Better Life With Steem || The Diary game || 04 October 2024 ||
আলহামদুলিল্লাহ নতুন একটা সকালের দেখা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিলাম। তবে বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, যার কারণে বাহিরে বের হওয়াটা একেবারেই অসম্ভব। আমি সকালের জন্য চিড়া দিয়ে নারিকেল মাখা তৈরি করেছিলাম। তারপর দুই ছেলেকে চিড়া খাইয়ে দিয়ে, আমি বাজার করার জন্য বের হলাম। তখন মোটামুটি বৃষ্টি একটু কম ছিল।
বাজারে গিয়ে একটা মুরগি আলু মুলা নিয়ে নিলাম। তারপর হেঁটে হেঁটে আবার বাসায় চলে আসলাম। আসলে সকালবেলা হাঁটাহাঁটি করতে বেশ ভালই লাগে, রাস্তায় একেবারেই ফাঁকা ছিল, যার কারণে আরো বেশি ভালো লেগেছিল। বাসায় এসে সবকিছু কাটাকাটি করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপর রান্নার জন্য সবকিছু রেডি করে নিলাম।
এরপর বাসা থেকে বের হয়ে দেখলাম প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাই আর কিছু না করে চুপচাপ বাসার মধ্যে সমস্ত রান্না শেষ করলাম। রান্না শেষ করার পর একটু শুয়ে পড়েছিলাম, অনেক বেশি ক্লান্তি লাগছিল। আসলে সকাল থেকে প্রচুর পরিমাণে কাজ করার কারণে শরীরের ক্লান্তি এসে গেছে। একটু শুয়ে থাকার পর মনে হল, শুক্রবার তাই তাড়াতাড়ি গোসল করতে হবে ছেলেদেরকে মসজিদে পাঠাতে হবে।
তারপর ছেলেদেরকে গোসল করালাম এরপর মসজিদে পাঠিয়ে দিলাম। আমি নিজে অজু করে এসে নামাজ পড়ে নিলাম। ছেলেরা আসার পর তাদের বাবা সহ তাদেরকে খাবার দিলাম, সবাই মিলে খুব মজা করে দুপুরের খাবার খেয়ে নিলাম। দুপুরের খাওয়া শেষ করতেই তিনটা বেজে গেল, এরপর ওর বাবা কাজে বেরিয়ে গেল। আমি নিজে ছেলেদেরকে নিয়ে একটু শুয়ে পড়লাম, কিন্তু ঘুমাতে পারিনি নিজের কিছু কাজ ছিল সেগুলো সম্পন্ন করলাম এবং ঘর মুছে ফেললাম।
ঘর মোছার কাজ শেষ করে আসরের নামাজ পড়ে, কিছুক্ষণ বাইরে গিয়ে হাঁটাহাঁটি করলাম। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে যার কারণে হাঁটাহাঁটি করতে বেশ ভালই লাগছে। বাইরের পরিবেশটা একেবারেই ঠান্ডা, কিন্তু রাস্তার মধ্যে এত পরিমাণে জ্যাম যেটা বলার বাহিরে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর মনে হল আর সামনে যাওয়া যাবে না। তাই আবারও বাসায় ফিরে এলাম। আসার সময় পেয়ারা নিলাম।
বাসায় এসে ছেলেদেরকে পেয়ারা মাখা তৈরি করে দিলাম আমি নিজের কিছু কাজ ছিল সেগুলো সম্পন্ন করতেই, মাগরিবের আজান দিল। তারপর নামাজ পড়ে নিলাম এবং ছেলেদেরকে নিয়ে একটু পড়তে বসলাম। ওদের পড়া শেষ হলে আমি কিছু কাজ করে নিয়েছিলাম। তারপর রাতের জন্য ভাত বসালাম, ভাত হয়ে গেলে আমি ওদেরকে রাতের খাবার খাইয়ে দিলাম। এরপর আমি ঔষধ খেয়ে নিয়েছিলাম প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছিল।
এরপরে আমি আরও কিছু কাজ করলাম, আমার কাজ করার পর নিজের রাতের খাবার খেয়ে নিলাম এবং মায়ের সাথে কিছুক্ষণ কথা বললাম। তারপর শুয়ে পড়েছিলাম, শরীর অনেক বেশি ক্লান্ত ছিল যার কারণে কখন ঘুমিয়ে পড়েছিলাম নিজেও জানিনা। এভাবেই আমার জীবন থেকে আরো একটা দিন অতিবাহিত করলাম। সবার সুস্থতা কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আপনার একটি দিনের কার্যক্রম আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে সাজিয়ে উপস্থাপনা করেছেন যা দেখে অনেক ভালো লাগছে। সকালে চিড়া দিয়ে নারিকেল মাখা খেতে আসলে অনেক ভালো লাগে অনেকদিন খাওয়া হয়নি। যাহোক বৃষ্টির জন্য অনেক সমস্যা হয়ে থাকে আমাদের বৃষ্টি কম হয়েছিল বলে আপনি বাজারে চলে যান সেখানে গিয়ে অনেক বাজার করে নিয়ে এসেছেন।