Better Life With Steem || The Diary game || 07 August 2024||

in Incredible India4 months ago
Picsart_24-08-08_08-19-42-311.jpg

আলহামদুলিল্লাহ সকালবেলা আযানের শব্দে ঘুম ভেঙে গেল। উঠে নামাজ পড়ে নিলাম এরপর বাহিরে হাঁটাহাঁটি করার জন্য বের হলাম। বাহিরে এখনো পর্যাপ্ত পরিমাণে অন্ধকার, স্পষ্টভাবে তেমন কিছুই দেখা যাচ্ছে না। তাই ভাবলাম ঘরে চলে আসি। ঘরে এসে কিছুক্ষণ শুয়ে পড়লাম। শরীরটা তেমন একটা ভালো নেই জ্বর সর্দি লেগেই আছে। এই কয়েকদিন বৃষ্টি থাকার কারণে এমন অবস্থা হয়েছে।

IMG_20240708_081828_459.jpg
IMG_20240708_081828_590.jpg

শুয়ে থাকার পরেও ঘুম আসছিল না। তারপর উঠে গেলাম বাহিরে গিয়ে হাঁটাহাঁটি করলাম আকাশের অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালই দেখা যাচ্ছে। আশা করছি আজকের দিনটা অনেকটা ভালো কাটবে। কেননা বৃষ্টির কারণে চারপাশের অবস্থা একেবারেই নাজেহাল। কিন্তু কিছুই করার নাই, বর্তমান সময়ের বর্ষাকাল চলছে সবকিছু মেনে নিতেই হবে।

IMG_20240708_081827_866.jpg

সকালের নাস্তা হিসেবে ঝাল মুড়ি মাখা তৈরি করেছিলাম। সবাই মিলে খুব মজা করে খেয়েছি, সর্দির কারণে আমার কাছেও বেশ ভালো লেগেছে। সরিষার তেল দেয়ার কারণে আমার মনে হল সর্দিটা কিছুটা কমে গিয়েছিল। তবে পরবর্তীতে মনে হয়েছিল আবারও অনেকখানি বেড়ে গিয়েছে।

এরপর ছেলেকে মাদ্রাসায় পাঠিয়ে দিলাম। আমি রান্না বান্না করার জন্য সবকিছু রেডি করে নিলাম। মাত্র রান্নাঘরে গিয়ে বসলাম হঠাৎ করেই অনেক জোরে বৃষ্টি শুরু হল, যেটা কল্পনার অতীত। আকাশ এতো সুন্দর ছিল বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনাই ছিল না। তারপর মনে মনে চিন্তা করলাম এখন বর্ষাকাল যখন তখন বৃষ্টি আসবে এটাই স্বাভাবিক। এদিকে বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে আমি বসে বসে রান্নার কাজ সম্পূর্ণ করলাম। আবার রান্না ও শেষ হলো বৃষ্টিও থেমে গেল। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করলাম। যদি বৃষ্টি থাকতো তাহলে আমাকে এখন ভিজে ভিজে ঘরের মধ্যে সমস্ত জিনিস নিয়ে যেতে হতো।

IMG_20240708_081827_748.jpg
IMG_20240708_081828_521.jpg

এরপর এক এক করে সমস্ত জিনিস ঘরে নিয়ে গেলাম। আমি শরীর মুছে নিয়েছিলাম কারণ জ্বরের কারণে অবস্থা একেবারে খারাপ। এখন যদি গোসল করি তাহলে আরো বেশি খারাপ হয়ে যাবে। তারপর জোহরের নামাজ পড়ে নিলাম খাবার না খেয়ে শুয়ে পড়েছিলাম। কিন্তু একটু পরে শরীর কাঁপা শুরু হয়ে গেল। তাই উঠে গিয়ে অল্প পরিমাণে ভাত খেয়ে নিলাম এরপর ওষুধ খেয়ে নিলাম।

IMG_20240708_081827_910.jpg

ওষুধ খাওয়ার পর অনলাইনে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর কিছুক্ষণ শুয়ে পড়লাম কিন্তু ঘুম আসছে না। অতিরিক্ত কাশি হচ্ছিল তাই উঠে পড়লাম কিছুক্ষণ বসে ঘরের আরও যাবতীয় কাজ ছিল সেগুলো সম্পন্ন করে নিলাম। একটু পরেই আসরের আযান দিল তারপর গিয়ে নামাজ পড়ে নিলাম।

IMG_20240708_081828_043.jpg
IMG_20240708_081827_718.jpg

বিকেলবেলা ঝাল চিপস এবং সামান্য পরিমাণে শরবত খেয়ে নিলাম। একটু পরেই মাগরিবের আজান দিল নামাজ পড়ে ছেলেদেরকে নিয়ে পড়তে বসলাম।আগামীকাল ছেলের পরীক্ষা তাই ওর পড়া সম্পন্ন করা হলে, আমি ওকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম।

IMG_20240708_081828_131.jpg

কেননা সকালবেলা খুব তাড়াতাড়ি উঠতে হবে। আর এভাবেই আমার জীবন থেকে আরও একটা দিন অতিবাহিত করলাম। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 4 months ago 

আপু প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই আপনার একটি দিনের কার্যক্রম খুব ভালোভাবেই আমাদের কাছে উপস্থাপনা করার জন্য।

আপনার আজকের দিনলিপির যতগুলো ছবি ব্যবহার করছেন আমার কাছে সবচাইতে ভালো লাগছে নীল আকাশের ওই সৌন্দর্য।

আপু আপনার পরবর্তী দিনলিপি পড়ার অপেক্ষায় রইলাম ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.24
JST 0.038
BTC 94692.02
ETH 3236.92
USDT 1.00
SBD 3.29