You are viewing a single comment's thread from:

RE: "Incredible India monthly contest April #01|My favorite hobbies."

in Incredible Indialast year

প্রথমেই বলবো প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় টা বলব আপনার শখ খুবই মূল্যবান,,, আপনি গান শুনতে পছন্দ করেন। তার সাথে আপনি ভিডিও গেম,,,, তারপরে বিশেষ করে উপন্যাস গুলো পড়তে আপনি বেশ পছন্দ করেন। আপনি একা বাসায় থেকে বই পড়তে বেশ ভালোবাসেন,,, বিষয়টা জানতে পেরে বেশ ভালো লাগলো।

পড়াশোনা করেন,,,, এবং সেগুলোকে নোট করেন এই বিষয়টা আমার কাছে বেশ আকর্ষণীয় লেগেছে। আসলে এটা খুবই ভালো একটা বিষয়। আজ থেকে আমিও আপনার এই বিষয়টা অনুসরণ করার চেষ্টা করব। যেটুকু পড়ব সেটুকুই নোট করে রাখার চেষ্টা করব।

আসলে আপনার পোস্ট পড়ে আমি অনেক বেশি অনুপ্রাণিত হলাম। বিশেষ করে আপনি যে পড়াটা পড়েন,,,, সেটা আবার নোট করেন। এ বিষয়টা আমাকে অনেক বেশি আকর্ষিত করেছে। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান এই শখ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল,,,,, ভালো থাকবেন।

#miwcc

Sort:  
 last year 

gracias @rubina203 la lectura siempre ayuda para mantener un buen dialecto con las personas y el tomar notas me ayuda para recordar asuntos de mi interés que alegría saber que con este concurso pudimos conocernos mejor saludos y muchas gracias por tu tiempo en mi Post

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.12
JST 0.028
BTC 66137.20
ETH 3543.37
USDT 1.00
SBD 2.56