You are viewing a single comment's thread from:

RE: মনের জমাট ধুলো। (The congealed dust of the mind)

in Incredible India24 days ago

এটা একেবারেই ঠিক বর্তমান সময়ে আমরা যান্ত্রিক জিনিসগুলো পেয়ে, এই ডাইরি কলমের কথা ভুলেই গেছি। আমার কাছে একটা ডাইরি আছে। যেটা আমার স্কুল জীবনের আমার কিছু ফ্রেন্ডের লেখা সেখানে আছে। তাদের মনের অনুভূতি আমার প্রতি যাদের ভালোবাসা তাদের প্রতি আমার ভালোবাসা খুনসুটি, সবকিছুই ওখানে লেখা আছে সবকিছুই এখন শুধুমাত্র স্মৃতি।

আসলে ডাইরি হয়তোবা কিলো দরে বিক্রি করা যাবে। কিন্তু মনের কথা মনের কষ্টগুলো কখনোই বিক্রি করা যাবে না। আমাদের মৃত্যুর আগ পর্যন্ত সেগুলো আমাদের মাঝেই থেকে যাবে। আপনার ডায়েরি নিয়ে কবিতাটা অসাধারণ হয়েছে। সেই সাথে বলা যায় আসবাবপত্র আমরা যতই পরিষ্কার করি না কেন? আমাদের মনের কষ্ট মনের ধুলো কখনোই পরিষ্কার করতে পারবোনা। অসংখ্য ধন্যবাদ উপরোক্ত বিষয় নিয়ে আলোচনা করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66372.71
ETH 3445.12
USDT 1.00
SBD 2.63