You are viewing a single comment's thread from:

RE: The Dairy Game|Rustic Adventures|| 21st June

in Incredible India3 months ago

গ্রামীন পরিবেশে গ্রামের সবাই মিলে বেশ আনন্দ করছেন। আসলে আপনাদের আম খাওয়া দেখে আমার নিজের অনেক বেশি লোভ লেগে গেল। তাল বাগানের বেশ কিছু অংশ আপনি আমাদের সাথে শেয়ার করেছেন। তালের শাঁস খেতে বেশ ভালোই লাগে আর বর্তমান সময়ে প্রত্যেকটা জায়গায় তাদের শাঁস পাওয়া যায়। সবাই মিলে পুকুরে গোসল করার মজাটাই অন্যরকম ধন্যবাদ। একটা দিনের কার্যক্রম উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 3 months ago 

কুসুম্বা পুকুর অবশ্য একটু আলাদা এখানে অনেক মানুষই এসে গোসল দেয়, এই ধারণা থেকে যে এখানে গোসল দিলে মনের চাওয়া পূরন হবে, নাউজুবিল্লাহ। যদিও আমরা শুধু মজা করার জন্যে গসলে নেমেছিলাম, এই পুকুর টা অনেক বড় আর পানি গুলো তুলনামূলক ভালো ছিল।

 3 months ago 

ও আচ্ছা তাহলে ওই পুকুর সম্পর্কে এই ধরনের ধারণা করা হয়ে থাকে। এটা একেবারেই উচিত না। আপনি মজা করার জন্য পুকুরে গোসল করতে নেমেছেন জানতে পেরে ভালো লাগলো। আমার কাছে মনে হয় আমাদের চাওয়া পাওয়া গুলো পূরণ করার মত যদি কারো অধিকার থাকে। সেটা হচ্ছে একমাত্র আমাদের আল্লাহ তায়ালার। তিনি চাইলেই আমাদের মনের ইচ্ছা গুলো খুব দ্রুত পূরণ হবে। আর চিনি না চাইলে একটু ধীরে হবে। কিন্তু অবশ্যই আমরা যদি সঠিকভাবে ওনার কাছে প্রার্থনা করি। তাহলে পূরণ হবে জীবনের যেকোনো সময়ে ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 58047.91
ETH 2348.61
USDT 1.00
SBD 2.37