You are viewing a single comment's thread from:

RE: ক্ষমতা এবং পদ দায়িত্ব বয়ে আনে।(Power and position bring commitments.)

in Incredible India8 months ago

আমাদের জীবনটাই তো স্থায়ী নয়। এই অস্থায়ী জীবনের ক্ষমতা দিয়ে কি করব। ক্ষমতা অর্জন করলে সেটা সঠিক ব্যবহার করা উচিত। কিন্তু বর্তমান সময়ে অনেকেই দেখেছি ক্ষমতা পেয়ে গেলে নিজের আপনজন কেউ ভুলে যায়। অহংকার করা মোটেও ঠিক নয়। অহংকার একটা দিন মাটির সাথে মিশে যায়।

যেকোনো ধর্মগ্রন্থ আপনি পড়ুন না কেনো সর্বত্রই সত্যকে এবং সততাকে গুরুত্ব দেওয়া হয়েছে।

মিথ্যা কথা বলা ব্যক্তিকে কখনোই আল্লাহতালা পছন্দ করেন না। যে ব্যক্তি সর্বদা সত্য কথা বলেন। সে দরিদ্র হলেও আল্লাহতালা তাকে অনেক বেশি পছন্দ করেন। আর সততার সাথে পথ চলার জন্য। তার জন্য অবশ্যই পুরস্কার রেখে দিয়েছেন পরকালে।

কখনো ক্ষমতা এবং পদের অপব্যবহার করে কারোর ক্ষতি করতে নেই।

বর্তমানে সবাই ক্ষমতার অপব্যবহার করে মানুষকে কষ্ট দিয়ে থাকে। বিশেষ করে যারা একটু বড় পদে আছে। তারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত মানুষকে কষ্ট দিয়ে অনেক বেশি আনন্দ পায়। আমি আমার চোখের সামনেই এমন অনেক মানুষকে দেখেছি। আসলে তারা কি বুঝে তাদের কে কষ্ট দেয়, মাঝে মাঝে এটা ভেবেই কষ্ট লাগে। ক্ষনিকের দুনিয়ায় এত অতিরিক্ত রঞ্জনের কি দরকার আছে। সময় ফুরিয়ে গেলে আপনি আমি সবাই চলে যাব। ধন্যবাদ আপনাকে, চমৎকার টপিক আমাদের সাথে আলোচনা করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.13
JST 0.027
BTC 58270.16
ETH 2600.36
USDT 1.00
SBD 2.39