Better Life With Steem || The Diary game || 15 June 2024 ||
![]() |
---|
আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে, একটু হাঁটাহাঁটি করেছিলাম। এখনো প্রায় চারপাশে অন্ধকার, তেমন একটা আলো দেখা যায় না। এই অন্ধকারে এবং ঠান্ডা বাতাসে হাঁটাহাঁটি করতে বেশ ভালই লেগেছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘরে চলে এসেছি। তারপর কি নাস্তা তৈরি করব কিছুক্ষণ ভেবেচিন্তে দেখলাম, এই গরমে কিছুই ভালো লাগছে না। তাই মুড়ি মাখা তৈরি করার জন্য সবকিছু রেডি করে নিলাম।
![]() |
---|
![]() |
---|
তারপরে সবাই মিলে মুড়ি মাখা খেয়ে নিলাম। এরপর কিছুক্ষণ বসে রেস্ট করলাম। এত পরিমাণে গরম কি আর বলব। তারপর দেখলাম একটু কারেন্ট আসলো তাই কিছু সময় কমেন্ট করে নিলাম। আসলে কমেন্টের সংখ্যা দিন দিন কমে গেছে যার কারণে অনেক বেশি খারাপ লাগছে। অনেকক্ষণ কমেন্ট করার পর উঠে গিয়ে, রান্নাবান্নার জন্য সবকিছু রেডি করে রান্না করে চলে গেলাম।
![]() |
---|
আর মনে মনে চিন্তা করছিলাম এই গরমে কিভাবে রান্না করবো। কিছুই করার নেই তারপর বসে সমস্ত রান্না শেষ করলাম। আর রান্না করতে গিয়ে আমি ঘামের মধ্যে রীতিমতো গোসল করে নিয়েছি। তারপর এক এক করে সবকিছু গুছিয়ে ঘরে নিয়ে আসলাম। আকাশে তেমন রোদ নেই, কিন্তু এত পরিমাণে তাপমাত্রা যেটা মানুষকে অবাক করার মতো।
এইতো সামনেই ঈদ, তাই ঘরের সমস্ত মসলা একসাথে করে রোদে দিয়ে, তারপরে কিছু ব্লেন্ডার করে নিয়েছিলাম। আর বাকিগুলো আবার জায়গা মতো রেখে দিয়েছিলাম। এই সমস্ত কাজ করতে গিয়ে আমার অবস্থা আরো দ্বিগুণ খারাপ হয়ে গেল। তারপরেও আলহামদুলিল্লাহ সব কাজ সম্পন্ন করেছি।
ঘামে শরীরের অবস্থা একেবারেই খারাপ। কিন্তু এই ঘাম নিয়ে গোসল করতে গেলে আবার আরেক সমস্যা হয়ে যাবে। তাই কিছুক্ষণ বসে কমেন্ট করলাম, কারেন্টের দেখা নেই। এরপর বড় ছেলেকে বললাম দোকান থেকে চিপস নিয়ে আসার জন্য। এরপর সবাই মিলে চিপস খেয়ে নিয়েছিলাম।
![]() |
---|
![]() |
---|
এরপরে দেখলাম মোটামুটি ঘাম শুকিয়ে গেছে, তাড়াতাড়ি করে গিয়ে গোসল করে নিলাম। এরপর অজু করে এসে জোহরের নামাজ আদায় করে, ছেলেকে নিয়ে খাবার খেতে বসলাম। একটু পরেই কারেন্ট আসল, খাবার খেয়ে সাথে সাথে ঘুমানোর চিন্তাভাবনা করেছিলাম। কারণ এত পরিমাণে কাজ করার পর শরীর একেবারে ক্লান্ত।
![]() |
---|
মাত্র শুয়ে ছিলাম সাথে সাথেই কারেন্ট চলে গেল। এত পরিমাণে খারাপ লাগছিল কি আর বলব। কিন্তু কিছুই করার নেই, তারপর আরো কিছু কমেন্ট করলাম। একটু পরেই কারেন্ট আসলো। এরপর ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠেছিলাম আসরের নামাজের আজান এর শব্দে।
ঘুম থেকে উঠে ঘরে যাবতীয় কাজ সম্পূর্ণ করে নিয়েছিলাম। এর পরে বসে কিছু কমেন্ট করলাম কমেন্ট করার পর, মোবাইলে একটা নাটক দেখলাম। কিছুক্ষণ পরেই মাগরিবের আজান দিয়ে দিল। তাই তাড়াতাড়ি করে ওযু করে নামাজ পড়ে নিলাম। এরপর ছেলেদেরকে নিয়ে পড়তে বসালাম। তারা অল্প কিছুক্ষণ পড়ার পর বলল তার আর পড়বে না। সামনে ঈদ তাদের মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। তাই এখন আর পড়তে ইচ্ছে করছে না।
![]() |
---|
তাই আমি আর কিছু বললাম না। এরপর উঠে গিয়ে আমি এশার নামাজ পড়ে নিলাম। সবাই মিলে রাতের খাবার খেয়ে নিলাম। এরপরে কারেন্ট নেই তাই বসে কিছুক্ষণ কমেন্ট করলাম। একটু পরেই দেখলাম কারেন্ট চলে আসলো। তাই ঘুমিয়ে পড়েছিলাম। এভাবেই আমার জীবন থেকে আরো একটা দিন অতিবাহিত করলাম।
সকালের পরিবেশটা আসলেই অনেক সুন্দর। ভোর হতে দেখার সৌন্দর্য যারা দেরী করে ঘুম থেকে উঠে তারা বুঝবে না। গরমকালে আগুনের কাছাকাছি কাজ করা খুবই কষ্টের। এমনিতেই গরমে ঘেমে একাকার হয়ে যাই আর চুলার কাছে তো আরও গরম। ঘামে ভেজা শরীর নিয়ে কখনই গোসল করা উচিৎ না। তাহলে সহজেই অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আপনি ভালো করেছেন সাথে সাথে গোসলে না গিয়ে। আর গরম আসলে বিদ্যুতের সমস্যাটা বেড়ে যায়। আসলে এত পরিমাণ কারেন্টের সাপ্লাই প্রয়োজন হয় যে বিদ্যুৎ অফিস সেই ঘাটতি পূরণ করতে পারে না। আপনার দিনলিপি পড়ে ভালো লাগলো। ভালো থাকবেন।
একদমই ঠিক বলেছেন সকালে সৌন্দর্য উপভোগ করার মত সৌভাগ্য সবার হয় না। তবে আমার মনে হয় সকালের সৌন্দর্য টা অবশ্যই উপভোগ করা উচিত। আসলে কিছু করার নেই আমরা যদি চুলার কাছে না যাই, তাহলে রান্নাবান্না খাওয়া দাওয়া সবকিছু একেবারে বন্ধ হয়ে যাবে। তাই এই কাজ গুলো সম্পন্ন করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
TEAM 7
Congratulations! Your comment has been upvoted through steemcurator09.Your post has been successfully curated by our team via @steemdoctor1 at 35%.
Thank you for your committed efforts, we urge you to do more and keep posting high-quality content for a chance to earn valuable upvotes from our team of curators and why not be selected for an additional upvote later this week in our top selection.
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট দেয়ার জন্য।
আমার আপনার সবচেয়ে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হল আপনার অনেক ভোরে উঠি সকাল বেলা হাটাচি করা। এটা আমিও পড়ি প্রতিদিন হাঁটাহাঁটি করলে আমার কাছে মনে হয় শরীরটা খুবই আরাম লাগে।
ঠিক বলেছেন আপনি বাইরে যে পরিমাণের গরম গোসল করার প্রয়োজন পড়ে না ঘামে গোসল হয়ে যায়।
আলহামদুলিল্লাহ আপনি গরমের মধ্যে সকল কাজ সম্পন্ন করেছেন সেজন্য ধন্যবাদ, আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন
শুধু পড়লে হবে না অবশ্যই কাজ করে দেখা হবে। চেষ্টা করবেন সকালবেলা হাঁটাহাঁটি করার জন্য, এতে করে আমাদের শরীর মন দুইটাই ভালো থাকে। কি আর করব নারী যখন হয়ে পৃথিবীতে এসেছি। তখন ঘরের সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে হবে এটাই হচ্ছে আমাদের প্রতিদিনকার কাজ। চেষ্টা করেছি বাকিটা আল্লাহতালা সাহায্য করেছেন। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
হ্যাঁ আপু এখন অফিসে যাওয়ার আগে পাঁচ দশ মিনিট সকালবেলা হেঁটে তারপর অফিসে যাই এভাবে আমার শরীর এবং মন দুটোই ভালো থাকে। ঠিক বলেছেন নারীদের যত কষ্টই হোক না কেন সংসারের কাজ নিয়মিত এগুলো করতেই হবে আমরা যারা চাকরি করি তাদের তো একদিন অথবা দুই দিন বা ছুটি নেওয়ার অপশন থাকে কিন্তু নারীরা যখন সংসারে কাজ করে তাদের ছুটি নেওয়ার কোনো অপশনে থাকে না। এবং তারা বিনা বেতনে কাজ করেই থাকে সংসারে।
এজন্যই নারীদেরকে আমি সম্মান ও শ্রদ্ধা করি,
এত সুন্দর একটি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য
আপনার লেখা ডাইরি গেমটা আমার সত্যিই খুব ভালো লাগে। ডাইরির গেমের প্রথমেই পাই আপনি সকালবেলায় উঠে হাঁটাহাঁটি করেন। সকাল বেলায় উঠে হাঁটাহাঁটি করা শরীরের পক্ষে সত্যিই খুব উপকারী। উপকারী জেনে ও আমি কোনদিন করিনা। এরজন্য শ্বাশুড়ি খুব বকা দেয়। সারাদিন কাজকর্ম করতে করতে সত্যিই শরীর অনেক ক্লান্ত হয়ে পড়ে। কালকেই আপনাদের ঈদ। আমার তরফ থেকে ঈদের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। ঈদ খুব ভালোভাবে কাটান। ভালো থাকুন সুস্থ থাকুন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ঈদের শুভেচ্ছা আমাকে দেয়ার জন্য। আপনাকেও ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। চেষ্টা করছি সবকিছু সঠিকভাবে সম্পন্ন করার জন্য, বাকিটা আল্লাহতালার ইচ্ছা। ইনশাল্লাহ অবশ্যই খুব তাড়াতাড়ি পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পরে বাইরে থেকে হেটে এসে মুড়িমাখা দিয়ে নাস্তা করে নিয়েছেন। এরপর দুপুর এর রান্না করেছেন।আসলেই প্রচুর পরিমানে গরম পরেছে যার কারনে রান্না করতে গেলে আরো বিরক্ত লাগে
বাচচাদের স্কুল বন্ধ হলে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে।আমার ছেলেদেরও একই অবস্থা
ভালো লাগলো আপনার দিনলিপি পড়ে। ভালো থাকবেন সবসময়।
গরমের কথা আর বলবেন না আকাশে মেঘের ছায়া, মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি হবে। কিন্তু সেই ইচ্ছাটা একেবারেই অপূর্ণ, জানি না সৃষ্টিকর্তা কবে আবার একটু বৃষ্টি দেবে, তার অপেক্ষা। একদমই ঠিক বলেছেন বাচ্চাদের স্কুল মাদ্রাসা বন্ধ হলে পড়ালেখার প্রতি তাদের অনিহা চলে আসে। যার কারণে তারা আর পড়ালেখা করতে চায় না। অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
আসলেই বর্তমানে প্রচন্ড গরমে কিছুই ভালো লাগতেছে না।আপনি মুড়ি মাখিয়েছিলেন।আর সবাই মিলে সেটা খেয়েছিলেন।এর পর কারেন্ট আসলো।কারেন্ট আসার পর কিছু কমেন্ট করে নিয়েছিলেন।আর হ্যাঁ, আসলেই আমাদের কমেন্ট সংখ্যা অনেক কমে যাচ্ছে।আপনার ছেলেকে দিয়ে চিপস এনেছিলেন এবং সবাই মিলে খেয়েছিলেন।আসলে চিপস আমারো অনেক পছন্দের খাবার।😊
গরমের মধ্যে কারেন্টের লোডশেডিং এত পরিমানে বৃদ্ধি পেয়েছে। যে কোন মানুষ একেবারেই হতাশ। আসলে দিন দিন এংগেজমেন্ট অনেকটাই কমে গেছে। এনগেজমেন্ট যদি না থাকে তাহলে একটা জায়গায় কাজ করে তেমন একটা মজা পাওয়া যায় না। আর সেখানে মূল্যায়ন ও থাকে না। তাই আমার কাছে মনে হয় নিজের মূল্যটা ধরে রাখার জন্য, এনগেজমেন্ট বৃদ্ধি করা একেবারেই প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
এত পরিমাণে ভ্যাপসা গরম পড়ছে যে কাজ করলে গিয়ে ঘেমে নেয়ে একাকার হতে হয়। রোদের তেজ কম কিন্তু কেন যেন গরমটা বেশি। আপনার মত কম বেশি সবারই এখন কাজের খুব ব্যস্ততা। কোরবানির প্রস্তুতি সাথে সংসারিক কাজ সবমিলিয়ে মহিলাদের জন্য খুবই চাপের সময় এটি।
তারপরও ঈদের আনন্দে সবকিছুই কেমন যেন সুন্দর লাগে। ঈদ আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ এই কামনাই করছি।
প্রথমেই আপনাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমিও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি ঈদের আনন্দ আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের মাঝে, অনাবিল সুখ সমৃদ্ধির বয়ে নিয়ে আসুক। সামনে ঈদ নিজের পরিবারের কাজকর্ম সামলে নিয়ে, তারপর ঈদের প্রস্তুতি গ্রহণ করা ও আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। তবে সবকিছুই ভালো লাগে কিন্তু একটু খারাপ লাগে ,অতিরিক্ত গরমের কারণে। যাই হোক অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।
এমনিতে বাইরে প্রচন্ড গরম আর এই সময় রান্না করতে হয়ত সবারই বিরক্ত লাগে। ঈদে অনেক ধরনের মসলা লাগে এজন্য সেগুলো রোদে দিয়ে প্রস্তুত করছিলেন আজ।
আপনার এখানে কারেন্ট এর তো বেশ ঝামেলা হয়, আমার এখানে লোডশেডিং হয় তবে খুব কম, আর যখন হয় তখন খুব বেশি বিরক্তিকর লাগে। আপনার বড় ছেলে দোকান থেকে চিপস এনেছিলো এবং সবাই মিলে সেগুলো খেয়েছিলেন। ঈদের শুভেচ্ছা জানাই আপনাকে। ভালো থাকবেন।
ঈদ মানেই আমাদের সবকিছু নিয়ে অন্যরকম একটা আনন্দ। আর এই সময় অনেক বেশি ব্যস্ততার মধ্যে থাকতে হয়। বিশেষ করে গত কয়েকদিন আমি এত পরিমানে ব্যস্ত ছিলাম, যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখনো ব্যস্ত রয়েছি। তবে সামান্য পরিমাণে। একদমই ঠিক বলেছেন এমনিতেই অনেক গরম তার মধ্যে যদি রান্না করতে হয়, তাহলে তো অবস্থা আরো বেশি খারাপ। অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।