You are viewing a single comment's thread from:

RE: দীঘা বহু কলকাতাবাসীদের ছুটি কাটানোর সবচাইতে কাছের এবং পছন্দের স্থান।

in Incredible Indialast year

"সস্তার তিন অবস্থা" এই প্রবাদটি আবিষ্কৃত হয়েছিল।

আপনার এই প্রবাদের কথা পড়তে গিয়ে! আমার একটা কথা মনে পড়ে গেল! একবার আমার বাবা বাজারে গিয়েছিল! এবং সেখানে গিয়ে দেখলেন অল্প টাকায় অনেক কলা পাওয়া যেত! উনি অনেক কলা কিনে নিয়ে আসলো! কিন্তু বাড়িতে আসার পর দেখলো! সবগুলো কলা নষ্ট হয়ে গেছে। আর এই জন্যই হয়তো বা বলে সস্তার তিন অবস্থা।

দিদি বললো ছেলেটা তোকে পছন্দ করে, আর সেই জন্য বলছি আমার কাছেই থাকবি, সত্যি বিষয়টি তখন বুঝিনি, এবং আমাকে একটি আপেল বীজের মালা উপহার দিয়েছিল, এখনও মনে আছে।

একটা কথা কি জানেন তো? বড় ভাই বোন সব সময় ছোটদের কে আগলে রাখার চেষ্টা করে! তাই আপনার দিদি আপনাকে,, ওই ছেলের কাছে এবং ওই ছেলের সাথে কথা বলা থেকে বিরত থাকতে বলেছিল! কারণ উনি চায় আপনি সব সময় ভালো থাকুন।

দীঘা সম্পর্কে আপনার পোষ্টের ফটোগ্রাফি এবং পোস্ট পড়ে! যখন শেষের দিকে আসলাম! তখন আপনি যে খাবারগুলোর ফটোগ্রাফি আপনি শেয়ার করেছেন,, আমাদের সাথে! সেগুলো দেখে আসলে মাথা কাজ করছিল না।

অসংখ্য ধন্যবাদ আপনাকে,,, দীঘা সম্পর্কে এত সুন্দর কিছু ফটোগ্রাফি! আপনি দীঘায় ঘুরতে গিয়েছেন! সেই অভিজ্ঞতাটা আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য! আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,, ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.029
BTC 61282.12
ETH 2375.20
USDT 1.00
SBD 2.55