Better Life With Steem || The Diary game || 05 May 2024||

in Incredible Indialast month
Picsart_24-05-08_16-28-26-731.jpg

আলহামদুলিল্লাহ নতুন একটা সকালের জন্য, প্রথমত সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে দিনটা শুরু করেছিলাম। আজকে আমাকে প্রথম যে কাজটা করতে হবে, সকাল সকাল সমস্ত ধান ছাদের উপর নিয়ে যেতে হবে। রোদ উঠলে সাথে সাথে ধান ছাদে মেলে দিতে হবে। তাই দেরি না করেই খুব ভোরে ঘুম থেকে উঠেছিলাম, এবং এক এক করে ধান ছাদে নিয়ে গেলাম।

IMG_20240505_162729_311.jpg

সমস্ত ধান ছাদে রেখে আসার পর নিচে এসে দেখলাম, আমার শাশুড়ি আমাদের জন্য নুডুলস এবং চা তৈরি করেছে। এরপর সবাই মিলে সকালের নাস্তা করে, ছেলেকে প্রাইভেটে পাঠিয়ে দিলাম। এরপর ছোট ছেলেকে নাস্তা খাইয়ে ঔষধ খাইয়ে, বলেছিলাম শুয়ে থাকার জন্য। ওর শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। কোন কিছুই খেতে চায় না, অনেকটা জোর করে খাওয়ানো হয়েছিল।

IMG_20240505_162729_913.jpg
IMG_20240505_162730_269.jpg

এরপর আমি যেটা করেছি রান্নাবান্না করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। কেননা সিদ্ধ ধান একবার রোদে দেয়া হয়ে গেলে, ওখান থেকে নেমে এসে রান্না করাটা অনেকটা ঝামেলার হয়ে যাবে। তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে, রোদ উঠে যাওয়ার পর আমি সমস্ত ধান ছাদে মেলে দিলাম।

দুই ঘন্টা ঠিকঠাক মতো রোদ ছিল, কিন্তু তারপরেই মেঘের আনাগোনা। বৃষ্টি হবে এটা আবহাওয়া বার্তা থেকে শুনে নিয়েছিলাম, কিন্তু সিদ্ধ ধান যেহেতু রোদে শুকাতে হবে, তাই অনেকটা কষ্ট করে হলেও ছাদে দিয়েছিলাম, তবে আলহামদুলিল্লাহ ধান নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে গেছে।

IMG_20240505_162729_500.jpg

একটু পরপর মেঘের আনাগোনা তারপর আবার একটু রোদ, অনেকটা ভয়ে ভয়ে ধান মেলে দিই আবার গুছিয়ে রাখি, যদি বৃষ্টি পড়ে। এভাবেই দুপুর হয়ে গেল, এরপর আমি প্রথমে নিচে নেমে এসে ছেলেকে শরীর মুছে দিলাম এবং দুপুরের খাবার অনেকটা জোর করে খাওয়ালাম, আবার ওষুধ খাওয়ালাম। এরপর নামাজ পড়ে আমি ছাদে চলে গেলাম, আসলে নিজের শরীরের অসুস্থতার কারণে খাবার খেতে খুব একটা ইচ্ছে করছে না।

শাশুড়িকে নিচে পাঠিয়ে দিলাম, আমি ধান আবারও মেলতে লাগলাম কিন্তু আকাশে এখনো প্রচুর পরিমাণে বৃষ্টি, কখন আসবে তার কোন নিশ্চয়তা নেই। ঠিক এভাবেই বিকাল ৪ টা পর্যন্ত অপেক্ষা করলাম। একটু বৃষ্টি আর একটু রোদের মাঝে ধান মোটামুটি একটা পর্যায়ে চলে এসেছে, এখন আর নষ্ট হবে না। তাই এক এক করে বস্তায় ভরে সিঁড়ির রুমে রেখে দিলাম।

IMG_20240505_162729_577.jpg

ধানের কাজ শেষ করে ছাদ থেকে নামতে আমার প্রায় পাঁচটা বেজে গেল। এরপর গোসল করে তাড়াতাড়ি করে নামাজ পড়ে নিলাম, প্রচণ্ড খিদে পেয়েছে কিন্তু কিছুই খেতে ইচ্ছে করছে না। তাই ছেলেকে দিয়ে দোকান থেকে ছয়টা ঝাল চিপস নিয়েছিলাম, খেতে বেশ ভালই লাগছিল। কিন্তু অতিরিক্ত ঝাল হওয়ার কারণে অতিরিক্ত পানি খেতে হয়েছিল।

IMG_20240505_162729_336.jpg

সন্ধ্যার পর ছেলেকে নিয়ে একটু পড়তে বসালাম, এর মাঝে আমি কিছু পোস্ট ভেরিফাই করে নিলাম, এরপর ওদেরকে রাতের খাবার খাইয়ে দিলাম, আমি আমার পোস্ট ভেরিফিকেশন করা আবারও শুরু করলাম। অনেকটা ব্যস্ততার মাঝেই আমার দিনটা পার হয়ে গেল। সবার সুস্থতা কামনা করে, আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 last month 

যাদের বাড়িতে ধান আছে তাদের বছরের এই সময়টা খুবই ব্যস্ততার সাথে কাটছে। ধান শুকানোর সময় এই বৃষ্টি আসার ভয়টা থেকেই যায়। সময়মতো ধান গুলো একপাশে করতে না পারলে ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার শাশুড়ীর তৈরী নুডুলস দেখে আমারও খিদে পেয়ে গেল। অনেক ব্যস্ততার মাঝে দিন পার করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 last month 

এখন ধান কাটার সিজন। ধান সিদ্ধ করে রোদে শুকিয়ে বস্তায় ভরা কষ্টকর কাজ। আপনি বেশ কিছুদিন থেকে এ কাজগুলো করে যাচ্ছেন। এদিকে আপনার শরীর ও তেমন ভালো নয়। কিন্তু সংসারের কাজ ও যাবতীয় দায়িত্ব কোন কিছুকেই তো আর অবহেলা করা যায় না।

তবে এতকিছুর মধ্যে নিয়ম করে খাবারটা খেয়ে নেবেন। আপনি অসুস্থ হয়ে পড়লে আপনার দায়িত্ব গুলো তো আর পালন করার কেউ নেই। এটাও বুঝতে হবে।

আপনার ছোট ছেলেটি প্রায়ই অসুস্থ থাকে। ওকে নিয়ে আপনার পেরেশানি কম নয়। সব মিলিয়ে কঠোর পরিশ্রমের একটি দিন কাটালেন আপনি।

TEAM 1

Congratulations! This post has been upvoted through steemcurator04. We support quality posts, good comments anywhere, and any tags.
Curated by : @jyoti-thelight



Steem/SBD doller sell korle inbox. 01700817832 ডলার বিক্রি করলে যোগাযোগ করেন ধন্যবাদ.💖
Whatapp 01700817832

 last month (edited)

খুব সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে ধান মেলে দিয়েছেন। আমাদের এদিকে বেশিরভাগই বাড়ির উঠানে ধান শুকানো হয়। কিন্তু আপনাদের বাড়িতে ছাদ থাকার কারণে ছাদেই ধান শুকান।
সকালবেলা ধান মেলানোর পর ঘরে এসে দেখতে পেলেন আপনার শাশুড়ি নুডুলস এবং চা বানিয়েছে। পরে সবাই মিলে নাস্তা থেকে আপনার ছেলেকে প্রাইভেটে পাঠিয়েছেন।
আপনার ছোট ছেলের জন্য দোয়া রইল সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে।

 last month 

উঠানে ধান শুকানো সম্ভব কিন্তু অনেক বেশি দেরি হয়। যার কারণেই আমি ছাদের উপর ধান দিয়েছি, যাতে করে তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ হয়। সবাই মিলে নাস্তা খেতে বেশ ভালোই লাগে। ধন্যবাদ ছোট ছেলের জন্য দোয়া করার জন্য। ভালো থাকবেন।

Hello dear friend, You have written a very good diary game. I liked Maggi the most. Maggi is a favourite of all of us and your Maggi looks very spicy and tasty. I hope that you will also tell us its recipe in the future so we can try and enjoy. Thank you.

 last month 

প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করার জন্য। আপনি ম্যাগি নুডুলস খেতে অনেক বেশি পছন্দ করেন। অবশ্যই ভবিষ্যতে আমি এর রেসিপি দেয়ার চেষ্টা করব, এবং আপনি চেষ্টা করবেন রান্না করে খাওয়ার জন্য। খেতে অনেক ভালো লাগবে। ভালো থাকবেন।

 last month 

আমার মাও আপনার মতো ধান নেড়ে দেয় এবং বার বার উল্টে পাল্টে দেয় যাতে করে তাড়াতাড়ি শুখিয়ে যায়। নুডুলস তো আমার অনেক প্রিয় সেটা বিগত অনেক কমেন্টে বলেছি । সারাদিনই সংসারের কাজের পিছনে দিয়েছেন এবং তার পাশাপাশি কমিউনিটিতে নিজের দায়িত্ব পালন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 last month 

ধান ওলটপালট করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এতে করে আমাদের জন্যই ভালো হয়। নুডুলস আসলে কম বেশি ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আমার ছোট ছেলে তো সস দিয়ে খেতে বেশ ভালোবাসে। ধন্যবাদ মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.19
TRX 0.12
JST 0.027
BTC 64951.20
ETH 3557.52
USDT 1.00
SBD 2.35