You are viewing a single comment's thread from:

RE: It's an easy assignment to provide excuses but hard to execute- True example!

in Incredible India8 months ago (edited)

আমাদের জীবন থেকে প্রথমত অজুহাত দেয়াটা বন্ধ করতে হবে। আমরা যদি অজুহাত না দেখিয়ে নিজেদের ইচ্ছা শক্তিকে কাজে লাগাই। আমার মনে হয় আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। একটা মানুষের হাতে সমস্যা থাকার পরেও সেই মানুষটা প্রশিক্ষণ গ্রহণ করেছে। এবং নিজের জীবনে একটা পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে, স্বর্ণপদক পেয়েছে। যেটা পাওয়া অনেকটা ভাগ্যের ব্যাপার। কিন্তু তিনি সেটা অর্জন করেছেন, কারণ তার ইচ্ছে শক্তি ছিল। শীতল দেবের কাছ থেকে আমাদের প্রত্যেকের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা তো ওনার চাইতে অনেক বেশি ভালো আছি। আমরা কেন পারব না। আমি যখন উনার ভিডিওটা ওপেন করেছিলাম, উনার কথাগুলো শোনার পর মনে হয়েছিল। একজন মানুষের ইচ্ছাশক্তি মানুষকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে, সেই জিনিসটা উনার কাছ থেকে শেখা উচিত।

Strength does not come from physical capacity;
It comes from the indomitable will.

  • একদমই ঠিক বলেছেন, শক্তি কিন্তু মানুষ মন থেকেও সঞ্চয় করতে পারে। যদি সে তার মনে কোন কিছু করার দৃঢ় প্রতিজ্ঞা জন্ম দিতে পারে। সেই কাজ করার লক্ষ্যে এগিয়ে যেতে পারে, এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে এই কাজ সম্পন্ন করতে পারে। তাহলে শারীরিক শক্তির কোন প্রয়োজন হয় না। মনের শক্তি দিয়ে পুরো পৃথিবী জয় করা যায়। চমৎকার বিষয়টা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। আমি ওই মেয়েটাকে স্যালুট জানাতে চাই, যিনি কিনা নিজের অক্ষমতাকে কখনো অজুহাতে হিসেবে কারো কাছে প্রকাশ করেনি। সেটাকেই কাজে লাগিয়েছে। এবং সফলতা অর্জন করেছে।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 59171.28
ETH 2598.57
USDT 1.00
SBD 2.42