You are viewing a single comment's thread from:

RE: যখন আমি থাকবো না

in Incredible India10 months ago

মৃত্যুর স্বাদ যারা গ্রহণ করে তারা হয়তো বা কাউকে বলে যেতে পারে না। তারা কিভাবে এ পৃথিবী থেকে চলে গেছে। কিন্তু আজকে আপনার পোস্ট পড়ার পরে,, কিছুটা বাস্তবতা আমি অনুভব করলাম।

আসলে আমাদের পছন্দের জিনিসগুলো সে জায়গায় পড়ে থাকবে। সে জিনিসগুলো হয়তো বা অন্য কেউ ব্যবহার করবে। এত যত্ন করে রাখার হাতের মোবাইলটা রেখে দেয়া হবে। আমাকে পাঠিয়ে দেয়া হবে গোরস্থানে। এত যত্ন করা গড়ে ওঠা ছেলেমেয়ে সবাই থাকবে। কেউ বলবে না আজকে রাতের জন্য মাকে রেখে দাও। সবাই বলবে লাশ বেশিক্ষণ ঘরে রাখা ঠিক নয়।

ঠিকই বলেছেন,, সময় আপনাদের আপন কিন্তু তার চাইতেও আপন সৃষ্টিকর্তা। যিনি কিনা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা চাইলেই হয়তোবা বেশি দিনের পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। চলে যেতে হবে,,, সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিতে হবে এটাই প্রকৃতির নিয়ম।

আমাদের আপন বলতে কেউ নেই,, এ পৃথিবীতে যখন আমাদের সময় খারাপ হয়। তখন প্রত্যেকটা মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকা,,, আসল রূপটা বের হয়ে আসেন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, বাস্তবতা এত সুন্দর ভাবে আপনার পোষ্টের মধ্যে ফুটিয়ে,,, তোলার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।ভালো থাকবেন।

Sort:  
 10 months ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু। আপনি মনোযোগ দিয়ে লেখাটি পড়েছেন আর লেখাটির মর্মার্থ বোঝার চেষ্টা করেছেন। এখানেই তো আমার লেখার সার্থকতা।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 64118.76
ETH 3519.69
USDT 1.00
SBD 2.55