You are viewing a single comment's thread from:

RE: "সময়"

in Incredible India2 months ago

আমাদের জীবন থেকে কোন জিনিস হারিয়ে গেলে আমরা সেটা নিয়ে আফসোস করি। কিন্তু আমাদের জীবনের সবচাইতে মূল্যবান যে জিনিস সেটা হচ্ছে সময়। সেটা হারিয়ে গেলে আমরা আফসোস করেও সেটা ফিরে পাই না। কোন একটা জিনিস ধরেন একটা কলম হারিয়ে গেছে। হয়তোবা কয়েকদিন পরে আমরা সেই কলমটা কিনতে পারি। কিন্তু সময় হারিয়ে গেলে সেটা কিনতে পাওয়া যায় না, বা কোথাও বিক্রি হয় না।

সময়ের কাজ সময়ে এবং সঠিকভাবে সম্পূর্ণ করাটা কতটা গুরুত্বপূর্ণ। সেটা আমরা একটু হলেও অনুধাবন করতে পারি। গত সপ্তাহে আমার এনগেজমেন্ট একেবারেই জিরো। যা আমি কখনো কল্পনাও করিনি, কিন্তু যখন সময়টা চলে গেছে এখন বুঝতে পারছি, কেন আমি সময়ের কাজ সময়ে করিনি।

জীবনের সফল হওয়ার জন্য যেমন পরিশ্রম আমাদের প্রয়োজন। ঠিক তেমনি পরিশ্রমের সাথে সময়ের কাজ সময়ে শেষ করাটাও প্রয়োজন। তাহলেই জীবনে সফল হওয়া যায়। আপনি একদম ঠিক বলেছেন স্টিমিট প্ল্যাটফর্মে এনগেজমেন্ট বৃদ্ধি করা, আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। কিন্তু আমি গত সপ্তাহে সে দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। এখন আফসোস হচ্ছে কিন্তু আফসোস করে কোন লাভ নেই। ধন্যবাদ সময় সম্পর্কে আপনার উপরোক্ত বিষয় আমাদের সাথে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 2 months ago 

এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী জিনিস হল সময়। সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে সময়। যে মানুষ সময়ের সঠিকভাবে যথাযথ ব্যবহার করতে পারবে সেই মানুষই সফলতার মুখ দেখতে পারবে। একদমই তাই, জীবনে সফল হওয়ার জন্য সৎ পথে পরিশ্রম করতে হবে। আমাদের এই ছোট্ট জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম।

আপনার মন্তব্য পরে ভালো লাগলো। ভালো থাকবেন।

 2 months ago 

আমাদের জীবনটা কতটা ছোট সেটা আমরা হয়তোবা বুঝেও না, বোঝার ভান করি। কিন্তু সময় তার গতি অনুযায়ী চলে যায় একটা কাজ আমরা করবো করবো বলে, অনেকদিন পার করে ফেলি। কিন্তু যখন সেই কাজ আমরা করতে পারি না। দিনশেষে আফসোস করা ছাড়া আর কিছুই আমাদের মাঝে থাকে না।

আমরা যদি একেবারে দুইজন মানুষ থাকি একজন কখন পরিশ্রম করে। আরেকজন দিনরাত শুধু ঘুমায় তাহলে দেখবেন যে, মানুষটার কথা পরিশ্রম করে সে কিন্তু জীবনে অনেক দূরে এগিয়ে যেতে পারে। আর যে মানুষটা শুধুমাত্র ঘুমিয়ে অলসতার মধ্যে নিজের সময়টা পার করে। সেদিন শেষে বলে আমাদের যদি এরকম সময় আসতো আমিও অনেক কিছু করে দেখাতে পারতাম। এই ধারণা গুলো একেবারেই ভুল। তাই সময়ের সাথে গুরুত্ব দিয়ে নিজের পরিশ্রম টাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58306.22
ETH 2596.07
USDT 1.00
SBD 2.39