You are viewing a single comment's thread from:

RE: কেউ তাকে দৃষ্টির মধ্যে আবদ্ধ করতে পারে না কিন্তু সবাই তার দৃষ্টির মধ্যে সীমাবদ্ধ।

in Incredible India8 months ago

আমরা বলি যে আমাদের মা-বাবা আমাদের সবচাইতে প্রিয় এবং আপনজন। কিন্তু কোরআনুল কারীমে উল্লেখ আছে সৃষ্টিকর্তা তার চাইতে অনেক বেশি কাছে। কেননা আমাদের কন্ঠনালী ঠিক কাছেই হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা সব সময় আমাদেরকে দেখে কিন্তু, আমরা তাকে দেখি না বিশ্বাস করি এর নাম হচ্ছে ঈমান।

মাঝে মাঝে তো ওয়াজ এর মধ্যে শুনি আমাদের চালের উপরে যে গাছ রয়েছে। সেখান থেকে যদি একটা পাতার চালের উপর পরে সেই শব্দটা পর্যন্ত সৃষ্টিকর্তা শুনতে পায়। এরপর ছোট্ট একটা পিঁপড়া গুটি গুটি পা দিয়ে যখন তার বাসায় প্রবেশ করে কিংবা তার বাসা থেকে বের হয়। সেই শব্দটাও সৃষ্টিকর্তা শুনতে পায়। তাহলে আমরা যাকে দেখতে পাই না তিনি কতটা নিখুঁত ভাবে আমাদেরকে তৈরি করেছেন। এবং কতটা নিখুঁত হলে তিনি শব্দগুলো শুনতে পান। এটা ভেবেই মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই।

আল্লাহ তায়ালাকে আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস করি। কেননা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এটাও বিশ্বাস করি আমরা একদিনের পৃথিবী ছেড়ে চলে যাব। এবং পরকালে আমাদের জন্য নতুন একটা পৃথিবী রেখে দিয়েছেন। যার মধ্যে দুইটা দিক রয়েছে একটা হচ্ছে জান্নাত একটা হচ্ছে জাহান্নাম। আমরা যদি এই দুনিয়ায় ভালো কাজ করতে পারি। তাহলে আমরা জান্নাতে প্রবেশ করব আর যদি খারাপ কাজ করি তাহলে আমাদেরকে জাহান্নামে ফেলে দেয়া হবে। তাই আমার মনে হয় আমাদের প্রত্যেকের উচিত। আল্লাহতালার প্রতি ঈমান এনে আল্লাহ তায়ালার দেখানোর সঠিক পথে প্রদর্শন করা। চমৎকার বিষয় উপস্থাপন করার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার লেখাটি সত্যিই প্রশংসনীয়।

Sort:  

আপনাকে অনেক ধন্যবাদ কারন আপনি আমার পোস্টটি সুন্দরভাবে ও কষ্ট করে পড়েছেন এবং সেই সাথে একটা সুন্দর এবং অনেক বড় একটা তথ্য বহুল মন্তব্য করেছেন। আমাদের মূল লক্ষ্য আল্লাহরকে রাজি এবং খুশি করা। আমরা যত কিছু করি না কেন সজাগ থাকতে হবে আল্লাহ যেন আমাদের উপর রাগ না করেন।

আপনার প্রতি শুভকামনা ও দোয়া রইল, আল্লাহ হাফেজ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.028
BTC 59452.12
ETH 2603.11
USDT 1.00
SBD 2.39