লাভ ইউ ভাইয়া নাটকের রিভিউ উপস্থাপন!!!!!!💘💘💘

in Incredible Indialast year

ভালোবাসা আছে বলেই পৃথিবীটা সুন্দর! ভালোবাসা আছে বলেই,,,, আজ পর্যন্ত এই পৃথিবীতে মানুষ বেঁচে আছে! হ্যাঁ বন্ধুরা,,,, আজকে আমি তেমনই একটা ভালোবাসার গল্প নিয়ে হাজির হয়ে গেছি,,,, আপনাদের সাথে গল্প বললে ভুল হবে নাটক।

আমি আজকে আপনাদের সাথে!!!! লাভ ইউ ভাইয়া নাটকের ভিডিও উপস্থাপন করার জন্য চলে এসেছি! তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করা যাক।

যেহেতু এক জায়গায় আমরা সবাই কাজ করি! তো আপনাদের খোঁজখবর নেয়াটা ও,,,, আমার দায়িত্বের মধ্যেই পড়ে! তো সবাই কেমন আছেন! আশা করছি আল্লাহর রহমতে,,,,, সবাই অনেক ভাল আছেন।

  • লাভ ইউ ভাইয়া (২০২৩)

লাভ ইউ ভাইয়া নাটকের :- (রিভিউ উপস্থাপন)

নাটক সম্পর্কিতকিছু তথ্য
পরিচালক:-শেখ শাহেদ আলী
ব্যবস্থাপনা পরিচালক:-শান্ত মিয়া
সহকারী পরিচালক:-ফুয়াদ বিন আলমগীর
গল্পটির পরিচালকরাজ বিকি
নাটকের মধ্যে অভিনয় করেছেন:-
ফারহান আহমেদ জোবান, কেয়া পায়েল, শাহবাজ সানি, পামির চৌধুরী, জুলফিকার চঞ্চল, মুকুল জামিল, হিমু, কাজল এবং আরো অনেকেই।
সময়:-৫২ মিনিট ৩৮ সেকেন্ড
নাটকটির ধরন :-sad, love, emotional, entertainment
  • নাটকের কাহিনী

নাটকটির প্রথমেই আমরা দেখেছিলাম! মানিক তার বন্ধুর সাথে বসে মদ খাচ্ছে! তার বন্ধু হয়তোবা কোন একটা মেয়ের সাথে প্রেমের রিলেশনে যুক্ত ছিল! যার কারণে সে মেয়েটাকে বলতেছে! তার মনটা বোঝেনি,,,, আর সেখানেই মানিক তার চাচাতো বোনের কথা বলতে শুরু করে।

IMG_20230510_175059.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

মানিক সাধারণত গ্রামে বসবাস করত! তার চাচাতো বোন তাকে অনেক পছন্দ করত! কিন্তু মানিক তার চাচাতো বোনকে মোটেও পছন্দ করত না! সহ্য করতে পারত না।

মানিক যখন গ্রামের একটা মেয়ের সাথে প্রেম করছিল,,, বাঁশ বাগানে বসে! তখন ঝিনুক এসে দেখে,,, এবং মানিকের বাবাকে গিয়ে বলে। যে মানিক একটা মেয়ের সাথে প্রেম করছে। তখন মানিকের বাবা ওখানে এসে মানিককে নিয়ে গিয়ে কানে ধরায়! এবং বলে এ ধরনের কাজ আবার কখনো করবি কিনা।

IMG_20230510_175047.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

এই ঘটনা ঘটার পরে মানিকের বাবা তার খাবার বন্ধ করে দেয়! এরপরে ঝিনুক তার জন্য খাবার নিয়ে আসে! এটা মানিক জানে যে ঝিনুক ই মানিকের বাবাকে বলেছিল,,,, মেয়েটার কথা। মানিক অনেকটা রাগ করে,,, এবং ঝিনুকের আনা খাবার খেতে অস্বীকার করে!এরপরে ঝিনুক বলে,,,, তাহলে আমি খাবারটা নিয়ে চলে যাব।

সারাদিন কিছু না খাওয়াতে! অবশেষে মানিক ঝিনুকের খাবারটা গ্রহণ করতে রাজি হয়ে যায়।

IMG_20230510_175035.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

এর পরের দিন সকাল বেলা! ঝিনুক মানিককে পুরো মেয়ের মতো করে সাজিয়ে দেয়! মুখের মধ্যে লিপিস্টিক,,, কপালে টিপ দিয়ে দেয়! এবং কল্পনা করতে থাকে মানিকের সাথে তার রোমাঞ্চকর মুহূর্ত! ঠিক তখনই মানিক ঘুম থেকে উঠে যায়।

IMG_20230510_175022.jpg

এবং বলতে থাকে,,,, আমি তোকে ইচ্ছে করে ভালোবাসি না! সেজন্য তুই আমাকে জোর করে ভালোবাসার চেষ্টা করছিস! তখনই ঝিনুক চিৎকার দিয়ে রুম থেকে বের হয়ে যায়! এবং মানিক তাকে ঝাড়ু নিয়ে তাড়া করতে শুরু করে।

IMG_20230510_175008.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

ঝিনুক মানিককে কাছে পাওয়ার জন্য! যতগুলো পদ্ধতি ছিল,,, সবগুলোই অবলম্বন করেছে; মানিক যে মেয়ে গুলোর সাথে প্রেম করতো! তাদের বাবার কাছে গিয়ে বলেছে,,,, যে আপনাদের মেয়ে অন্তঃসত্তা! আমার চাচাতো ভাই মানিকের সাথে,,, সে প্রেম করে ইটিশ পিটিশ করে! যার কারণে তার এখন মা হওয়ার সম্ভাবনা আছে।

IMG_20230510_174953.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

মানিক তিনটা মেয়ের সাথে প্রেম করে! তিনটা মেয়ের বাবা এবং মেয়ে এসে,,, মানিকের বাড়িতে উঠে! এবং মানিকের বাবার কাছে বিচার দেয়া শুরু করে! তারপরে মানিক বলে আমি কখনোই তাদের সাথে এমন কোন কাজ করিনি! কিন্তু মানিকের বাবা বিশ্বাস করতে চায় না।

IMG_20230510_174941.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

এই সম্পূর্ণ ঘটনার পেছনে যে,,,, ঝিনুক রয়েছে সেটা মানিক বুঝতে পারে। এবং সে ঝিনুককে তাড়া করতে শুরু করে! এবং তার চুলের মুঠি ধরে তাকে মারে! তখন ঝিনুক তাকে জানায়,,, যে সে মানিককে অনেক ভালোবাসে! এটা মানিক কেন বুঝতে চায় না।

IMG_20230510_174927.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

আর সেদিন রাতেই মানিক চাচা, চাচি এবং তার বাবা-মা সবার কাছে বিদায় নিয়ে,,, ঢাকায় চলে যায়! চাকরি করার উদ্দেশ্যে! এদিকে ঝিনুক অনেক কান্নাকাটি করে,,, কিন্তু মানিক তাকে মোটেও পাত্তা দেয় না।

IMG_20230510_174912.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

ঐদিন রাতে যখন মানিক এবং তার বন্ধু মদ খেয়ে মাতাল! ঝিনুক তখন তাকে ফোন করে জানায়,,, যে পরের দিন বরপক্ষ তার বিয়ের ডেট ফাইনাল করতে আসছে! এখন সিদ্ধান্তটা শুধুই মানিকের হাতে! ঝিনুকের ফোনের মধ্যে মানিক বলে আমি আমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি! তোর বিয়ের জন্য শুভকামনা,,,, এটা বলে ফোনটা কেটে দেয়।

IMG_20230510_174859.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

তারপরের মানিক অনুধাবন করে যে,,,,, সে ঝিনুককে অনেক ভালোবাসে! সে ঝিনুক কে ছাড়া থাকতে পারবে না! এবং সে তার বন্ধুকে নিয়ে বাইকে করে,,,, বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়।

IMG_20230510_174845.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

রাস্তায় তাদেরকে পুলিশে ধরে,,, কারণ তারা মাতাল ছিল!মাতাল হয়ে গাড়ি ড্রাইভ করা মোটেও সঠিক নয়! এর পরে মানিক পুলিশ অফিসার কে কোন মতে বুঝিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়,,, বাড়িতে আসার খুব কাছাকাছি আসলে তাদেরকে চিন্তাই কারী ধরে! এবং তাদের পরনে থাকা প্যান্ট পর্যন্ত তাদের কাছ থেকে নিয়ে যায়,,, এবং সকালে এসে বাড়িতে পৌঁছায়! বাড়িতে এসে দেখে যে, ঝিনুক কে দেখতে আসছে বরপক্ষ।

IMG_20230510_174832.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

IMG_20230510_174819.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

যাইহোক অবশেষে,,, মানিক তার চাচা চাচি এবং বাবা-মাকে সবাইকে বোঝায়! সে ঝিনুককে ছাড়া বাঁচবে না !সে যদি বিয়ে করে তাহলে ঝিনুক কেই করবে! এবং বরপক্ষকে সেখান থেকে চলে যেতে বলে।

IMG_20230510_174805.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

এরপরে ঝিনুক এর কাছে গিয়ে মানিক ক্ষমা চায়! এবং ঝিনুক তাকে ক্ষমা করে দেয়! এবং কানে ধরতে বলে,, কারণ মানিকের একটা বদ অভ্যাস ছিল! মানিক যখন তখন ঝিনুকের গায়ে হাত তুলত! তখন ঝিনুক বলে তুমি কানে ধরে বল! আমাকে আর কখনো মারবে না! মানিক ঝিনুকের সকল শর্তে রাজি হয়ে যায়।

IMG_20230510_174747.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

এরপরে তাদের বিয়েটা সুন্দরভাবেই সম্পূর্ণ হয়! এবং দেখা গিয়েছে নাটকের মধ্যে বাসর রাতেও মানিক এবং ঝিনুক দুজনেই ঝগড়া করে! মানিক আবারো ঝিনুকের গায়ে হাত তুলতে চায়! তখনই ঝিনুক চিৎকার করে,, তার মাকে ডাকা শুরু করে! আর তার মা তাকে বলে! আজকে বাসর রাত! আজকে যদি তোরা মারামারি করিস! তাহলে কিন্তু আমরা ঠেকাতে যাব না।

IMG_20230510_174732.jpg

নাটকের মধ্য থেকে স্ক্রিনশট নেয়া

যাইহোক এখানেই নাটকের সমাপ্তি ঘটে! এবং ঝিনুক মানিকের প্রেমের সমাপ্তি ঘটে! এবং তাদের ভালোবাসা পূর্ণতা পায়।

রেটিং:-৯

আমার ব্যক্তিগত মতামত:-নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। নাটকটির মধ্যে রয়েছে হাস্যকর কাহিনী! ইমোশনাল কাহিনী! এবং সত্যিকারের ভালোবাসার পূর্ণতা।

আসলে সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না! এটা আমরা সবাই জানি,,, শত বাধা-বিপত্তি আসার পরেও কিন্তু. মানিক এবং ঝিনুকের মিলন হয়েছে. মানিক প্রথমে ঝিনুকের ভালোবাসা বুঝতে না পারলেও. শেষে কিন্তু সে তার ভালোবাসার মর্যাদা দিয়েছে এবং ঝিনুকের ভালোবাসা বুঝতে পেরে,,, শত বাধা বিপত্তি উপেক্ষা করে! ঢাকা থেকে আবারো গ্রামে এসেছে।

  • এবং তাদের সত্যিকারের ভালোবাসাটা সে পূর্ণতা দিয়েছে! মানিক এবং ঝিনুকের মিলন হয়েছে! এটা আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে।

এই ছিল আমার লাভ ইউ ভাইয়া নাটকের রিভিউ! আশা করি আপনাদের কাছে নাটকটি ভালো লাগবে! আমি নাটকের লিংক আমার পোস্টে দিয়ে দেবো! আপনারা চাইলে সম্পূর্ণ নাটকটি দেখে নিতে পারেন।

নাটকের রিভিউ টি কেমন হয়েছে,,, অবশ্যই জানাতে ভুলবেন না! আজ আর লিখছি না! এ পর্যন্তই থাক! সবাই ভালো থাকুক সুস্থ থাকুক! এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আবার নতুন কোন নাটকের রিভিউ নিয়ে,,,,, অবশ্যই আপনাদের মাঝে আমি হাজির হয়ে যাব! আল্লাহ হাফেজ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 last year 

খুব সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে আপনি তুলে ধরেছেন আসলে এই নাটকটি আমিও দেখেছি নাটকটি দেখতে আমার কাছেও অনেক ভালো লেগেছে।

অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি নাটকের রিভিউ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

Loading...
 last year 

ভালোবাসা আছে বলেই পৃথিবী এত সুন্দর আপনি ঠিক কথাই বলেছেন আপু ৷ ভালোবাসা সবার মাঝেই বিরাজমান হয়তো কারো একটু বা কারো একটু বেশি ৷ তাছাড়াও জোভান এবং কেয়া পায়েলের নাটক ভালোই লাগে ৷ আপনি বেশ সুন্দর ভাবে পুরো নাটকের তথ্য সংক্রান্ত বেশ সাজিয়ে আমাদের শেয়ার করেছেন ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন সৃষ্টিকর্তার কাছে এই কামনাই করি ৷

 last year 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 last year 

ধন্যবাদ আপু সুন্দর একটি নাটক সেই নাটক নিয়ে আমাদের সবার মাঝে সুন্দর করে উপস্থাপন করেছেন,,, নাটকটি অনেক সুন্দর ছিলো আপনার লেখার মাধ্যমে জানতে পারলাম বেস ভালো লাগলো নাটকটি,,,আমি এই নাটকটি আজকেই দেখবো আশা করি তখন আরো ভালো লাগবে,,,,

আপনাকে অসংখ্য ধন্যবাদ,,, আপনার পরর্বতী কোনো একটি পোস্টের উপেক্ষায় রইলাম। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.030
BTC 59126.81
ETH 2514.47
USDT 1.00
SBD 2.46