You are viewing a single comment's thread from:

RE: ঈদ, দাওয়াত ও বিয়ে

in Incredible India3 months ago

আমার কাছে তো মনে হয় ঈদ এলেই বিয়ের ধুম পড়ে যায়। চারপাশে বিয়ের অনুষ্ঠান একেবারেই খুব জোর সোর ভাবে শুরু হয়। আর বিয়ের অনুষ্ঠান এবং ঈদ আনন্দ সবকিছু মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। একদমই ঠিক বলেছেন আমাদের দেশের মেয়েদেরকে বিয়ে দিলে। তাদের শ্বশুরবাড়ির লোকজনকে দাওয়াত করা একেবারেই একটা আইনের মত হয়ে গেছে।

আসলে বিয়ের দাওয়াত কিংবা অন্যান্য দাওয়াত। দাওয়াত খাওয়ার মধ্যেও কিন্তু একটা মসলা আছে। যেটা আমাদের এখানে বলা হয়ে থাকে। আসলে দাওয়াত নিয়ে অনেকেই মন কষাকষি করে। এটা করা মোটেও ঠিক না। হয়তো বা কারো ভুল হতে পারে অথবা মনে না থাকতে পারে। এটা নিয়ে মন কষাকষি করে নিজেদের সম্পর্ক গুলো নষ্ট করা মোটেও ঠিক না। ভুলগুলো শুধরে নিয়ে পরিবারের সাথে সঠিকভাবে পথ পরিচালনা করতে হবে।ধন্যবাদ চমৎকার বিষয় নিয়ে আলোচনা করার জন্য ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 59993.26
ETH 2312.53
USDT 1.00
SBD 2.49