Steem engagement challenge-s7/w4| The era I would love to travel with the time machine.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আদাব আপনারা সবাই কেমন আছেন, আশা করছি আল্লাহ তায়ালার অশেষ রহমতেই আপনারা সবাই অনেক ভাল আছেন।
আমিও আপনাদের দোয়ায় এবং মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
স্টিম এনগেজমেন্ট চ্যালেঞ্জ-s7/w4| যে যুগে আমি টাইম মেশিন নিয়ে ভ্রমণ করতে চাই।
আপনি টাইম মেশিনের সাথে কোন যুগে যেতে চান এবং কেন?
যেহেতু আমি একজন মুসলিম তাই আমার একটা ইচ্ছে,
আমি যদি কখনো আমার জীবনে টাইম মেশিন নিয়ে ভ্রমণ করতে পারি, তাহলে আমি সবার আগে চাইবো, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অর্থাৎ মধ্যযুগে ফিরে যেতে।নবী করীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর যুগে অথবা মধ্যযুগে ফিরে যাওয়ার, অনেক গুলো কারণ রয়েছে, আমি এক এক করে সবগুলো কারণ আপনাদের সামনে বর্ণনা করছি।
- আমরা হয়তোবা অনেকেই ওয়াজের মাধ্যমে শুনে থাকি নবীজি এমন ছিল নবীজি তেমন ছিল,কিন্তু বর্তমান সময়ে কিংবা আমাদের অতীতে যারা রয়েছিল তারা কেউই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ কে দেখেনি। আমি নবী করীম সাঃ এর যুগে ফিরে যাওয়ার কারণ হচ্ছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লামকে একবার দেখার সৌভাগ্য যদি হয়, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ কে একবার যদি দেখতে পেতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত।
আমরা আমাদের নবী করীম সাঃ এর জীবনী পড়ে অনেক কিছু শিখতে পারি, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাই সাল্লাম দেখতে যেমন সুন্দর ছিলেন তেমনি উদার মনের অনেক ভালো একজন মানুষ ছিলেন। আমাদের পৃথিবীতে যদি কোন ব্যক্তিকে উত্তম চরিত্রের কোন উপাধি দেয়া হয়, তাহলে সেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর চরিত্র।
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম কখনো কোন ব্যক্তির উপর কিংবা কোন পশু পাখির উপর অত্যাচার করতেন না। যতটুকু পারতেন, সবাইকে সাহায্য করার চেষ্টা করতেন এমনকি কোন ব্যক্তি যদি ভুল পথে নিজেকে হারিয়ে ফেলতো, নবী করীম সাল্লাল্লাহু সাল্লাম আপ্রাণ চেষ্টা করে ওই মানুষটাকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করতেন।
আমরা সকলেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম, এবং ওই বুড়ির কথা বা ঘটনা সকলেরই জানা। বুড়ি প্রতিদিনই আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর পথে কাটা দিতেন,কিন্তু নবী করীম সাল্লাল্লাহু আলাই সালাম কখনো বুড়ির বিরুদ্ধে কোনরকম শাস্তির ব্যবস্থা করেননি, বরংচ একদিন যখন বুড়ি অসুস্থ হয়ে বাসায় পড়েছিল। আর নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম তার পথে কাটা দেখেননি। তখন আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম ভাবলেন যে নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম মনে হয় বুড়ির অনেক আগে চলে এসেছে। বুড়ি আসতে দেরি হয়েছে, আর তাই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ বুড়িকে দেখার জন্য বুড়ির বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন।
বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়ার পর বুড়ির বাড়িতে গিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ দেখলেন বুড়ি অসুস্থ। বুড়ি অনেকটা ভয় পেয়ে গেলেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ কে দেখে, কিন্তু নবী করীম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বুড়িকে কিছু না বলে বরঞ্চ বুড়িকে সেবা যত্ন করে সুস্থ করে তুললেন।
এমন একজন উদার মানুষ তার উপরে ওনার চরিত্র এতটা ভালো উনার জীবনী পড়ে আমরা যতটুকু বুঝতে পেরেছি। উনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানব, আমাদের এই পৃথিবীতে। আমি যদি আমার জীবনে কখনো টাইম মেশিন দ্বারা কোন যুগে যেতে পারি।তাহলে আমি মধ্যযুগে অর্থাৎ আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর জীবনের যুগে ফিরে যেতে চাই। আমি সেই মানুষটাকে আমার জীবনে একবার হলেও দেখতে চাই। আমার জীবনটাকে ধন্য করতে চাই।
আমি আপনাদের সাথে এই মধ্যযুগে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর যুগে ফিরে যাওয়ার আরেকটা কারণ আপনাদের সাথে উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর বয়স যখন ২৩ বছর তখন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর উপরে কোরআন নাজিল হয় ।আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর ওপর কোরআন নাজিল হওয়ার পর থেকেই তিনি ইসলাম প্রচার করা শুরু করেন ।আর ওই সময়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর অনেক কষ্ট হয়েছিল। সেই কষ্টগুলো নিজের চোখে দেখার জন্য হলেও, টাইম মেশিনের দ্বারা আমি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর যুগে ফিরে যেতে চাই।
|
এখন যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, যে নবীর কষ্টের কারণ দেখার জন্য আপনি টাইম মেশিন দিয়ে ওই যুগে যেতে চান, তাহলে আমি বলব এর একটাই কারণ আমি নিজে উপলব্ধি করতে পারব। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ ইসলাম প্রচার করতে গিয়ে, কতটা কষ্ট কতটা দুঃখ ভোগ করেছিলেন।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম সৌদি আরবে মক্কা শরীফ নির্মাণ করেছিলেন। মক্কা শরিফ নির্মাণ করার পরে একটা যুদ্ধ শুরু হয়েছিল। আর সেই যুদ্ধে মক্কা শরীফকে ধ্বংস করে দেয়ার জন্য একদল সেনাবাহিনী এগিয়ে এসেছিল ।তখন নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে সাহায্য করার মত কেউ ছিল না।আর তখন আল্লাহ তায়ালার নির্দেশনায় আবাবিল পাখি এক ঝাঁক এসে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কে এবং পবিত্র মক্কা শরীফকে রক্ষা করেছিল। ওই দৃশ্যটা দেখার জন্য হলেও আমি টাইম মেশিন এর দ্বারা মধ্যযুগে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম এর যুগে ফিরে যেতে চাই।
আমাদের সমাজে এমন কিছু মানুষ বসবাস করে যারা বলে নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম,আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তা'আলা আনহুকে নাকি টাকা পয়সার জন্য বিয়ে করেছিলেন,
আমরা নবীজির জীবনী পড়ে যতোটুকু বুঝতে পেরেছি, আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহু আনহু নিজেই আমাদের নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এ সকল ধারণা গুলো নিজের চোখের সামনে দেখতে পেতাম আর নিজের জীবনটাকে ধন্য বলে মনে করতে পারতাম।
আধুনিক যন্ত্রপাতি ছাড়াই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনা চাক করেছিলেন তিনবার।নবীজির জীবনে তিনবার নবীজিকে সিনা চাক করেছিলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম, একমাত্র আল্লাহ তা'আলা নির্দেশে।
তাহলে কিভাবে আধুনিক যন্ত্রপাতি ছাড়া আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর সিনা চাক হয়েছিল।
আপনি কার সাথে সেই যুগে ভ্রমণ করতে চান এবং কেন?
আমি ওই যুগে আমার একজন ফ্রেন্ড আফরোজ আক্তার মিলির সাথে ভ্রমণ করব, কারণটা হচ্ছে তার স্মৃতিশক্তি অনেক প্রখর। সে অনেক কিছু মনে রাখতে পারে আর আমি চাইবো তার সাথে যদি আমি এই ভ্রমণে একসাথে যেতে পারি তাহলে, অজানা অনেক তথ্য আমি তার কাছ থেকে পরবর্তী সময় সংরক্ষণ করতে পারব।
আর ওই যুগে ফিরে যেতে পারলে আমরা দুজনে সেখানকার খেজুরের স্বাদ গ্রহণ করার চেষ্টা করব।
কারণ নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম খেজুর অনেক ভালবাসতেন, এবং তার সাথে ওই যুগের বিভিন্ন খাবারের স্বাদ গ্রহণ করার চেষ্টা করব।
আপনি যদি সেই যুগের একটি জিনিস সংকলন করার সুযোগ পান তবে আপনি আপনার সাথে কী আনতে চান?
আমি যদি সেই যুগ থেকে কোন জিনিস আনার সুযোগ পাই। তাহলে আমি আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর একটা জুব্বা মোবারক আনার চেষ্টা করব।যেটা আমাদের মুসলমানদের জন্য সবচাইতে বড় একটা সম্পদ।
এবং তার সাথে আমি আমার আফরোজা আক্তার মিলি ফ্রেন্ডকে অনুরোধ করব। সে যেন আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর প্রিয় খাবারের একটা তালিকা তৈরি করে নিয়ে আসে। যাতে আমরা এই যুগে এসে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর প্রিয় খাবারগুলো খেতে পারি।
মুসলমান হিসেবে নবী করীম সাল্লাল্লাহু ওয়া সাল্লামকে জীবনের একবার স্বপ্নে হলেও দেখলে নাকি আমাদের জীবনটা ধন্য হয়ে যায়, তো আমি যদি টাইম মেশিন এর দ্বারা ভ্রমণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাই সালাম এর যুগে গিয়ে নবীকে সরাসরি দেখতে পারতাম। তাহলে আমার জীবনটা আরো অনেক বেশি ধন্য হয়ে যেত।
আমাদের ইচ্ছের কোন শেষ নেই, আমরা যখন কোন কিছু সুনির্দিষ্ট ভাবে পাওয়ার চিন্তা করি। তখন আমরা নিজেরাই অনেক সময় অনেকটা ভাবনায় পড়ে যাই, যে আমাদের আসলে কোন জিনিসটা প্রয়োজন।
আমরা আমাদের জীবনে কল্পনা করতে ভালোবাসি, আর জীবনে একটা পর্যায়ে এসে আমরা সেই কল্পনাকেই নিজেদের জীবনে বাস্তবে নিয়ে আসি এবং সেই কল্পনার পেছনে দৌড়াতে গিয়ে অনেক সময় সে কল্পনাকে বাস্তবে সকল ভাবে রূপান্তর করতে পারি। আমাদের জীবনটা সব সময় সহ সম্পর্কিত হয়ে থাকে, একটার সাথে আরেকটা যেন অনেক আগ থেকেই জোড়া বদ্ধ।
আর চ্যালেঞ্জের নিয়ম অনুসারে আমি আমার তিনজন বন্ধুকে আমার পোস্টে আমন্ত্রণ জানাবো,
@mayedul,@jakaria121,@Priya3
তারাও যেন এখানে অংশগ্রহণ করে।এখানে অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে এবং অনেকটা আনন্দ প্রকাশ করতেছি সবার সাথে নিজের মনের কথা গুলো শেয়ার করতে পেরে।
আমার দিক থেকে আমার যে বিষয়টার উপর ভালো লেগেছে আমি আমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করেছি। সে বিষয়ের উপর সুন্দরভাবে ট্রাইম ট্রাভেল এর বিষয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আমার লেখাটি আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই সঙ্গেই থাকবেন।
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
Hello Dear @rubina203, Your post about traveling back to the era of the Prophet Muhammad (Peace Be Upon Him) is truly inspiring and makes us reflect on the legacy of our beloved Prophet. It's wonderful to see how much respect and admiration you have for the Prophet and his teachings.
I particularly appreciate the reasons you shared for wanting to travel back in time to the Middle Ages. It's clear that seeing the Prophet in person and experiencing his kindness and generosity first-hand is something you cherish. Additionally, your mention of witnessing the difficulties the Prophet faced while preaching Islam highlights the strength and determination he possessed.
It's heartening to see how much you value the teachings of the Prophet and how much you are willing to learn from his life and legacy. This is a true testament to the impact the Prophet has had on your life and the lives of countless others around the world.
Overall, your post is a wonderful reminder of the importance of reflecting on the life and teachings of the Prophet and seeking to learn from his example. May Allah continue to bless you and guide you on your journey of faith.
Regards, @fabiha
I try my best to follow the path shown by the beloved Prophet Muhammad SAW.
Every one of us needs to follow the biography of the Prophet sallallaahu 'alaihi wa sallam and move our lives forward.
As much as I could, I have tried to present the biography of the Prophet.
Thank you very much for spending your valuable time to read my article and for such a nice comment.
Inshallah I will try to move forward with your inspiration.
মাশাল্লাহ, আপনার লেখার প্রশংসা করতেই হয়, আপনি আমাদের নবী সঃ কে নিয়ে সুন্দর কথা বলেছেন। নবিজির চরিত্র প্রতিটি মুসলমান নরনারীর উচিত তাঁর চরিত্রে চরিত্রবান হওয়া, তাঁর আদর্শের আদর্শবান হওয়া। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নবীর আদর্শের ভিত্তিতে জীবনযাপন করার তৌফিক দান করুক আমিন।
আলহামদুলিল্লাহ ভালো লাগলো আপনার এনগেজমেন্ট অংশগ্রহণ করার পোস্ট পড়ে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্ট পড়ে এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।
আর আমিও সর্বদা চেষ্টা করি নবীজির জীবনী পড়ে নবীজির জীবন অনুযায়ী নিজের জীবনটাকে চালিয়ে নেয়ার, ইনশাআল্লাহ আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমার স্বপ্নগুলো পূরণ করে।
আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন।আল্লাহ হাফেজ।
ইনশাআল্লাহ। আল্লাহুমাগফিরলী
Learning from a prophet like Prophet Muhammad, is a way of fighting for external life. Going back to such era is a very nice decisions friend. I wish you success.