You are viewing a single comment's thread from:

RE: মেয়েকে নিয়ে পার্কের আনন্দ

in Incredible India7 months ago

ছোট বাচ্চাদের এই একটা সমস্যা তারা যখন খেলনা জিনিস কিংবা কোথাও ঘুরতে যায় তখন তার সাথে কে গিয়েছে সে কথা সে একেবারেই ভুলে যায় আসলে আমাদের জীবনটাই এমন ছোটবেলায় আমরা আমাদের জীবনটাকে কতটা নিঃস্বার্থ ভালোবাসা হীন ভাবে কাটিয়েছি সেটা আমরা ভুলে গেছি।

দিনশেষে এসে এখন আফসোস হচ্ছে আমরা আমাদের জীবনের সেই মুহূর্তগুলোকে যদি আবার ফিরে পেতাম তাহলে কতই না আনন্দ হতো ওই যে একটা কথা বলে না আল্লাহ তা'আলা আমাদের জন্য যে সময়টা বরাদ্দ রেখেছেন সেই সময়টা কিন্তু আমরা সঠিকভাবেই পার করছি কিন্তু পরবর্তীতে আমরা যে সময়টা চেয়ে নিয়েছি সেই সময়টা আমাদেরকে গাধার খাটুনির মতো কেটে যেতে হচ্ছে অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 112034.15
ETH 4314.42
SBD 0.84