SEC17/W3|Experiences come with age or circumstances!

in Incredible India2 months ago
Black Minimalist Interiors Design YouTube Thumbnail_20240424_143505_0000.png edited canva

সময়ের সাথে আমাদের জীবনের প্রত্যেকটা জিনিস বদলাতে শুরু করে। বদলে যায় আমাদের পরিস্থিতি, বদলে যায় আমাদের অভিজ্ঞতা। কেউ পরিস্থিতির উপর নির্ভর করে নিজের জীবনের অভিজ্ঞতা গুলো অর্জন করে, আবার কেউ তিক্ত অভিজ্ঞতা থেকে বের হয়ে আসার জন্য, জীবনে অনেক চেষ্টা করে। আজকে তেমনি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য চলে এসেছি। সময়ের সাথে অভিজ্ঞতা অর্জন করা হয়, নাকি পরিস্থিতির উপর নির্ভর করে।

প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাদের সাথে শেয়ার করার আগে, অবশ্যই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাতে চাই, আমার তিনজন বন্ধুকে....

@sairazerin @sampabiswas @mukitsalafi

আপনারা এখানে অংশগ্রহণ করুন, এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করুন।

How do you define maturity?

skills-6664159_1280.jpg

Image source

আমার কাছে পরিপক্কতার সংজ্ঞা হচ্ছে, জীবনের পরিস্থিতি যতই খারাপ হোক না কেন? নিজের মন মেজাজ সবকিছু ঠিক রেখে পরিস্থিতির উপর নির্ভর করে নেয়া সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করা, এবং পরিস্থিতি সঠিকভাবে সামলে নেওয়াটাই হচ্ছে একটা মানুষের পরিপক্কতা। সে মানুষ চাইলেই সবকিছু সামলে নিতে পারে।

What do you believe experiences come with age or circumstances? Define.

আমি একবার নয় হাজার বার বিশ্বাস করি। আমাদের অভিজ্ঞতা গুলো বয়স এবং পরিস্থিতির উপর নির্ভর করে আসে। আমরা এখন যে বয়সে আছি, সেখান থেকে আমরা খুব বেশি অভিজ্ঞতা এখনো পর্যন্ত অর্জন করতে পারিনি। কিন্তু আমাদের চাইতে বেশি বয়সী যারা রয়েছেন। তারা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা গ্রহণ করেছে।

ai-generated-8583960_1280.webp

Image source

বিপদের সময় কিভাবে সমস্যা গুলোকে সামলে নেয়া যায়। পরিবারের সমস্যা হলে কিভাবে সেগুলোর সমাধান করা যায়। একজন মানুষের সাথে আমাদের সমস্যা সৃষ্টি হলে, সে সমস্যাটাকে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে সমাধান করা যায়। এই বিষয়গুলো কিন্তু একজন অভিজ্ঞ মানুষের মধ্যে রয়েছে, অর্থাৎ বয়স্ক মানুষের মধ্যে।

আমরা যেমন অনেক বড় বিপদ বা পরিস্থিতি আমাদের সামনে আসলে, আমরা চিন্তা করি সেই পরিস্থিতি আমরা কিভাবে মোকাবেলা করব। কিভাবে সেই পরিস্থিতি সামলে নিয়ে সামনের দিকে পা বাড়াবো। ওখান থেকে কিন্তু আমরা অভিজ্ঞতা অর্জন করি, এবং সেই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগানোর চেষ্টা করি।

বয়স সংখ্যা মাত্র, আর অভিজ্ঞতা মানুষ জীবনের যেকোনো মুহূর্তে গ্রহণ করতে পারে। কেননা আমাদের জীবনে পরিস্থিতি কখন কিভাবে কি রকম হবে, সেটা আমরা কেউই জানিনা। তবে অবশ্যই যে কোন মুহূর্তে যেকোন কিছু সামলে নেওয়ার সৎ সাহস আমাদের সবার মধ্যে থাকতে হবে।

Do you believe older people can also learn so many things from youth? Justify.

boy-8684221_1280.webp

Image source

অবশ্যই আমি বিশ্বাস করি বয়স্ক লোকেরা চাইলেই কিন্তু তরুণদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। বিশেষ করে বর্তমান সমাজ ব্যবস্থা প্রযুক্তির বিভিন্ন ধরনের ব্যবহার। সাধারণত যদি আমি বলি আমার মায়ের কথা। আমার মা মোবাইল কিভাবে ব্যবহার করতে হয়, সেটা সঠিকভাবে জানে না।

অল্প পরিমাণে জানলেও বর্তমান সময়ে আমি ওনাকে মোবাইল ব্যবহার করার, অনেক কিছু শিখিয়ে দেয়ার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। এখন উনি মোবাইল সঠিক ভাবে ব্যবহার করতে পারে, কিন্তু এমনও দিন গেছে, আমার বিয়ের পরে আমার মা আমার খোঁজ খবর নেয়ার জন্য, অন্যের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতে হতো, একটা কল করার জন্য। এখন আর সেটা করতে হয় না। এটা ভেবে আমি অনেক বেশি আনন্দিত।

তবে আমরা তাদেরকে শেখাব আমাদের যেমন প্রচেষ্টা থাকতে হবে। ঠিক তেমনি তারাও আমাদের কাছ থেকে শিখবে এটাও তাদের প্রচেষ্টা থাকতে হবে। তাহলেই তারা জীবনে অনেক কিছু করতে পারবে, এবং অনেক কিছু শিখতে পারবে।

আমি ঠিক জানিনা প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছি কিনা। তবে চেষ্টা করেছি। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  

@rubina203
Gee dear you have a great presentation and the way you have expressed about age and experience in your post I am very happy to know that age and experience are interrelated and dependent on each other. As age passes, experience will be gained, but sometimes there are some aspects that we do not learn due to age, our society and the people of our society teach us when we come in contact with them, we know. To what extent they are sincere with us and to what extent they are with us, then we still have to show our understanding, so no matter what our age is, then we adopt our understanding aspects and stand up to them. They are able to stand up to them
@mona01

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 months ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে বিষয়বস্তূটাকে উপস্থাপন করার জন্য। আপনি মনে প্রাণে বিশ্বাস করেন, পরিবেশ পরিস্থিতি ও অভিজ্ঞতার উপর জ্ঞান অর্জন অনেক আংশে নির্ভরশীল। খুব ভালো লাগলো আপনার পোস্টে পড়ে ধন্যবাদ আপনাকে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 months ago 

ধরা যাক আমাদের জীবনে কোন সময় খারাপ কোন কিছু ঘটেনি। তাহলে কিন্তু আমরা ওখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারবোনা, এবং ভবিষ্যতে যদি খারাপ কোন ঘটনা আমাদের সাথে ঘটে। আমরা তার মোকাবেলা করতে পারব না। এখান থেকেই আমরা বুঝতে পারি, অভিজ্ঞতা মানুষের পরিস্থিতির উপর নির্ভর করে আসে, এবং পরবর্তীতে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করে, এবং একটু একটু করে এগিয়ে যায়। আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

 2 months ago 
  • একদমই তাই অভিজ্ঞতা পরিবেশ পরিস্থিতির সাথে এবং সময় বা বয়সের সাথে তাল মিলিয়েই অর্জন করতে হয়। ভবিষ্যতে কখন কার জীবনে কি ঘটে তা বলা মুশকিল তাই তখন পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করতে হয় সময় প্রেক্ষিতে এবং অভিজ্ঞতার প্রেক্ষিতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর মন্তব্যের জন্য।
Loading...

Your are really right that maturity is about to making right decisions and handling situations correctly. Your thought on experiences is that it come from the both age and circumstances. And Older people can learn from youth, especially in the technology, and both are should learn from each others. Your post is really engaging, and your ideas are clear and relatable for us. Keep up the good work 😊😊❤️.

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.

 2 months ago 

আসলে আপনি খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন পরিপক্কতা আপনার ভাষায়। একই সাথে প্রত্যেকটি মানুষ তার বয়সের সাথে এমনকি সময়ের সাথে সাথে অনেক অভিজ্ঞতা অর্জন করে।

প্রতিযোগিতার প্রতিটি প্রশ্ন খুবই চমৎকারভাবে তুলে ধরেছেন, বাস্তবতার পরিপ্রেক্ষিতে মানুষ অনেক অভিজ্ঞতা অর্জন করে। প্রতিযোগিতা আপনার সাফল্য কামনা করছি।

 2 months ago 

পরিস্থিতির উপর নির্ভর করেই মানুষ তার জীবনে অভিজ্ঞতা অর্জন করে, আর ভবিষ্যতে ওই ধরনের সমস্যা হলে। ওই অভিজ্ঞতা থেকেই তার সমস্যা গুলোর সমাধান করার চেষ্টা করে। ধন্যবাদ জামাতের মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 2 months ago 

যে যত বেশি সমস্যার সম্মুখীন হবে সে তত বেশি অভিজ্ঞতা অর্জন করবে। ধন্যবাদ জানাই আপনার মতামত তুলে ধরার জন্য।

 2 months ago 

সমস্যা না দেখা দিলে কিন্তু আমরা সেটা সমাধানের পথ খুঁজে বের করি না। তাই অবশ্যই জীবনে সমস্যা থাকলেই তার সমাধান খুঁজে বের করার পথ আমরা অবলম্বন করি, চেষ্টা করি। আপনাকেও ধন্যবাদ।

 2 months ago 

প্রতিযোগিতায় অংশ নেউয়ার জন্য ধন্যবাদ, পাশাশি এমন একটি চ্যালেঞ্জে আমাকে ইনভাইট করেছেন, আমি অবশ্যই চেষ্টা করবো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা

TEAM BURN

Your post has been successfully curated by @eliany at 35%.

Thanks for setting your post to 25% for @null.
We invite you to continue publishing quality content. In this way you could have the option of being selected in the weekly Top of our curation team.

Team Burn (1).png

Burning STEEM by sending it to the @null account helps reduce the supply of STEEM and so increase its price.

Saludo amiga @rubina203, me agrado tu intervención y repuesta a las preguntas.
El estado de animo mental se puede manejar cualquier situación adecuadamente si eso tiene que ver con la madures de una persona.

Las experiencias, las vicisitudes de la vida nos enseña muchas cosas y nos cambia en personas experimentadas, para resolver situación.

La experiencia de una persona adulta es importante cuando la transmite a la juventud, y cuando una persona adulta presta atención al conocimiento y a las habilidades de los jóvenes, se aprende muchas cosas buenas de ellos. Te deseo éxitos y grandes bendiciones.

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.12
JST 0.028
BTC 56420.74
ETH 2938.55
USDT 1.00
SBD 2.22