You are viewing a single comment's thread from:

RE: হঠাৎ করেই পার্কে যাওয়ার পরিকল্পনা।

in Incredible Indialast year

যেকোনো জায়গায় হঠাৎ করে যাওয়ার মধ্যেই কিন্তু আনন্দ আছে। তাই আপনারা সবাই মিলে পার্কে ঘুরতে গিয়েছেন। আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে জায়গাটা কত সুন্দর এবং নিরিবিলি। এরকম জায়গায় বিকেলবেলা ঘুরতে যাওয়ার মজাটাই অন্যরকম। তার সাথে যদি ফুচকা ওয়ালা মামা থাকে তাহলে তো আর কোন কথাই নেই। ধন্যবাদ পরিবারের সবাইকে নিয়ে পার্কে ঘুরতে যাওয়ার মুহূর্তটা, আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 last year 

ঠিক বলেছেন আপু জায়গাটা অনেক সুন্দর কিন্তু একা মানুষদের জন্য নয়। মেয়েদের যত ফুচকা পছন্দ তা আগে জানতাম না পার্কে খাওয়ায়ে জানতে পারলাম।

আমি বাড়িতে গেলে ছোটখাটো একটি প্রোগ্রাম হবেই। কারণ ওনার থাকি আমি তাই।

ধন্যবাদ আপু আমার পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

 last year 

মেয়ে মানুষ আসলে অতিরিক্ত টাকা খরচ করতে পছন্দ করে না। একটা কথা চিন্তা করেন তো? এক প্লেট ফুচকা নিয়ে তিনজনে ভাগ করে খাওয়া যায়। কিন্তু অতিরিক্ত যদি অন্য কোন জিনিস খেতে যায়। তাহলে কিন্তু টাকা বেশি খরচ হয়। আপনি যেহেতু মাঝে মাঝেই ছুটিতে বাড়ি যান। তাই আপনাকে নিয়েই তারা বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকে। এটা কিন্তু বেশ ভালো, এমনিতেও জায়গাটা অনেক সুন্দর আপনার ফটোগ্রাফি দেখেই বোঝা যাচ্ছে।

 last year 

আপু আপনার এই কথার সাথে আমি একদমই সহমত হতে পারলাম না। যেসব মেয়ে গ্রামে থাকে তারা একটু খরচ কম করে কেননা তারা জানে টাকার মূল্যটা। আর যেসব মেয়েরা উপজেলাতে জেলাতে অথবা বিভাগে থাকে ওসব মেয়েরা টাকার কাগজের মত মনে করে।

ওই পার্কে গিয়ে আমার চাচাতো ভাই বোন একেকজনে দুই থেকে তিন প্লেট ফুচকা খেয়েছে
বিলপা এসেছিল ১১০০ টাকার মত।

জি আপু এটা আমার কাছে খুবই ভালো লাগে আমি যাওয়ার পরের দিনই কোন না কোন প্রোগ্রাম থাকেই। এটা আমার কাছে অনেকটা আনন্দ দেয় এবং অনেকটা ভালো লাগে

 last year 

ভাই আপনার কথা শুনে মোটামুটি আমার মাথা ঘুরাচ্ছে। আসলে টাকা যে ইনকাম করে সেই বুঝতে পারে কত কষ্ট করে টাকা ইনকাম করে। আর এভাবে এত প্লেট ফুচকা কিভাবে খাওয়া সম্ভব। সেটা ভেবেই আমি একটু অবাক হচ্ছি। আমি তো দুইটা কিংবা তিনটা ফুচকা খাওয়ার পর আর খেতেই পারি না যাক ধন্যবাদ।

 last year 

ঠিক বলেছেন আপু যারা টাকা ইনকাম করে তারা বুঝে টাকার কম মূল্য কত তারা এক একটি টাকা খরচ করতে গেলে ১০০ বার ভাবে কিন্তু যারা টাকা উপার্জন করে না টাকাগুলো কাগজের মতন বাতাসও উড়ায়।

এজন্যই তো বলি মেয়েদের যেন এত ফুচকা পছন্দ আগে জানতাম না পার্কে গিয়ে খাওয়ানোর পর জানতে পারলাম মেয়েরা এত ফুচকা পছন্দ করে।

ধন্যবাদ আমার কমেন্ট করে এত সুন্দর রিপ্লাই দেওয়ার জন্য

 last year 

নিজের পরিশ্রমের টাকা যে কোন মানুষ খরচ করতে হাজার বার চিন্তা করে। কিন্তু অন্যের পকেটের টাকা খরচ করতে মানুষ একবারও চিন্তা করে না। আমি ফুচকা পছন্দ করি কিন্তু এত বেশি খেতে পারিনা। বা আমার ফ্যামিলিতে যারা রয়েছে তারা এত বেশি কখনো খেয়েছ কিনা আমার জানা নেই। যাইহোক আপনার চাচাতো বোনেরা খেতে পেরেছে এটাই সবচাইতে ভালো বিষয়। ওদেরকে নিয়ে একটা প্রতিযোগিতার আয়োজন করবেন। সেটা আমাদের সাথে শেয়ার করবেন। বিশেষ করে ফুচকা খাওয়া নিয়ে।

 last year (edited)

ঠিক বলেছেন আপু, ওদেরকে নিয়ে প্রতিযোগিতা করব কিন্তু অর্থ সব আমার কাছ থেকে যাবে। ওদেরকে নিয়ে যদিও প্রতিযোগিতায় যাই কোথায় যাব সেটা তো আমি জানি না। আপু আপনি যদি জানেন প্রতিযোগিতা কোথায় হবে বা কোথায় গেলে প্রতিযোগিতার নাম লেখাতে পারবো তাহলে ওই জায়গায় যোগাযোগ করব।

ধন্যবাদ এত সুন্দর একটি কমেন্ট করার জন্য

 last year 

সত্যি কথা বলতে আমি কি আপনার সাথে মজা করলাম। আপনার বোনেদের সাথে এক এক জন করে প্রতিযোগিতার আয়োজন করবেন। আর ওদেরকেই বলবেন টাকা দেয়ার জন্য। আপনার কাছ থেকে কেন টাকা দেবেন। ওরা খাবে ওরা টাকা দেবে যদি প্রতিযোগিতায় জয়ী হয় তাহলে আপনি উনাদেরকে একটা পুরস্কার দিতে পারেন। এর চেয়ে বেশি কিছু না ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.13
TRX 0.33
JST 0.034
BTC 110945.82
ETH 4311.95
USDT 1.00
SBD 0.82