Contest of January by @sduttaskitchen| My locality in five pictures.

in Incredible India10 months ago
20240116_160020_0000.png edit canva

প্রথমেই আমাদের এডমিন ম্যাম কে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাইবো। উনি এত সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করেছে। যেখানে আমরা বিভিন্ন ধরনের মানুষ এবং বিভিন্ন জায়গা সম্পর্কে। এবং বিভিন্ন অঞ্চল সম্পর্কে খুব সহজভাবে জানতে পারবো।

আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করছি। কেননা আমি আমার অঞ্চল সম্পর্কে আমার গ্রাম সম্পর্কে। আমি সবার সামনে উপস্থাপন করতে পারব। তো চলুন দেরি না করে শুরু করা যাক।

প্রথমেই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমি আমার কয়েকজন বন্ধুকে আমন্ত্রণ জানাবো।
@ripon0630,@solaymann,@mostofajaman,@sabus, @mukitsalafi

আপনারা অবশ্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এবং আপনাদের গ্রাম আপনাদের অঞ্চল সম্পর্কে, আমাদের সাথে বিস্তারিত আলোচনা করবেন।

Why is your locality precious to you?

আমরা যেখানে জন্মগ্রহণ করেছি। সেটা আমাদের জন্মস্থান আর জন্মস্থান সবার কাছেই অনেক বেশি প্রিয় হয়ে থাকে। হয়তো বা সংসার জীবনে যখন থেকে পা রেখেছি। তখন থেকে জন্মস্থান থেকে দূরে শ্বশুর বাড়িতে এসে বসবাস করছি।

কিন্তু মনের অন্তরের অন্তঃস্থল থেকে এখনো পর্যন্ত জন্মভূমিকে অনেক বেশি ভালোবাসি। আমি কেন আমার জন্মভূমি কে ভালবাসি। এই প্রশ্নের উত্তরে আমি বলব আমার মা এই জন্মভূমিতে আছে। এই জন্মভূমিতে থেকেই আমার মা আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে। আর আমি যেখানে জন্মগ্রহণ করেছি। এবং যেদিন জন্মগ্রহণ করেছি। সেদিন এই পৃথিবীর আলো বাতাস সবকিছু আমাকে এই পৃথিবীতে আসার জন্য স্বাগত জানিয়ে।

আমি যেখানে বসবাস করি বা করতাম। সেখানে আল্লাহর রহমতে সব কিছুর সুবিধা রয়েছে। স্কুল, কলেজ, মাদ্রাসা রয়েছে, গ্রামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মুসলমান সাথে হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনেরা। যদিও খুব কম তার পরেও আছে। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আমাদের গ্রাম খুবই সুন্দর এবং পরিবারটি। এবং অনেক বেশি দায়িত্বশীল মানুষ রয়েছে।

যারা কিনা নিজেদের কাজের পাশাপাশি, দায়িত্ব নিয়ে গ্রামের উন্নতির স্বার্থে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। এই সব কারণেই আমি আমার গ্রামকে এবং আমার জন্মভূমিকে অনেক বেশি ভালোবাসি।

Share at least five original photos of different places in your locality and introduce them to us.

অবশ্যই আমি আমার এলাকার বিভিন্ন স্থানের ছবি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি যে ছবিটা শেয়ার করব এটা আমাদের গ্রামের স্কুলের ছবি। আমরা যখন এই স্কুলে পড়াশোনা করতাম। তখন এই স্কুল এত বেশি উন্নত ছিল না। তবে বর্তমান সময় অনেক বেশি উন্নত হয়েছে।

IMG_20240116_153037_198.jpg

এই স্কুল কে ঘিরে আমার অনেক স্মৃতি রয়েছে। স্কুলে যখন আসতাম তখন বান্ধবীরা মিলে স্কুলের বারান্দায় বসে খেলাধুলা করতাম। এবং স্কুলের গেটের মধ্যে বিভিন্ন ধরনের মামা বিভিন্ন জিনিস বিক্রি করতেন। বর্তমান সময়ও বিক্রি করে ঝালমুড়ি ফুচকা বেল পুরি। সবাই মিলে এগুলো খেতাম এবং ক্লাস করতাম।

আমার এখনো মনে আছে, একদিন টিফিনের সময় আমরা সবাই মিলে বসে আম খাচ্ছি, যেটা আমাদের ম্যাডাম দেখে ফেলেছিল। কিন্তু ম্যাডাম দেখে কিছুই বলেনি। বরংচ আমাদের সাথে বসেই উনি আম খাওয়া এনজয় করেছিলেন।

IMG_20240116_153037_071.jpg

এর পরবর্তীতে আমি যে ছবিটা শেয়ার করেছি এই ছবিগুলো হচ্ছে আমাদের সবজি বাগানের। গ্রাম অঞ্চলে প্রচুর পরিমাণে সবজি বাগান রয়েছে। যার মাধ্যমে আমরা সবজি চাষ করে নিজেদের চাহিদা পূরণ করতে পারি। এবং যদি অনেক বেশি হয় তাহলে বাজারে বিক্রি করতে পারি।

এক্ষেত্রে যেমন পারিবারিকভাবে আমরা লাভবান হই। ঠিক আর্থিকভাবেও কিন্তু আমরা লাভবান হয়ে থাকি যে বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাজা সবজি বাগান থেকে নিয়ে এসে আমরা রান্না করতে পারি। যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, যার মধ্যে নেই কোনো ফরমালিন🧐।

IMG_20240116_153047_687.jpg

তৃতীয় আমি যে ছবিটা শেয়ার করছি। এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাকৃতিক দৃশ্য। প্রকৃতি ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়াটা খুব দুঃসাধ্যকর একটা ব্যাপার। আমরা প্রত্যেকেই প্রকৃতিকে অনেক বেশি ভালোবাসি। সত্যি কথা বলতে আমার যখন মন খারাপ হয়। তখন আমি প্রকৃতির খুব কাছাকাছি গিয়ে কিছুটা সময় কাটানোর চেষ্টা করি।

আমার কাছে মনে হয় শান্ত প্রকৃতি আমার মনের সব কথা শুনতে পায়। তাই সে আমাকে সান্ত্বনা দিতে থাকে। এবং বলতে থাকে একটু ধৈর্য ধারন কর সবকিছু ঠিক হয়ে। যাবে প্রকৃতির কাছে কিছুক্ষণ সময় কাটালে আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়।

IMG_20240116_153036_516.jpg

এর পরবর্তীতে আমি যে ছবিগুলো শেয়ার করতে চলেছি সেগুলো হচ্ছে আমার বাগানের ফুল গাছ। বাগান আমি খুব পছন্দ করি। তবে গ্রাম বাংলায় যারা বসবাস করে। গ্রাম অঞ্চলের মধ্যে ফুলবাগান তৈরি করা একেবারেই সহজ।

আর এই সহজ পদ্ধতি অবলম্বন করেই আমি খুব সহজেই আমার ছোটখাটো একটা ফুলবাগান তৈরি করেছি। প্রতিদিন ফুল বাগানে গিয়ে ফুলগুলো দেখলে, আমার মনটা এমনিতেই ভালো হয়ে যায়। যার কারণেই আমার কাছে গ্রাম অনেক বেশি পছন্দ।

IMG_20240116_153048_212.jpg

এবার যেই ছবিগুলো শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের গ্রামের বাজার। যেখানে আপনি খুব সহজেই প্রতিনিয়ত বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করতে পারবেন। বিশেষ করে সবজি, জামা কাপড় বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য।

বাজারের মধ্যে রয়েছে স্কুল, তার সাথে আছে ওষুধের ফার্মেসি। যেখান থেকে মানুষ ঔষধ ক্রয় করে থাকে। এবং খুব সুন্দরভাবেই জীবন যাপন করে থাকে।

Do you believe a place becomes close to our heart when we stay there for years? Describe your answer.

অবশ্যই আমি বিশ্বাস করি, একটা জায়গা আমাদের হৃদয়ের খুব কাছাকাছি হয়ে যায়। আমরা আমাদের জন্মভূমিতে বছরের পর বছর যখন বসবাস করতে শুরু করি। হঠাৎ করে যদি আমাদের বাড়ি কিংবা আমাদের জন্মভূমি ছেড়ে আমরা কোথাও গিয়ে বসবাস করি। তখন আমাদের কাছে অনেক বেশি খারাপ লাগে।

আমার বিয়ের আগে আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম। তারপর আমি ঢাকায় গিয়েছিলাম, আমার খালাতো বোনের বাসায় থাকার জন্য। যেহেতু ছুটির সময় ছিল। দুইদিন থাকার পর তিন দিন এর সময় আমার কাছে কেমন যেন ছটফট শুরু হয়ে গেছে। বাড়িতে আসার জন্য।

তিনদিন পরেই আমি আবার আমার জন্মভূমি আমাদের বাড়িতে ফিরে এসেছিলাম। বাড়িতে ফিরে আসার পর আমি অনেক বড় একটা নিশ্বাস নিয়েছিলাম আকাশের দিকে তাকিয়ে। এত বেশি প্রশান্তি অনুভব করেছিলাম। যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর তাই আমি মনে করি আমার গ্রাম আমার কাছে অনেক বেশি সুন্দর। আর তাই আমি মনে করি, আমার জন্মভূমি আমার কাছে অনেক বেশি পছন্দের একটা জায়গা।

আমি ঠিক জানিনা আমি প্রতিযোগিতার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পেরেছি কিনা। তবে সঠিকভাবে দেয়ার চেষ্টা করেছি। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 10 months ago 

আপু প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনি এই প্রতিযোগিতার প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবেই দিয়েছেন। আমার কাছে বেশ ভালই লাগছে আপনার ন্যাচারাল ছবিগুলো যেমন আপনার বাগানের সব্জির যে ছবিটা দিয়েছেন তার পাশাপাশি খোলা আকাশের নীল মেঘের নিচে সাদা মেঘ তার নিচে সবুজ ফসলের মাঠ দুর্দান্ত একটি ফটো।

বিদ্যালয় মোদের বিদ্যালয় এইখানে তো সভ্যতারই ফুল ফোটানো হয়।

আপনার এই স্কুলের ছবিটা দেখে দেশাত্মবোধক গানের এক কলি মনে পড়ে গেল।

 10 months ago 

আমরা যেখানে জন্ম গ্রহণ করি সেই জায়গার প্রতি এক আলাদা মায়া জন্ম নেয় আমাদের মনে। সেই সাথে যেখানে আমরা শিক্ষাগ্রহণ কর সেই জায়গার প্রতিও। আমি নিজে ছবির অভাবে আমার জন্মভূমিকে তুলে ধরতে পারি নাই। 'আপনার গ্রামের পাশের প্রাকৃতিক দৃশ্যের ছবিটা আমার মন কেড়ে নিয়েছে।
প্রতিযোগিতায় আপনার সাফল্য কামনা করছি।

 10 months ago 

আপু সত্যি নিজের এলাকা ছেড়ে থাকা কত যে কষ্টের যে থাকে সেই বুজতে পারে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই কনটেষ্ট এ অংশ নেয়ার জন্য। আপনি দারুনভাবে আমাদের কাছে আপনার এলাকা সম্পর্কিত বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। এছাড়াও আপনার ব্যক্তিগত অনুভূতিও শেয়ার করেছেন।

সবমিলিয়ে লিখাটি দারুণ ছিলো। সেইসাথে আপনার এলাকা সম্পর্কে জেনে অনেক ভালো লাগলো। ভালো থাকবেন আপু।

 10 months ago 

নিজের জন্মভূমি কে কখনো আমরা ভুলতে পারব না যতই আমরা দূরে থাকি না কেনো সংসার জীবনে পা রেখে হয়তোবা আপনার জন্মভূমি থেকে অনেক দূরে আছেন তারপরও আপনার জন্মভূমি কে আপনি কখনো ভুলতে পারবেন না এবং বছরের বা ৬ মাস হোক একবার আপনার জন্মভূমিতে যেতে হবে কারণ আপনার নিজের একটি টান অন্যরকম আছে।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শুভকামনা রইল এবং আপনার এলাকার বিভিন্ন স্থান আমাদের মাঝে শেয়ার করার জন্য এবং পরিচিত করার জন্য ধন্যবাদ আপনাকে।

 10 months ago 

নিজের এলাকা সব সময় আত্মার সাথে সম্পর্ক। আর স্কুল এর কথা কি বলবো। যতবার নিজের স্কুলের সামনে যাই ততোবার কত শত স্মৃতি মনে পড়ে যায়।

ধন্যবাদ আপু আমাকে ইনভাইট দেবার জন্য।

আপনার জন্য শুভকামনা।

 10 months ago 

আসলে স্কুলের সামনে গেলে স্কুলের সেই পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভাসতে থাকে। আর বারবার ইচ্ছে করে। আবার যদি সেই দিনগুলো ফিরে পেতাম তাহলে কতই না ভালো হতো। কত মজা করেছি সেই দিনগুলোতে। ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 10 months ago 
  • প্রথমে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। এবং আপনার এলাকার খুব সুন্দর পাঁচটি ছবি আমাদের সাথে শেয়ার করার জন্য এবং বর্ণনা
    করার জন্য। আসলে প্রতিটি এলাকার আলাদা আলাদা সৌন্দর্য একেক জায়গায় একেক রকম হয়। ম্যামকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করার জন্য। এ প্রতিযোগিতার জন্য আমরা বিভিন্ন এলাকা সম্পর্কে খুব সুন্দর একটি ধারণা পাচ্ছি।
 10 months ago 

এক একটা জায়গায় একেক রকম। আমি যেমন আপনার এলাকার বিভিন্ন সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছি। আপনিও আমার এলাকার বিভিন্ন সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন। এটা জানতে পেরেই বেশ ভালো লাগলো। আসলেই সত্যি আমাদের ম্যাম আমাদের জন্য নতুন নতুন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। যেখানে আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারি। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 10 months ago 
  • একদমই তাই ,বিচিত্র জায়গা বিচিত্র মানুষ বিচিত্র মানুষের মন।। তেমনি প্রতিটা জায়গায় ভিন্নতা রয়েছে। তবে খুব সুন্দর আপনার এলাকাটা। দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটো গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.15
TRX 0.16
JST 0.028
BTC 68337.24
ETH 2445.97
USDT 1.00
SBD 2.39