযোগ্য মাল সামগ্রী সাইট থেকে অপসারণ করবে।সেখানকার সকল নির্মাণ সরঞ্জাম এবং যন্ত্রপাতি সাইট থেকে অপসারণ এবং ভেঙে ফেলতে হবে।কাজ করার সময় অনেক ধরনের জিনিসপত্র লাগে যেমন অস্থায়ী সুযোগ-সুবিধা পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি অপসারণ করবে।ইঞ্জিনিয়ার ইন-চার্জের পরামর্শ অনুযায়ী সামগ্রিকভাবে সাইট পরিস্কার করতে হবে।

সাধারণভাবে এই পথগুলোকে অনুসরণ করলে তার কাজের ক্ষেত্রে কোন ধরনের অসুবিধা হবে না।বড় বড় কনস্ট্রাকশন সাইটে এই নিয়মগুলো মেনে কাজ করা হয়।

আজ এই পর্যন্তই সবাই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাবেন আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
LocationBangladesh, bogura 🇧🇩
Short by@rxsajib

Q.png

Sort:  
Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.028
BTC 73756.85
ETH 2621.23
USDT 1.00
SBD 2.41