SEC17/W2| While making decisions, what do you prefer to follow: heart or mind?

in Incredible India5 months ago
Blue Modern Eye Catching Vlog YouTube Thumbnail_20240416_125742_0000.png

Edit canva

সময়ের সাথে জীবনের অনেক কিছুই পরিবর্তন হয়। পরিবর্তন হয় আমাদের সিদ্ধান্ত। আমরা আমাদের জীবনে ঠিক কোন ভাবে সিদ্ধান্ত গ্রহণ করলে। জীবনটা অনেক বেশি সুন্দর হবে। সেটা আমরা অনেকেই জানিনা, অনেকে আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করি। পরিশেষে দেখা যায় এই সিদ্ধান্তের ফলে, আমাদের জীবনে অনিশ্চিত কিছু নেমে আসে। যেটা আমরা কখনো কল্পনাও করতে পারি না।

চ্যালেঞ্জের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়ে গেছে। এ সপ্তাহের টপিক আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য, বরাবরের মতো আমি আবারো আপনাদের সামনে এসে হাজির হয়েছি। তবে প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনাদের সামনে উপস্থাপন করার আগে। অবশ্যই আমি আমার তিনজন বন্ধুকে আমন্ত্রণ জানাতে চাই।

@memamun, @sampabiswas, @solaymann

আপনারাও এখানে অংশগ্রহণ করুন, এবং আপনাদের মূল্যবান মতামত প্রতিযোগিতার মাধ্যমে, সবার সামনে উপস্থাপন করুন।

What is your preference while making decisions, heart or mind?

artificial-intelligence-4389372_1280.webp

Image source

সিদ্ধান্ত নেয়াটা খুবই কঠিন একটা কাজ। আমাদের জীবনের প্রত্যেকটা সময় এক রকম নয়। মাঝে মাঝে দেখা যায় পরিস্থিতি এমন হয়। তখন আমরা সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে, অনেক যুক্তি এবং আবেগ সহকারে নিজের মনের অনুভূতি প্রকাশ করি। তবে আমার কাছে মনে হয়, জীবনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে অবশ্যই মন এবং হৃদয় দুইটি জিনিসের উপর নির্ভর করে, সিদ্ধান্ত নেয়া উচিত।

একটা বিষয়ের উপর ভরসা করে সিদ্ধান্ত নেয়ার পরে। যদি আমাদের জীবনে খারাপ কিছু ঘটে। তাহলে আমরা কিন্তু ওই জিনিসের উপর অনেক বেশি দোষ দিয়ে থাকি। তাই আমার মনে হয়, দুই দিক থেকে চিন্তা করে ভালোভাবে মাথা খাটিয়ে, আমরা যদি সিদ্ধান্ত নেই। তাহলে কিছুটা হলেও ভালো ফলাফল আশা করা যায়। তাই আমার জায়গা থেকে আমি বলব, আমি হৃদয় এবং মন দুইটা কেই প্রাধান্য দিয়ে থাকি, জীবনের সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে।

Do you think we need both in terms of making decisions? Describe reasons.

Purple Flat Illustrative Brain Technology AI Logo_20240416_131111_0000.png

Edit canva

Image source

অবশ্যই আমি মনে করি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমাদের উভয়ের প্রয়োজন। অনেকের ক্ষেত্রেই দেখেছি, যারা আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। বিশেষ করে বর্তমান সময়ের যুবকদের কথা যদি বলি। এটা তাদের সাথে অনেক বেশি হয়ে থাকে। নিজের মনের অনুভূতি প্রকাশ করার জন্য, অনেক আবেগপ্রবণ হয়ে ভালবাসার মানুষটির জন্য, সবকিছু করার প্রস্তুতি গ্রহণ করে। দিন শেষে দেখা যায়, ভালোবাসা পাওয়া তো দূরের কথা। মানুষটাকে ও কেউ খুঁজে পাওয়া যায় না।

আমাদেরকে মন এবং হৃদয় উভয় দিয়ে কাজ করতে হবে। একবার কোনো কাজ করতে গেলে যদি, আপনি হেরে যান।তাহলে বুঝবেন না যে এখানেই সবকিছু শেষ। এখনো অনেক পথ বাকি। অবশ্যই সিদ্ধান্ত সঠিক ভাবে গ্রহণ করে এগিয়ে যাওয়ার মাধ্যমে, জীবনে সফলতা অর্জন করা একেবারেই সহজ।

Are you an emotional or a practical person in real life?

সত্যি কথা বলতে আমি বাস্তব জীবনে খুবই আবেগপ্রবণ একজন মানুষ। আমি মানুষকে খুব সহজে বিশ্বাস করি। অনেকটা আবেগ নিয়ে তার মনের কথাগুলো শুনি এবং চেষ্টা করি, সেগুলো সমাধান করার জন্য। কিন্তু দিন শেষে দেখা যায়, অনেকেই আমার এই আবেগ নিয়ে হাসাহাসি করে।

আবার অনেকেই মনে করে, এত আবেগ দিয়ে কি হবে। জীবনের ব্যবহারিক ব্যক্তি হওয়া প্রয়োজন, কিন্তু আমি কেন যেন স্বার্থপরের মত কারো জীবনে ব্যবহারিক ব্যক্তি হিসেবে যুক্ত হতে পারি না। আমি চেষ্টা করি আমার জীবনের যে সমস্যা গুলো রয়েছে। কারো জীবনে যদি সে সমস্যাগুলো থাকে। সেগুলো সমাধান করার জন্য। তাই হয়তো বা নিজের আবেগের কারণে, অতিরিক্ত বিশ্বাস আমাকে মানুষের কাছে হাসির পাত্র বানিয়ে রাখে।

Do you have any suggestions for youth which one they should follow in their day-to-day lives?

clock-7791024_1280.webp

Image source

আমি যুবকদের ক্ষেত্রে অবশ্যই একটা পরামর্শ দিতে চাই। অতিরিক্ত আবেগ দিয়ে কখনো পরিবার কিংবা নিজের প্রিয় মানুষের কাছে, নিজের মনের অনুভূতি প্রকাশ করবেন না। একটা সময় দেখা যাবে, আপনি আপনার ইচ্ছে গুলো পূরণ করতে পারবেন না। তখন তারা আপনার এই আবেগ নিয়ে হাসাহাসি করবে। যেটা বর্তমান সময়ে, আমি বেশ ভালোভাবেই উপলব্ধি করতে পারছি।

জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন? একটু ধৈর্য ধরে কাজ করবেন! একজন চলে গেলে আরেকজন আসবে কখনো হতাশ হবেন না! কারণ আপনি যদি ফুলের বাগান তৈরি করেন! তাহলে সেখানে মৌমাছি অনায়াসে চলে আসবে! তাই আপনাকে চেষ্টা করতে হবে, ফুলবাগান তৈরি করার জন্য! আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়ার আগে, বিবেক দিয়ে চিন্তা করবেন! দেখবেন তার ফলাফলটা অনেক বেশি সুন্দর হবে।

আমি ঠিক জানিনা কতটুকু নিজের মনের অনুভূতি দিয়ে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছি কিনা! তবে নিজের জায়গা থেকে দেয়ার চেষ্টা করেছি! আমাদেরকে হৃদয় এবং মন উভয়ের কথা শুনেই তারপর সিদ্ধান্ত নিতে হবে! সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ।

Sort:  

Quite both the heart and the mind I really guess is needed to make those right decisions at the end of the day. There are days we will make use of our heart and there are days we will make use of our mind

 5 months ago 

চমৎকার কথা বলেছেন আপনি আসলেই সঠিক,আমরা সঠিকভাবে ঠিক তখনই সিদ্ধান্ত গ্রহণ করতে পারব। যখন আমরা পরিস্থিতির উপর নির্ভর করে মন এবং হৃদয়ের উপর নিজেকে সিদ্ধান্তের বিষয় ছেড়ে দেব। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 5 months ago 

চ্যালেঞ্জের দ্বিতীয় সপ্তাহের কনটেস্টে অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সঙ্গে আমিও সহমত পোষণ করছি। কারণ একটা মানুষের চিন্তাধারাই মানুষের পরিবর্তন এনে দেয়। আমরা চাইলেই ভালো চিন্তা-ভাবনা করে নিজের জীবনকে পরিবর্তন করতে পারি।

সুন্দর পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Greetings dear, I am glad to see your post. The reality is that the mind and the heart are held hand in hand since both know that they are needed so that our decisions are the most accurate and, although it is impossible to eliminate the margin of error, if we use both, it reduces. Wish you all the best for your challenge.

Regards, Faran Nabeel

 5 months ago 

চমৎকারভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন। উত্তর গুলো বেশ সাজানো গোছানো ছিল। আপনার লেখায় এটাই পরিলক্ষিত হলো যে আবেগ দিয়ে সিদ্ধান্ত নিতে গেলে অধিকাংশ সময় মানুষকে ভুগতে হয়। একেবারে সত্যি কথা। আপনার লেখার সাথে আমিও একমত পোষণ করছি। শীঘ্রই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। খুব ভালো লাগলো আপনার লেখাটি পড়ে।

 5 months ago 

আমার জীবনে একটা জিনিস বেশ ভালোভাবেই উপলব্ধি করেছি। আবেগ দিয়ে যতবার সিদ্ধান্ত নিয়েছি ততবার আমাকে ঠকে যেতে হয়েছে। তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, যখনই জীবনে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাকে ভাবতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আমি আবেগ এবং বিবেক দুইটা খরচ করে সিদ্ধান্ত নেয়ার চেষ্টা করব।আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য।

Loading...

TEAM 3
¡Congratulations! This post has been upvoted through -steemcurator06.
We support quality posts anywhere and with any tags.

Curate posts.jpg

Curated by : @f2i5

 5 months ago 

¡Saludos amiga!😊

La vida en reiteradas ocasiones nos enseña que, nada es fácil y más cuando se trata de decidir porque, de ello dependen muchas cosas importantes de la vida. Sin embargo, la oportunidad de contar con la mente y corazón nos ayuda a que esa complejidad no sea tan difícil por lo tanto, debemos decidir apoyándonos del equilibrio.

Te deseo mucho éxito en la dinámica, un fuerte abrazo💚

 5 months ago 

জীবন কঠিন তবে সেটাকে সহজভাবে গ্রহণ করতে হবে। আমাদের জীবনে এমন কিছু সিদ্ধান্ত হঠাৎ করেই নিতে হয়। যেটা আমাদেরকে ভেবে চিন্তে হৃদয় এবং মনের ওপর ভারসাম্য বজায় রেখে, নিতে হয় তা না হলে আমরা যদি আবেগপ্রবণ হয়ে ওই সিদ্ধান্তগুলো গ্রহণ করি। দিন শেষে আমাদের জীবনের জন্য বেশ খারাপ সংবাদ বয়ে নিয়ে আসে।আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 5 months ago 

প্রথমে ধন্যবাদ জানাবো প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য, পোস্টটি পড়ছিলাম এবং কোন একটা লাইনে গিয়ে কোন একটা প্যারায় গিয়ে নিজের জীবনটাকে যেন হুবহু মিল পাচ্ছিলাম। আপনি প্রতিযোগিতার জন্য হলে অনেক অনেক শুভকামনা।

 5 months ago 

বাস্তব জীবন থেকেই মানুষ অনেক কিছু শেখে। মাঝে মাঝে দেখা যায় কারো কারো জীবনের গল্পের সাথে নিজের জীবনের অনেক বেশি মিল পাওয়া যায়। এটাই হয়তো বা জীবন আর এভাবেই বেঁচে থাকতে হবে সবাইকে। আপনাকে ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

You write amazing in this post. You told us After taking a decision on the basis of a case. If something bad happens in our life. So we put a lot of blame on these things. So I think that if we think carefully from both sides then we can take a decision. So at least some good results can be expected. So we would say from my place that you give preference to both heart and mind while taking decisions in life. Best of luck

 5 months ago 

অবশ্যই জীবনে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে মন এবং হৃদয় উভয়ের উপর ভারসাম্য বজায় রেখে, সিদ্ধান্ত নেয়া উচিত। আমরা মাঝে মাঝে দেখা যায় আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করি। কিন্তু দিনশেষে তার ফলাফল তেমন একটা ভালো হয় না। তাই তো আমাদের সিদ্ধান্তগুলো মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 56739.93
ETH 2400.98
USDT 1.00
SBD 2.30