পরিবেশ শিক্ষার গুরুত্ব জানার প্রয়োজনীয়তা:

in Incredible Indialast year
হাই এভরিবডি

সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।আজ আপনাদের মাঝে আমি নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হলো আমরা শিক্ষার্থীরা কেন পরিবেশ শিক্ষার গুরুত্ব দিব।

IMG-20230529-WA0002.jpg

পরিবেশ:

কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানে যে-সকল জীব ও জড় উপাদান বিদ্যমান থাকে, তাদের সার্বিক অবস্থানকে ঐ স্থানের পরিবেশ বলে। পরিবেশ হচ্ছে আমাদের চারপাশের ভৌত ও জৈবিক আবাস, যার রূপ আমরা প্রত্যক্ষ করি, গন্ধ, স্পর্শ ও স্বাদ আমরা অনুভব করি। অর্থাৎ, চারপাশের গাছপালা পাহাড়-পর্বত, ঘরবাড়ি, দালানকোঠা, বায়ু, পানি, মাটি ইত্যাদি বস্তু সকল মিলিয়েই আমাদের পরিবেশ।

pexels-photo-3641377.jpeg
sorece

পরিবেশ শিক্ষার গুরুত্ব :

শিক্ষাই জাতীয় উন্নয়নের চাবিকাঠি। জাতীয় উন্নয়ন অর্থনৈতিক উন্নয়নের সাথে সরাসরি সম্পর্কযুক্ত। মানুষের অর্থনৈতিক তৎপরতা প্রকৃতিতে জয় করার পদক্ষেপ হিসেবে জৈব পরিমণ্ডলের উপর প্রাকৃতিক প্রতিক্রিয়ার চেয়ে বেশি প্রভাব ফেলেছে। বিংশ শতাব্দীতে বিজ্ঞান ও প্রযুক্তির নব নব উদ্ভাবন পরিবেশকে দূষিত করেই চলেছে। শিল্প ও অন্যান্য বর্জ্য পরিশোধনের ক্ষমতা প্রকৃতিতে দিন দিন হ্রাস পাচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তির এই নবনব উদ্ভাবন ও প্রয়োগের সাথে কারিগরি শিক্ষাও ওতোপ্রতোভাবে জড়িত। কারিগরি শিক্ষার সাথে সম্পৃক্ত সকল দক্ষ কর্মকুশলী সরাসরি উন্নয়ন, ডিজাইন ও উৎপাদন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট। সে কারণে কারিগরি শিক্ষায় শিক্ষিত সকল দক্ষ কর্মকুশলীদের পরিবেশ শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

  • পরিবেশ দূষণের কারণ ও পরিবেশ দূষণের প্রভাব সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করবে।

  • পৃথিবীর পরিবেশ সম্পকে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বিজ্ঞানসম্মত জ্ঞান লাভ করবে।

  • শিল্পকারখানার উৎপাদনশীলতা বজায় রেখে শিল্পবর্জ্য পরিশোধন করতে সক্ষম হবে।

  • পরিবেশ শিক্ষার মাধ্যমে তারা অন্যের ভিতরেও পরিবেশ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হবে।

  • শিল্পকারখানায় যাতে সহজে দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করবে।

  • পরিবেশ শিক্ষার গুরুত্ব উপলব্ধি করবে এবং ইতিবাচক মনোভাব সৃষ্টি হবে। এর ফলে যে-কোনো প্রতিষ্ঠানের ভৌত অব কাঠামো, শিক্ষা উপকরণ ও অন্যান্য সামগ্রী পরিবেশ শিক্ষা বিষয়ে শিক্ষাদানের ক্ষেত্রে ব্যবহার করতে সক্ষম হবে।

  • উৎসাহী শিক্ষার্থীরা পরিবেশ ক্লাব গঠন করে পরিবেশ বিষয়ক যে-কোনো সমস্যা চিহ্নিত করবে এবং প্রকল্প গ্রহণের মাধ্যমে সমস্যা সমাধানের প্রচেষ্টা গ্রহণ করবে।

  • বাংলাদেশে পরিবেশ দূষণের কারণগুলো চিহ্নিত করে সমাধান করতে সক্ষম হবে।

  • পরিবেশ দূষণমুক্ত রাখতে তারা সক্রিয় ভূমিকা রাখতে চেষ্টা করবে।

free-photo-of-smog-coming-out-of-the-factory.jpeg
source

আজ এই পর্যন্তই সামনের দিন চেষ্টা করব আরো ভালো কিছু টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করার এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ।

TQ.png

DeviceName
LocationBangladesh, bogura 🇧🇩
Short by@rxsajib

Q.png

Sort:  
Loading...
 last year 

প্রকৃতি নিয়ে আপনি বেশ সুন্দর লিখেছেন এবং পরিবেশ ভারসাম্য রক্ষায় যে বিষয় গুলো রয়েছে তা আপনি আপনার পোস্টে উল্লেখ করেছেন ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন ৷

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.12
JST 0.027
BTC 63260.19
ETH 3025.69
USDT 1.00
SBD 2.50