গাজর এর উপকারিতা!!!!!!

in Incredible Indialast year
carrot-juice-1623157_1280.jpg

ছবির উৎস

আমরা প্রতিনিয়ত শাক সবজি খাই! আমরা জানি শাক সবজির মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন পাওয়া যায়! তেমনি একটা ভিটামিন সমৃদ্ধ খাবার হচ্ছে গাজর।

আমরা গাজর বিভিন্নভাবে খেয়ে থাকি! তবে অনেকেই এই গাজর সম্পর্কে বিভিন্ন ভুল ধারণা মনে পোষণ করে রাখে! আমি আজকে আপনাদেরকে বলবো! গাজর খেলে আমাদের শরীরের জন্য কি কি উপকার হয়।

বিশেষ করে শীতকালে গাজর প্রচুর পরিমাণে পাওয়া যায়! গাজরের মধ্যে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন,, আইরন, ক্যালসিয়াম। গাজর শুধু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে না! গাজর খেলে আমাদের ত্বকের বয়সের যে চাপ রয়েছে! সেটাও দূর হয়ে যায়।

  • আমাদের মধ্যে অনেকেই আছে,, দিনে ঠিকঠাক মতো চোখে দেখলেও! রাতে তারা ঠিকঠাক মতো চোখে দেখতে পায় না! আমার মনে হয় তারা যদি প্রতিনিয়ত এই গাজর,,, তাদের খাদ্য তালিকায় রাখতে পারে! তাহলে কিন্তু তারা তাদের এই সমস্যা থেকে,, নিজেদেরকে কিছুটা হলেও মুক্তি দিতে পারে! কারণ গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে।

  • আমাদের মধ্যে অনেকেরই হৃদরোগের সমস্যা রয়েছে! আপনারা জানেন কি? গাজর আমাদের রক্তের কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে নেয়! এবং যাদের হৃদ রোগের সমস্যা রয়েছে! তাদের এই সমস্যা থেকে মুক্তি দেয়।

  • গাজরের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে! যা আমাদের শরীরের হজমি শক্তি বৃদ্ধি করতে,, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এছাড়াও গাজর খেলে আমাদের শরীরের ওজন কমাতে সাহায্য করে।
  • প্রতিদিনের খাবারের মধ্যে যদি গাজর রাখেন! তাহলে কিন্তু আপনার শরীরের হাড়ের শক্তি বৃদ্ধি করতে,,, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
  • যাদের ডায়াবেটিস রয়েছে! তারা কিন্তু তাদের খাদ্য তালিকার মধ্যে,, এই গাজর রেখে থাকে! তাদের ডায়েট করার জন্য।

  • আমাদের মধ্যে অনেকেরই দেখেছেন,, বা আমি নিজেও ব্যবহার করেছি! যখন আমার চুল ঝরে যাচ্ছিল! বিশেষ করে চুলের মধ্যে হাত দিলেই,, চুল হাতের মধ্যে দিয়ে উঠে আসতো! তখন আমি এই গাজরের রস চুলের মধ্যে ব্যবহার করেছি! যেটা থেকে আমি অনেক বেশি উপকৃত হয়েছি।

  • কারন আমরা জানি! গাজরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি! আর আপনি যখন গাজরের রস আপনার চুলের মধ্যে ব্যবহার করবেন! তখন এই ভিটামিন সি এর সাহায্যে,,, আপনার নতুন চুল গজাতে,, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

তো বন্ধুরা যে সবজিতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন! যেই সবজি আমাদের স্বাস্থ্যের জন্য এত উপকারী! আমাদের প্রত্যেকেরই উচিত! সেই সবজি আমাদের প্রত্যেক দিনের খাবার তালিকায় রাখা।

আমরা সবাই চেষ্টা করব! এই ধরনের একটা ভিটামিন জাতীয় সবজি! সব সময় খাওয়ার জন্য।

আজ আর লিখছি না! এ পর্যন্তই থাক! সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিলাম! নিজেদের কর্মব্যস্ততার মাঝেও! নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবেন! কারণ প্রচন্ড গরম পড়ছে।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Loading...
 last year 

Amiga la zanahoria es muy beneficiosa para nuestro organismo, pienso que debemos incluirla siempre en nuestras comidas ya que aporta muchos beneficios, en nuestras comidas cotidianas, batidos y postres es ideal.

Excelente post querida 🤗

 last year 

আপনাকে অসংখ্য ধন্যবাদ,, এত সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 last year 

গাজর সবজিতে অনেক ভিটামিন ও অনেক উপকারিতা সম্পর্কে আপনি আপনার পোষ্টের মাধ্যমে উল্লেখ করেছেন আসলে যেগুলো আমার অজানা ছিলো তা আপনার পোষ্টের মাধ্যমে জানতে পারলাম।

এবং গাজর সবজি চোখের জন্য খুবই উপকারিতা এটা যেন খুবই ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 last year 

প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য।

বেশ করে গাজর আমি অনেক পছন্দ করি এমনি এমনি খেতে আমরা অনেক ভালো লাগে এবং সবজি দিয়ে রান্না করলে আরো ভালো লাগে আগে এত খেয়েছি কিন্তু তার উপকারিতা এবং এত সুন্দর ভাবে তথ্য এবং উপকারিতা গুলো আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

ভালো থাকবেন।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.16
JST 0.030
BTC 59996.99
ETH 2531.73
USDT 1.00
SBD 2.48