You are viewing a single comment's thread from:

RE: "Incredible India monthly contest of May#1| My preferred profession."

in Incredible India25 days ago

একজন বাঙালি এবং মুসলিম পরিবারের মেয়ে হয়ে, হোস্টেস হওয়ার স্বপ্ন দেখাটা একেবারেই বোকামি। কেননা এই স্বপ্ন কখনো পূরণ হবে না, বা পরিবারের কেউ মেনে নেবে না। এটা একেবারেই সত্যি আপনার পোস্ট পরিদর্শন করেও সেটাই বুঝতে পারলাম।নিজে কিছু কোর্স করার পরেও হাজবেন্ডের পরিবার মেনে নেয়নি বলে, নিজে একেবারে ফুল টাইম হাউস ওয়াইফ হয়ে গেছেন।

বর্তমান সময়ে আপনি স্টিম প্ল্যাটফর্মের সাথে যুক্ত রয়েছেন। এখানেই আপনি আগামী দিনের পথ চলা কন্টিনিউ করতে চান, বিষয়টা জানতে পেরে ভালো লাগলো। এভাবেই আমাদের সাথে যুক্ত থাকুন।ইনশাআল্লাহ আমরা সবাই মিলে অনেক দূর এগিয়ে যাব। ধন্যবাদ প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন।

Sort:  
 24 days ago 

আমার পরিবার মেনে না নিলেই অনেক পরিবার তখনও মেনে নিত আর এখনো মেনে নেয়।এমনকি আমার এক ভাগ্নে বউ আরেক কিছুটা দুর সম্পর্কের ভাই বউ এয়ার হোস্টেস এর জব করে পাশাপাশি সংসার বাচচা সবকিছুই সামাল দিতেছে।
আমার হাসবেন্ড এর এক কলিগ এর বউও
এতদিন এয়ারহোস্টেস ছিলো।তবে এখন জব ছেড়ে দিয়েছে।
আসলে যারা খারাপ হওয়ার তাদের চার দেয়ালে আটকে রাখলেও খারাপ হবে। ওরা দুজনেই খুব ভালো মেয়ে।
এই তিনজনকে ব্যাক্তিগত ভাবে খুব কাছ থেকে দেখার পরে আমি খারাপ কিছুই পাই নাই।

সেটাই, ইনশাল্লাহ আমরা সবাই মিলে এই প্ল্যাটফরম থেকে ভালো কিছু করতে পারবো।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.12
JST 0.029
BTC 66188.19
ETH 3564.66
USDT 1.00
SBD 3.14