আমাদের বাজে অভ্যাস গুলো :

in Incredible Indialast year (edited)

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভাল আছি।

pexels-photo-13732215.jpeg
Source

আজ আমি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো বাজে অভ্যাস। আমাদের সবারই কিছু না কিছু বাজে অভ্যাস রয়েছে। এই বাজে অভ্যাসগুলোর কারণে আমাদের জীবনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
এই বাজে অভ্যাসের কারণে আমরা সহজে আমাদের সফলতা অর্জন করতে পারিনা। এই বাজে অভ্যাসগুলো কারণে আমাদের লক্ষ্য ও সফলতার পথকে ধ্বংস করে দেয়।
আজ বাজে অভ্যাস এর মধ্যে অনেকগুলো রয়েছে যেমন,
১. জুয়া খেলা।
২.সকালে ঘুম থেকে উঠে মোবাইল স্কল করা
৩. অতিরিক্ত চিন্তা ভাবনা করা।
৪. দেরি করে ঘুম থেকে উঠা।
৫. বেশি বেশি রাত জাগা।
৬. মিথ্যা কথা বলা।
৭. খারাপ সম্পর্ক।
৮. অতিরিক্ত ফাস্টফুড খাওয়া।
৯. সময় মত খাওয়া দাওয়া না করা
১০. ধুম পান ইত্যাদি।
আমাদের অনেকের অনেক রকম বদভ্যাস আছে উপরের এই বদভ্যাসগুলো সচরাচর সবার মাঝেই অল্প হলেও দেখা যায়। উপরের এই ৯টি কারণ এর মধ্যে কয়েকটি কারণ আমি বিশ্লেষণ করছি,

জুয়া খেলা:
বদ অভ্যাসের মধ্যে একটি কারণ হলো জুয়া খেলা।
বর্তমানে আমাদের সমাজে এই জুয়া খেলা দিন দিন বেড়েই চলেছে, এই অভ্যাসটির সহজে থামানোই যাচ্ছে না। এই অভ্যাসের কারণে আমাদের জীবনের কত ক্ষতি হচ্ছে সেটা আমরা আসলে বুঝতেই পারতেছি না। বর্তমান যুবকেরা এই নেশায় বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন,
আমাদের দেশে যখন, বিপিএল এবং ইন্ডিয়াতে যখন আইপিএল ক্রিকেট খেলা হবে তখন আমাদের দেশে বাজির একটা মেলা বসে যায়। এই বাজি খেলার মাধ্যমে হাজার হাজার টাকা নষ্ট হয়ে যাচ্ছে।

ঘুম থেকে উঠে মোবাইল স্কল করা:
বর্তমান আমাদের এমন একটি বদভ্যাস তৈরি হয়েছে যে আমরা ঘুম থেকে ওঠার পরই আমাদের মোবাইল স্কট না করলে ভালো লাগে না। এর মাধ্যমে আমাদের যে পরিমাণ ক্ষতি হয়, তা আমরা ভাবতেও পারি না।

দেরি করে ঘুম থেকে ওঠা:
বদোপাশের মধ্যে আরেকটি কারণ হলো দেরি করে ঘুম থেকে ওঠা। এই দেরি করে ঘুম থেকে ওঠার কারণে আমাদের শারীরিক ও মানসিক অনেক ধরনের ক্ষতি হয়ে থাকে।এই বদ অভ্যাস আমাদের ত্যাগ করতে হবে।

pexels-photo-6957237.jpeg
Source

বেশি বেশি রাত জাগা:
বর্তমান আমাদের এমন একটি অবস্থা তৈরি হয়েছে যে রাত একটা দুইটা নিচে আমাদের ঘুমই হয় না।
আমাদের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হলে আমাদের নিয়মিত সঠিক সময় ঘুমানো উচিত এবং ঘুম থেকে ওঠা উচিত। আমাদের বেশি বেশি রাত জাগার কারণে সারাদিন চোখে ঘুম ঘুম ভাব থাকে এবং মেজাজ খিটখিটে হয়ে থাকে, শরীরে অলসতা ভাব দেখা যায় এবং ব্যায়াম করতে ইচ্ছা করে না এর কারণে আমাদের শরীরের ওজন বেড়ে যায়।

এখন আমি একটা কথাই বলতে চাই যে যত দ্রুত সম্ভব আমাদের এই বদভ্যাসগুলো ত্যাগ করা উচিত।
তা না হলে আমাদের জীবন কখনো সুন্দর হবে না এবং আমরা কখন সফলতা অর্জন করতে পারবো না।

যাই হোক অনেক কথাই বললাম আমার লেখার মাঝে কোন ধরনের ভুল হয়ে থাকলে আপনাদের ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিবেন এবং সামনে যেন আরো ভালো কিছু লেখে নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
LocationBangladesh, bogura 🇧🇩
Short by@rxsajib

Q.png

Sort:  
 last year (edited)

আপনি আপনার পোস্টে বেশ সুন্দর ভাবে বদ অভ্যাস গুলো তুলে ধরেছেন যেগুলি পড়ে খুবই ভালো লাগলো ৷ এই ভাবে যদি প্রতিনিয়ত চলতে থাকে তাহলে দেখা যাবে আমাদের শরীরে নানা ধরনের বাসা বেধে থাকে ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর ভাবে একটি সুন্দর করে পোস্ট করার জন্য ৷

আসলে আপনার পোস্টে থাকা সব ধরনের বদ অভ্যাস গুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর করে থাকে ৷

#miwcc

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার পোস্টটিতে এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য, এবং আমাকে সাপোর্ট করার জন্য।

 last year 

১. জুয়া খেলা।
২.সকালে ঘুম থেকে উঠে মোবাইল স্কল করা
৩. অতিরিক্ত চিন্তা ভাবনা করা।
৪. দেরি করে ঘুম থেকে উঠা।
৫. বেশি বেশি রাত জাগা।
৬. মিথ্যা কথা বলা।
৭. খারাপ সম্পর্ক।
৮. অতিরিক্ত ফাস্টফুড খাওয়া।
৯. সময় মত খাওয়া দাওয়া না করা
১০. ধুম পান ইত্যাদি।

আপনি এখানে দেখছি বেশ কিছু বাজে অভ্যাসের কথা তুলে ধরেছেন। আসলে আমরা মানুষ এমন একটা জাতি। আমরা যদি কোন জিনিসের প্রতি একবার আসক্ত হয়ে পড়ি। সেখান থেকে নিজেদেরকে ফিরিয়ে আনার জন্য যতই চেষ্টা করি না কেন, কোন চেষ্টাই কাজে লাগে না।

আমাদের অনেকের মধ্যেই আছে সকালে অনেকক্ষণ পর্যন্ত ঘুমানো। ঘুম থেকে ওঠার পরেও বিছানা ছাড়তে আমাদের কষ্ট হয়। আমরা মোবাইলের ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেই, গেমস খেলি।

রাতে তিনটা চারটে পর্যন্ত মোবাইলের মধ্যে বিভিন্ন ধরনের বাজে ভিডিও গুলো দেখা। অন্য একটা মানুষের সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে পড়া। জুয়া খেলা এই সকল খারাপ অভ্যাসগুলো আমাদেরকে আমাদের জীবন থেকে দূর করতে হবে।

একজন মানুষ চেষ্টা করলে সব কিছুই সম্ভব। কারণ মানুষের চেষ্টার কাছে আর কঠোর পরিশ্রমের কাছে, যে কোন কিছু হার মানতে বাধ্য।

অতিরিক্ত ফাস্টফুড খাওয়া যেমন আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। ঠিক তেমনি আমাদের কাছে যখন পর্যাপ্ত পরিমাণে টাকা থাকে না। যখন আমরা ফার্স্ট ফুড খাওয়ার অভ্যাসটা করে ফেলি।তখন কিন্তু এখান থেকে বের হয়ে আসাটা আমাদের কষ্টকর হয়ে যায়।

অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আমার পোস্টটিতে এতো সুন্দর একটি কমেন্ট করার জন্য, এবং আমাকে সাপোর্ট করার জন্য। 💗💗🥰

Loading...

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56087.39
ETH 2965.10
USDT 1.00
SBD 2.15