You are viewing a single comment's thread from:

RE: মামা হওয়ার অনুভূতি

in Incredible Indialast year

পৃথিবীর কিছু জিনিস সত্যিই আসলে অনেক বেশি প্রশান্তি দিয়ে থাকে। যেমন আজকে আপনি মামা হওয়ার অনুভূতি আমাদের সাথে শেয়ার করেছেন। আসলে এই অনুভূতিগুলো এতটাই মিষ্টি হয়ে যে, প্রকাশ করার পরেও মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ ভালোলাগা থেকে যায়।

আপনার বোনের টিউমার আছে, এটা আমি আরো আগে আপনার পোস্টে পড়েছিলাম। একসাথে অপারেশন হওয়ার কথা ছিল কিন্তু আপনার বোনের কিছু সমস্যার কারণে এখন হয়নি। আশা করি সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাবে এবং আপনার বোনের টিউমার, খুব দ্রুত আপনারা অপারেশন করতে পারবেন না। তবে বর্তমান সময়ে বাচ্চা এবং মা ভালো আছে জানতে পেরে ভালো লাগলো। ধন্যবাদ মামা হওয়ার অনুভূতি আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 last year 

আপনি একদম সঠিক বলেছেন পৃথিবীতে কিছু কিছু জিনিস এত বেশি আনন্দ দেয় যে এটা সব সময় মনে থাকে। আর হ্যাঁ টিউমারটা অপারেশন করা হয়নি ডাক্তার বলেছে ওষুধের মাধ্যমে এটা ঠিক হবে আর না হলেও পরবর্তীতে অপারেশন করতে হবে।।

 last year 

এই আনন্দ গুলো আমাদের মনে চিরজীবন স্মৃতির মাধ্যমে থেকে যায়। এগুলো আমরা কখনোই ভুলে থাকতে পারি না। দোয়া করি আল্লাহ তাআলার কাছে। ওষুধের মাধ্যমে যেন আপনার বোনের টিউমারের সমস্যা সমাধান হয়ে যায়। আমার কাছে মনে হয়, অপারেশন করার চাইতে টিউমার ওষুধের মাধ্যমে সমাধান হয়ে গেলে, বেশি ভালো হবে।

 last year 

উত্তম আপু এই আনন্দগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে।। আমরা চাই পশুদের মাধ্যমে যেন বোনের টিউমারটা ভালো হয়ে যায়।। আসলেই আমরা বোনকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিলাম জানিনা সৃষ্টিকর্তা কখনো কি দেখেছে আশা করি সবকিছু সমাধান হবে।।

 last year 

ভরসা রাখুন একজনের উপর তার ওপর ছাড়া আর কিছুই। এবং তার ওপর ভরসা করা ঠিক নয়। অবশ্যই তিনি সবকিছু ঠিক করে দেবেন এবং চেষ্টা করুন, ঔষধের মাধ্যমে যদি সমস্যা সমাধান করা যায়। তাহলে দ্বিতীয়বার আর অপারেশনের কোন প্রয়োজন হবে না। দোয়া করি আপনার বোন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, এবং আপনাদের পরিবারের যে সমস্যা গুলো রয়েছে সেগুলো সমাধান হয়ে যায়।

 last year 

একদম সৃষ্টিকর্তা চাইলে সবকিছুই সম্ভব তাই তার কাছেই আরজি জানাতে হবে তিনি যেন সবকিছু সমাধান করে দেয়।। একটা মানুষ অপারেশন করলে তার অনেক ক্ষতি হয় তাই সৃষ্টিকর্তা যেন ওষুধের মাধ্যমে এটা সমাধান ঘটায়।

 last year 

অবশ্যই সবকিছু ঠিক হবে শুধুমাত্র একটু সময় প্রয়োজন, আর ধৈর্যের মাধ্যমে একটু একটু করে এগিয়ে যেতে হবে। আল্লাহতালা চাইলে সকল সমস্যার সমাধান করে দিতে পারে। আমাদের জন্য তিনি এমন কিছুই করেননি, যেটা আমাদের ক্ষতি হবে। তবে আমরা তার পথে না চলে আমরা নিজেদের ক্ষতি নিজেরাই ডেকে নিয়ে আসি। তাই ধৈর্য ধারণ করে এগিয়ে যান ইনশাল্লাহ ভালো কিছু হবে।

 last year 

সবকিছুর জন্যই সময় দরকার আর সময়মতো সবকিছুই ঠিকঠাক হয়ে যাবে তার জন্য প্রতিটা মানুষের ধৈর্যের প্রয়োজন আপনি ঠিকই বলেছেন ধৈর্যের মাধ্যমে একটু একটু করে এগিয়ে যেতে হবে।।

 last year 

আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা সময় পেয়েও সময়টাকে কাজে লাগাতে চায় না। এটা তারা কত বড় ভুল করছে জীবনের যেকোনো একটা পর্যায়ে এসে ঠিকই বুঝতে পারবে। কিন্তু তখন বুঝতে পেরে ও কোন লাভ হবে না। কেননা তাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় তো অনেক আগেই পেরিয়ে গেছে। তাহলে পরবর্তীতে আফসোস করে কি লাভ। তাই ধৈর্যের সাথে সময়ের কাজ সময়ে সম্পন্ন করাটাকেই উত্তম মনে করি।

Coin Marketplace

STEEM 0.10
TRX 0.32
JST 0.033
BTC 112992.75
ETH 4118.90
USDT 1.00
SBD 0.67