You are viewing a single comment's thread from:

RE: Steem engagement challenge-S12/W4| Mis declaraciones sobre el proverbio-"Es bueno ser malo".

in Incredible India11 months ago

আপনার পোস্ট পড়ে জানতে পারলাম। যখন আপনি চাকরি করতেন তখন একজন লোক আপনাদের সাথে কাজ করতো। কিন্তু সে প্রতিনিয়ত দেরি করে কাজে আসতো। যার কারণে তাকে নানা ধরনের সমস্যায় পড়তে হতো। একদিন আপনাদের কোম্পানির কিছু মানুষ থাকে কাজ করতে ঢুকতে দেয়নি। উনি ভেবেছিল যে আপনার কারণেই হয়তো বা তার কাজ করা বন্ধ হয়ে গেছে। কিন্তু পরে তিনি নিজের আচরণ পরিবর্তন করেছেন। এবং আপনার সাথে মিলেমিশে কাজ করেছেন। এই বিষয়টা অনেক বেশি সুন্দর।

আপনার বাচ্চারা আপনাদের কাছে খেলনা চেয়েছিল। কিন্তু তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে খেলনা থাকার কারণে আপনি তাদেরকে খেলনা দেননি। আপনি ঠিকই বলেছেন,, বাচ্চারা শুধু তাদের ইচ্ছা পোষণ করে। যখন তাদের ইচ্ছা অনুযায়ী সবকিছু পেয়ে যায়। তখন তারা নিজেদের অনেক খুশি মনে করেন। এতে পরবর্তীতে তাদের সমস্যা হতে পারে। অবশ্যই তাদেরকে সেই নিয়ম-শৃঙ্খলা শেখানো উচিত।

আপনি খুব চমৎকারভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পোস্ট পড়ে আমি অনেক বেশি অনুপ্রাণিত হলাম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভাল থাকবেন। সৃষ্টিকর্তা অবশ্যই আপনার সহায় হবেন।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.16
JST 0.031
BTC 60460.59
ETH 2624.41
USDT 1.00
SBD 2.55