RE: Incredible India monthly contest November #2|Happy family.
আসলেই সত্যি আগে যৌথ পরিবার ছিল। পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে আমরা খুব মিলেমিশে বসবাস করতে পারতাম, কাকা জ্যাঠা মামা-মামী চাচা চাচি সবার সাথে বসে খাবার খাওয়ার মজাটাই ছিল অন্যরকম। আমার কাছে তো মাঝে মাঝে মনে হয় ওই পরিবার যদি আমি আবার ফিরে পেতাম। তাহলে কতই না ভালো হতো।
একটা পরিবারকে সুখে রাখতে হলে অনেকগুলো পয়েন্ট আমাদের মাথায় রাখা উচিত। আজকে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনার পোস্ট পরিদর্শন করতে গিয়ে দেখতে পেয়েছি। আসলে পরিবারের মধ্যে যদি একজন আরেকজনকে সম্মান করে, ভালোবাসে, অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে আসে। এবং একজনের মতের গুরুত্ব পরিবারের প্রত্যেকটা সদস্য দেয়। তাহলে আমার কাছে মনে হয় সেই পরিবার অনেক বেশি ভালো থাকে। এবং সুখী পরিবার হিসেবে গণ্য হয়।
পেশাগত দিক দিয়ে তো আমরা অনেকের সাথেই পরিচয় হই। কিন্তু কিছু মানুষের সাথে এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাই। যাদের সাথে আমাদের পারিবারিক সম্পর্কের চেয়েও আরো ভালো সম্পর্ক হয়ে যায়। আমি মনে করি সে ক্ষেত্রে তারাও আমাদের পরিবারের সদস্য। চমৎকারভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পুরোনো দিনের অনেক কিছু ফিরে পেলে আমাদের ভালো লাগবে, তারমধ্যে যৌথ পরিবার ও সামিল। আমি সত্যিই আনন্দিত এটা জেনে যে, আমার পোস্ট পড়ে আপনার ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।