Better Life With Steem || The Diary game || 06 June 2024 || ( পরিবারের সবাই মিলে কাটানো সুন্দর মূহুর্ত )

in Incredible Indialast month
Picsart_24-06-07_19-52-38-187.jpg

আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠেই নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম। তবে দুর্ভাগ্যবশত আজকে ফুল তুলতে পারিনি। কারণ গতকাল রাতেই আমাদের একটা ডিসিশন নেওয়া হয়েছিল। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাঁটাহাঁটি করার পর, সামান্য নাস্তা করে আমাদেরকে বের হতে হবে বাজারে যাওয়ার উদ্দেশ্যে।

বেশ কিছু কেনাকাটা এখনো বাকি রয়ে গেছে। এখন হয়তোবা অনেকেই বলতে পারেন কিসের কেনাকাটা বাকি আছে। আসলে আপনাদেরকে বলা হয়নি। আমার চাচাতো ভাইয়ের বিয়ে, তো তার বিয়ের বেশ কিছু কেনাকাটা এখনো বাকি। যেহেতু আজকে গায়ে হলুদ। তাই বাকি জিনিসপত্র কিনতে হবে বাজারে গিয়ে। তাই আমি আমার চাচাতো বোন ভাই সবাই মিলে চলে গেলাম বাজারে।

IMG_20240606_194900_869.jpg
IMG_20240606_194901_236.jpg

ভাবির জন্য লেহেঙ্গার ড্রেস কেনা হয়নি। সেজন্য আমাদেরকে যেতে হয়েছিল মাইজদী। ওখানে গিয়ে আমরা মোটামুটি ভালো একটা ড্রেস পছন্দ করেছি। যেটা আমার কাছেও বেশ ভালো লেগেছে। আসলে এই গরমে আর তাড়াতাড়ি কারণে, তেমন কোন ছবি তোলা হয়নি সেজন্য আন্তরিকভাবে দুঃখিত।

ওখান থেকে বাড়ি ফিরতে আমাদের প্রায় দুপুর ২ টা বেজে গেল। আসার সময় আমরা আইসক্রিম নিয়ে এসেছিলাম। বাড়িতে এসে সবাই মিলে মজা করে আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। এরপর দুপুরের খাবার খেয়ে আরো কিছু কাজ বাকি ছিল, সেগুলো সম্পূর্ণ করতেই কখন যে বিকেল হয়ে গেলে, বুঝতেও পারলাম না।

IMG_20240606_194900_943.jpg
IMG_20240606_194901_106.jpg
IMG_20240606_194900_595.jpg

তবে আলহামদুলিল্লাহ সব কাজ সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে। সেজন্য শুকরিয়া আদায় করি সৃষ্টিকর্তার কাছে। সন্ধ্যার পরে কাজের চাপটা আরেকটু বেড়ে গেল। কেননা ঘরে মেহমান অনেক সবার জন্য রান্না বান্না করতে হবে। এইসব বিষয়ে মা এবং কাকী কে একটু সাহায্য করতে হবে। কেননা উনাদের দ্বারা তো আর সব কাজ করা সম্ভব হবে না, এমনিতেই ঘরে প্রচুর পরিমাণে কাজ।

ডেকোরেশন এর লোকদেরকে স্টেজ একভাবে সাজাতে বললাম। তারা অন্যভাবে সাজিয়ে বসে আছে। যার কারণে এত পরিমাণে খারাপ লেগেছিল কি আর বলবো। সবকিছু ঠিক করে আবার নতুন করে সাজাতে গিয়ে আরো বেশি পরিমাণে খাটুনি আমাদেরকে করতে হয়েছে। যাই হোক সবকিছু শেষমেষ ঠিক হলো, তারপরে ঘরে নিয়ে গিয়ে ঘরের যে যাবতীয় কাজ ছিল সেগুলো সম্পন্ন করলাম।

IMG_20240606_195127_731.jpg
IMG_20240606_195128_068.jpg

যাইহোক অনুষ্ঠান শুরু হতে আমাদের প্রায় রাত এগারোটা বেজে গেল। সবকিছু রেডি করতে একটু সময় লেগেছিল। তাই একটু লেট হয়ে গেল। তবে আলহামদুলিল্লাহ দুই ঘন্টার মধ্যে আমরা আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করলাম। একটু পরেই হালকা বাতাস পেয়েছিলাম। গরমের মধ্যে বাতাসটা এত পরিমাণে ভালো লেগেছে কি আর বলবো।

IMG_20240606_195131_543.jpg

রাতে সবার জন্য খিচুড়ি রান্না করা হয়েছে, তার সাথে গরুর মাংস। রাতে সবাই মিলে অনেক গল্প এবং মজা করে খিচুড়ি এবং গরুর মাংস দিয়ে রাতের খাবার শেষ করলাম। এরপরে আরো কিছুক্ষণ গল্প করলাম। তারপরে রাত তিনটের সময় সবাই মিলে ঘুমিয়ে পড়লাম। অনেকটা আনন্দের সাথে সবাই সুন্দর একটা দিন পার করেছিলাম। সেজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

TEAM 7

Congratulations! Your post has been upvoted through steemcurator09.

Curated by : @sduttaskitchen
 last month 

আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

Loading...
 last month 

আপনার চাচাতো ভাইয়ের বিয়ে আপনার এখনো কেনাকাটা শেষ করে উঠতে পারেন। বিয়ে মানে তো অনেক কিছু কেনাকাটা ।কেনাকাটার শেষ হয় না। আপনার উপর দেখছি অনেক দায়িত্ব ।সব দেখি আপনি সামলাচ্ছেন। সবাই মিলে অনেক মজা করেছেন ।অনেক খাওয়া-দাওয়া করেছেন। আপনাদের ডেকোরেশন টা খুব সুন্দর হয়েছিল। এত সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

আসলে দায়িত্ব সবচাইতে বেশি নিয়েছে যার বিয়ে সে, কারণ কাকা বাড়িতে না থাকার কারণে তাকে সবকিছু করতে হয়েছে। তবে আমি এবং আমরা সবাই মিলে তাকে একটু সাহায্য করেছি। কারণ বউয়ের জন্য জিনিসপত্র সে একা কিনতে পারবে না এবং সে বুঝবে ও না। সেজন্য আমরা বোনেরা মিলে তাকে সাহায্য করার পাশাপাশি, ভাবির জন্য সমস্ত জিনিস কিনে নিয়ে এসেছি। আমাদের ডেকোরেশন আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 last month 

সকালে উঠেই নামাজ পড়েছেন,, আপনার চাচাতো ভাইয়ের বিয়ের জন্য কিছু জিনিসপত্র কেনা হয়নি।তাই আপনারা কেনাকাটা করতে গেছিলেন।আপনার তোলা প্রতিটি ছবি অনেক সুন্দর হয়েচে।বিশেষ করে গায়ে হলুদের সময়ের ছবিগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে।

 last month 

আসলেই অনেক জিনিস বাকি ছিল, সেগুলো কিন্তু অনেকটা সময় লেগে গেল। তবে সত্যি কথা বলতে ওরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলেছে। যার কারণে আমাদেরকে ছবি তুলতে দেয়নি। আমি শুধুমাত্র এখানে ব্যবহার করার জন্য দুইটা ছবি তুলে নিয়েছি, পরবর্তীতে ইনশাল্লাহ আরো বেশি ছবি আপনাদের সাথে শেয়ার করতে পারব। যখন ছবিগুলো আমাদের কাছে আসবে। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 last month 

আপনার পোস্টের শুরুতেই পড়লাম আপনার চাচাতো ভাইয়ের বিয়ে। আসলে বিয়ে বাড়িতে কাজের কোন শেষ থাকে না। যাইহোক ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে সকালে নাস্তা খেয়ে কেনাকাটা করার জন্য বাজারে গিয়েছেন। বিয়ে মানেই যেমন আনন্দ, সেরকম শুধু কাজ আর কাজ। আপনার চাচাতো ভাইয়ের হলুদের স্টেজটা দেখতে খুব সুন্দর হয়েছে। পরিবারের নিজের মধ্যে কারো বিয়ে হলে নিজের উপর অনেকটা কাজের চাপ থাকে।
এত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 last month 

বিয়ে মানে আনন্দ আর বিয়ে মানেই ব্যস্ততা তবে আলহামদুলিল্লাহ। সবার সাথে খুব সুন্দর মুহূর্ত পার করেছি সেই সাথে সঠিকভাবে প্রত্যেকটা অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। আর একটু কাজটা অবশ্যই করতে হবে। পরিবারের সদস্য যখন হয়েছি, তখন সবার সাথে সাহায্য সহযোগিতার হাত অবশ্যই বাড়িয়ে দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last month 

চাচাতো ভাই এর বিয়ের শপিং করতে মাইজদী গিয়েছিলেন।নতুন বউ এর লেহেঙ্গা কিনেছেন, সাথে গরম ফ্রি। 🤣
তবে এই গরম আইসক্রিম খেয়ে ভালো করেছেন। আমারতো দেখেই লোভ লাগছে।
স্টেজ যেভাবে সাজাতে বলেছিলেন সেভাবে সাজাতে পাবে নাই। তাই পরে আবার ঠিক করেছেন।
তবে শেষ ভালো যার, তার সব ভালো।
তাই হলুদের অনুষ্ঠান ভালো ভাবে শেষ হয়েছে এটাই আসল কথা। ভালো লাগলো হলুদের অনুষ্ঠান নিয়ে আপনার দিনলিপি পড়ে।
ভালো থাকবেন সবসময়।

 last month 

আসলে প্রথমত আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম শাড়ি কিনব। কিন্তু এই গরমের মধ্যে নতুন বউ শাড়ি পড়ে তার অবস্থা কতখানি খারাপ হবে। সেটা আমরা নিজেরাও একটু অনুধাবন করলাম। তাই লেহেঙ্গা কেনার চিন্তাভাবনা করেছিলাম। আর আমাদের চাটখিল বাজারে ভালো মানের লেহেঙ্গা আমাদের চোখে পড়েনি। তাই মাইজদী শহরে চলে গিয়েছিলাম। স্টেজ সাজাতে বলেছিলাম একভাবে সাজিয়েছে অন্যভাবে, তাই মেজাজ খুব খারাপ হয়ে গিয়েছিল। একদমই ঠিক বলেছেন শেষ ভালো যার সব ভালো তার, পরবর্তীতে আলহামদুলিল্লাহ সবকিছু খুব সুন্দর ভাবেই সম্পন্ন হয়েছে। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last month 

আপু বিয়ে বাড়িতে মজা হবে না তা কি করে হয়। আপনারা নিশ্চই অনেক মজা করেছেন। যেহেতু আপনার চাচাতো ভাইয়ের বিয়ে সেহেতু আপনাকে একটু বাড়তি দায়িত্ব নিতে হয়েছিলো। তাই সকাল সকাল উঠে নাস্তা খেয়ে মার্কেটের উদ্দেশ্যে বেরিয়ে পরেছিলেন। উদ্দেশ্য ছিলো বেশ কিছু কেনাকাটা সাথে আপনার নবাগত ভাবির ল্যহেঙ্গা কেনা। বিয়েতে মেয়েদের ল্যাহেঙ্গায় অনেক সুন্দর লাগে। নিশ্চই আপনি আপনার পছন্দমতন ল্যাহেঙ্গা ক্রয় করতে পেরেছিলেন।

যাইহোক এরপর বাড়িতে এসে আপনাকে আরো অনেক দায়িত্ব নিতে হয়েছিলো। রান্নার পাশাপাশি ডেকোরেশনের লোকদের সামলানোর দায়িত্ব আপনি নিয়েছিলেন। কিন্তু স্টেজ আপনার মনমত হয়নি তবুও আপনি মেনে নিয়েছিলেন। গায়ে হলুদে অনেক মজা করেছিলেন। রাতে সবাই মিলে মজা করে খিচুড়ি খেয়েছিলেন। সব মিলিয়ে দারুনভাবে দিনটি উপভোগ করেছিলেন। ভালো থাকবেন আপু। শুভ কামনা রইলো।

 last month 

আসলে এই কাজগুলো সাধারণত পুরুষ মানুষ করে থাকে। তবে চাচাতো ভাই যেহেতু একা বাড়িতে তাই কিছু কাজে আমরা নিজেরাও তাকে সাহায্য করেছিলাম। আসলে বর্তমান সময়ে এই ডেকোরেশন এর লোকদের কথা কি বলব। একভাবে কাজ করতে বললে আরেক ভাবে করে। যার কারণে আরো বেশি খারাপ লাগে। তবে আলহামদুলিল্লাহ সঠিক ভাবে সবকিছু সামলে নিতে পেরেছি এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য ভালো থাকবেন।

 last month 

চাচাতো ভাইয়ের বিয়ে কি আনন্দ আকাশে বাতাসে 🤣🤣 যাক চাচাতো ভাইয়ের বিয়ের উদ্দেশ্যে অনেক কেনাকাটা করতে হচ্ছে সেজন্য বেশ ব্যস্ততার মধ্যেই রয়েছে।। বিয়ে মানেই পরিকল্পনা বিয়ে মানে নতুন নতুন জামা।। গায়ে হলুদে বেশ আনন্দ করে থাকো সেটা আমি দেখেছি ছেলেদের তুলনায়।। ভালো লাগলো পোস্টটি পড়ে আর বিয়েটাও খুব আনন্দের সাথে শেষ করবেন দোয়া রইল।

 last month 

বিয়ে মানে আনন্দ বিয়ে মানেই খুশি আর বিয়ে মানেই চিরস্থায়ীভাবে, দুটো মানুষের জীবন একসাথে হওয়া। আর এক্ষেত্রে আমরা অনেক বেশি আনন্দ করেছিলাম। তবে কেনাকাটার ক্ষেত্রে আমাদের অনেক বেশি লেট হয়ে গেছিল। যার কারণে আগের দিন কেনাকাটা করতে হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। ভালো থাকবেন।

 last month 

একদম আপন বিয়ে মানে দুটি মানুষের চিরস্থায়ীভাবে একত্রিত থাকা।। আর বিয়েতে কেনাকাটা একটু আগে করাই ভালো।।‌ আর বিয়েতে আনন্দ হবে না তা তো হয় না প্রতিটি বিয়েতেই আনন্দ হয় কম আর বেশি।।

 last month 

বিয়ের মাধ্যমে দুইটা পরিবার যেমন একসাথে হয়। ঠিক তেমনি দুইটা মানুষ সারা জীবনের জন্য নিজেদের একটা বন্ধন তৈরি করে। প্রথম অবস্থায় সে বন্ধন যেরকম থাকে, সেই বন্ধন যদি সারাটা জীবন এক রকম থাকতো, তাহলে হয়তোবা পৃথিবীতে ভালোবাসাটাই টিকে থাকতো।

 last month 

আপনি একদম সঠিক বলেছেন অনেক সময় দেখা যায় বিয়ের পর দুটি মানুষ প্রথম অবস্থায় অনেক আনন্দে সংসার করে থাকে।। আর একটা সময় পরশ দেখা যায় তাদের অনেক সমস্যায় দেখা দিচ্ছে যার ফলে অনেকেই বিচ্ছেদ করে থাকে।। দোয়া রইল আপনার ভাই ভাবীর জন্য সারা জীবন সারা জীবন একই রকম ভাবে কাটাতে পারে।।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.030
BTC 65858.36
ETH 3493.88
USDT 1.00
SBD 2.53