You are viewing a single comment's thread from:

RE: Reflexión. ¿Porque nos quejamos tanto?

in Incredible Indialast year

আসলে আপনি আপনার দাদির সাথে দেখা করতে গিয়ে। কুমড়ো গাছ দেখে অনেকটা অবাক হলেন। আমাদের এখানে এটাকে কুমড়ো নামেই চিনে থাকে। তবে আপনাদের ওখানে এটাকে, আউয়ামা নামেই হয়তো বা চিনে থাকেন আপনারা।

আসলে আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন।আমাদের উর্বর জমি আছে আমরা সেখানে চাষাবাদ করে, কিন্তু আমাদের জীবনটা সুন্দরভাবে চালিয়ে নিতে পারি।

আমরা মুরগি পালন করতে পারি। মাছ চাষ করতে পারি। আমাদের জমিগুলোর মধ্যে মটরশুঁটি ধান তারপরে বিভিন্ন শাকসবজি গাছ রোপন করতে পারি। এগুলো থেকে কিন্তু আমরা আমাদের স্বাস্থ্য কে ও ভালো রাখতে পারব। আমাদের পরিবারটাকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারব।

আসলেই ঠিক বলেছেন, আমরা অন্যের উপর অভিযোগ না করে, তাকে যদি একটু সাহায্য করি।তাহলে হয়তোবা আমাদের পৃথিবীর চেহারাটাই বদলে যাবে।

আপনি যীশুর কথা উল্লেখ করেছেন। যেখানে যীশুর কোন সম্পদ না থাকার কারণে ও, সে মানুষদেরকে সাহায্য করেছে।

এই যে আপনি লিখেছেন, আসুন আমরা ভালো মানুষ হই। আসলে আপনার মত করে মাঝে মাঝে আমিও চিন্তা করি। আসুন সবার পাশে একটু দাঁড়াই আসুন যারা কঠোর পরিশ্রম করে তাদেরকে একটু সাহায্য করি।

কিন্তু বর্তমানে এমন মানুষ পাওয়া খুবই দুঃসাধ্যকর ব্যাপার। তার পরেও আপনার পোস্ট থেকে আমি অনেক কিছু শিখতে পারলাম। একজন মানুষের সাথে কিভাবে ছন্দের সাথে ছন্দে মিলিয়ে কথা বলতে হয়। সে বিষয়টা আপনি তুলে ধরেছেন মানুষকে কিভাবে সাহায্য করতে হয়, সেটাও তুলে ধরেছেন। একজন মানুষকে অভিযোগ করার থেকে তাকে সাহায্য করাটাই উত্তম

আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

#miwcc

Sort:  
 last year 

Hola querida amiga así es, tenemos todo para ser felices en esta tierra y no lo aprovechamos, hay tantas personas que necesitan nuestra ayuda y no somos capaces de prestar una mano amiga.

Gracias bella por el apoyo☺️

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.027
BTC 60970.82
ETH 2602.36
USDT 1.00
SBD 2.65