কলেজ জীবনের বিদায় অনুষ্ঠান:
আমি কখনো এই ভাবে পোস্ট লিখিনি,আজ না লিখে পারলাম না।আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টি হলো আমাদের বিদায় অনুষ্ঠান।
দীর্ঘ চার বছর tmss Institute of science & ict কলেজে অধ্যায়ন করেছি।এই কলেজে রয়েছে আমাদের নানা ধরনের স্মৃতি।প্রথম এই কলেজে আসার পর আমি সিভিল ডিপার্টমেন্ট ভতি হয়।
তখন থেকে Engr Zakia Sultana ম্যামের হাত ধরে আমাদের পথ চলা শুরু হয়।ম্যামের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমি কখনো ভুলবো না।স্যার, ম্যামের অক্লান্ত পরিশ্রমের কারনে আজ আমারা সঠিক পথে আসতে পেরেছি।
3rd সেমিস্টারে ওঠার পর ম্যাম অসুস্থতার কারণে আমাদের কলেজ থেকে চলে যায়।তখন আমারা একদম ভেঙে পড়েছিলাম। তারপর আমাদের মাঝে সেই প্রিয় স্যার এসে হাজির হল md shofikul islam স্যার তার কথা আমরা কখনোই ভুলতে পারবো না।পঞ্চম সেমিস্টারে ওঠার পর যখন ম্যাম আমাদের মাঝে আবার ফিরে আসলো।তখন শফিকুল স্যার কোন কারণবশত আমাদের ছেড়ে চলে যান।তারপর আমাদের ডিপার্টমেন্টে আরো দুটি স্যার উদয় হয় যার নাম md abdullah , Md ruhel mahmud sir তাদের সন্তানের মতো করে আমাদের ভালোবেসে গেছেন।
Engr Zakia Sultana ম্যাম এর কথা বলে কখনো শেষ করা যাবে না।আমার মনে হয় তার ছেলে মেয়ের থেকেও আমাদের বেসি ভালোবাসতেন।
ম্যামের বাসায় একদিন তার ছোট ছেলে অসুস্থ হয়েছিল, তিনি তার অসুস্থ ছেলেকে রেখে কলেজে এসে আমাদের ক্লাস নিয়েছেন।
কাল আমাদের কলেজে আমাদের বিদায় অনুষ্ঠান হয়ে গেল।কখনো আর কোনদিন এসে ক্লাস করতে পারবো না, ম্যামের স্যারের আদর ভালোবাসা স্নেহ সেরকম ভাবো পাওয়া হয়ে উঠবে না।
এই কলেজে প্রত্যেক স্যার ম্যামের প্রতি রইল আমার ভালোবাসা তাদের কথা আমরা কখনোই ভুলতে পারবো না এবং ভোলার মত নয়।
আমাদের বিদায় অনুষ্ঠানে অনেকে উপস্থিত ছিল যেমন টিএমএসএস এর নির্বাহী কর্মকর্তা হোসনেয়ারা বেগম,কলেজের অধ্যক্ষ মহোদয়,শাজাহানপুর উপজেলা চেয়ারম্যান টিএমএসের পরামর্শক খায়রুল ইসলাম ও আরো অনেকে।
আরেকটি কথা না বললেই নয়, চার বছর যাবৎ যাদের সাথে আমার ওঠাবসা তাদের কথা কিভাবে ভুলবো নিজের ভায়ের মতো তাদের ভালোবাসতাম।তাদের কথা আমি জীবনে ভুলবো না।দোয়া করি তোরা সবাই ভাল থাক ভাল কিছু কর।
কলেজে বিদায় আনুষ্ঠান একটা মহান অভিজ্ঞতা। এটা আপনাদের জীবনের একটা অংশ, যা অনেকটা শিক্ষার সঙ্গে সংযুক্ত। আমরা যেমন শিক্ষা এখানে পেয়েছি, সেই মতোই সবকিছু নিয়ে একটা অনুভূতি তৈরি করেছি। কলেজ জীবন অনেকটা একটা বাহিনীর মতো, যেখানে আমরা বান্ধব হয়ে বেড়েছি, পছন্দের বিষয় নিয়ে আরও আগ্রহী হয়েছি এবং সমস্যাগুলোর সমাধান খুঁজে পেয়েছি।
কলেজ জীবনে যেসব অনুভূতি আছে, তা অনেকটা সংক্ষিপ্তে বললেই হবে না। কলেজ বিদায় আনুষ্ঠান একটা দিন, যেখানে আমরা সবাই একসাথে থাকব। সবাই সবার মনের ভাব প্রকাশ করবে।কলেজে অধ্যয়ন করার মাধ্যমে আমরা সমস্যা সমাধান ও নতুন ধারণা অর্জন করেছি। কিন্তু অধ্যয়ন নয় , আমরা একটি ভালো বন্ধুদের সাথে বাঁচার পরিকল্পনা করেছি। আমরা পরস্পরের উদ্যোগ, আগ্রহ, সৃজনশীলতা এবং সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের মধ্যে গঠনশীল একটি সংস্থা হলো, যেটি অসামগ্রী উন্নতির অপরিহার্য একটি অংশ হয়েছে।
সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনের দিনের পথ ভালোভাবে চলতে পারি।সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ। |
---|
Device | Name |
---|---|
Android | Nokia C21 pro |
Camera | 16px camera |
Location | Bangladesh, bogura 🇧🇩 |
Short by | @rxsajib |
জীবনের প্রত্যেকটি মুহূর্ত অতীত হয়ে যায় এবং স্মৃতির পাতায় লিপিবদ্ধ হতে থাকে। ঠিক তেমনি ভাবেই আমাদের এই ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং জীবন এখানেই সমাপ্তি। স্যার ম্যাডামদের সাথে ক্লাস করার মুহূর্ত, প্রত্যেকটি স্যার ম্যাডাম অনেক সুদক্ষতার সাথে ভালবেসে আদর স্নেহে পাঠদান করেছে। শুধুমাত্র পুঁথিগত সুস্থকের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না তারা বরং ক্লাসের মধ্যে যেন কারো মন খারাপ না থাকে বা কারো মন এদিক ওদিক না যায় এজন্য সময় সাময়িক নিয়ে কথা বলেছেন। স্যার ম্যাডামদের সত্যিই অনেক মিস করবো।
এছাড়াও আমাদের বন্ধুদের কথা এবং স্মৃতিময় মুহূর্তগুলো প্রত্যেকটি সময়ের মধ্যগুলো সত্যিই ভুলে যাওয়ার মত নয়। আসলে এগুলো লিখে ভাষায় প্রকাশ করার মতো নয়। যাই হোক পরিশেষে সবার জন্য দোয়া রইল। আগামী জীবনে সুখ সমৃদ্ধময় হোক এবং উন্নতি সাধন কর এই প্রত্যাশাই করি।