You are viewing a single comment's thread from:

RE: শহরের অলিগলি চেষ্টায় চেনা গেলেও, মানুষ চেনা আজও বড়ো দায়।

in Incredible Indialast year

আপনার লেখার শীর্ষ প্রকটে,,, আপনি যে কথাগুলো লিখেছেন! সেগুলো বাস্তবতার সাথে মিল আছে! বাস্তবতার মধ্যে আমরা এমনটাই হারিয়ে যাচ্ছি! যে আমরা একটা শহরকে চিনতে পারি,,, সেটা অচেনা শহর হলে,,, মানুষকে জিজ্ঞেস করে করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পারি! কিন্তু একটা মানুষকে কখনো চিনতে পারিনা।

মাঝে মাঝে আমার কাছেও ভাবতে অবাক লাগে! আপন মানুষ গুলোকে আজ পর্যন্ত চিনতে পারলাম না! এমন ভাবে অভিনয় করে যে,, তাদের সামান্য অভিনয়ে আমি তাদেরকে বিশ্বাস করে ফেলে।

বাইরের আঘাত দেখা যায়, তাই এগিয়ে এসে কেউ হয়তো ওষুধ দিয়ে চিকিৎসা করতে পারেন কিন্তু মনের ক্ষতর চিকিৎসা নিজেকেই করতে হয়; কারণ বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসক ভেবে নতুন আঘাতকে আমরা আহ্বান জানিয়ে থাকি।

আপনার এই কথার সাথে আমি সহমত পোষণ করছি! বাহিরের ক্ষত দেখে হয়তো কেউ সহানুভূতি পোষণ করার জন্য,,, সেখানে মলম লাগিয়ে দেয়! কিন্তু নিজের মনের ভেতর যে ক্ষত রয়েছে! সে ক্ষত নিজেকেই পূরণ করতে হয়।

বাস্তবতাকে সামনে রেখে আপনি খুবই সুন্দর একটা টপিক আজকে আমাদের সাথে তুলে ধরেছেন! যে কথাগুলো আমাদের প্রত্যেকেরই জানা খুব প্রয়োজন! অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জীবনের সাথে জড়িয়ে থাকা কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল!. ভালো থাকবেন।

Sort:  

TEAM 5 CURATORS

This post has been upvoted through steemcurator08. We support quality posts anywhere and with any tags. Curated by: @irawandedy

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.15
JST 0.029
BTC 57690.80
ETH 2449.97
USDT 1.00
SBD 2.33