আম মিষ্টি কিনা টক তা বোঝার জন্য তিনটি উপায়!!

in Incredible Indialast year
IMG_20230522_164516_436.jpg

বর্তমান সময়ে চলছে জৈষ্ঠ মাস! আর জৈষ্ঠ্য মাস মানেই পাকা আমের মেলা! আমাদের বাড়ির আশেপাশে রয়েছে অসম্ভব রকম আম গাছ! আম প্রায় শেষ হয়ে এসেছে! কারণ আম পাকা শুরু করলে,,, একদম শেষ পর্যায়ে চলে যায়।

বাজারেও পাকা আম উঠতে শুরু করেছে! বিশেষ করে আমরা অনেকেই আম সঠিকভাবে কিনতে পারি না! দোকানদার আমাদেরকে বলে,, এই আমগুলো অনেক মিষ্টি! আপনি নিয়ে যেতে পারেন! কিন্তু বাড়িতে এসে দেখা যায়! ওই আমগুলো এতটাই টক! যা মুখে দেয়ার মত সাধ্য,, আমাদের থাকে না।

বিশেষ করে আমি নিজেও,, এই আম কিনতে গিয়ে অনেকবার ঠকেছি! তাই ভাবলাম আজকে আপনাদের সাথে, আমি এমন একটা টপিক তুলে ধরি! যেটা আপনাদের সাথে শেয়ার করলে, আপনারা আম কিনতে গেলে কখনোই ঠকবেন না।

IMG_20230522_164516_118.jpg
IMG_20230522_164516_202.jpg

আম মিষ্টি কিনা টক তা বোঝার জন্য তিনটি উপায়

মিষ্টি আম চেনার জন্য তিনটি উপায় রয়েছে! যে তিনটি উপায় আপনি আমের মধ্যে ভালোভাবে লক্ষ্য করলে!আপনি বুঝতে পারবেন! এই আম টক নাকি মিষ্টি! তো চলুন দেরি না করে, তিনটি উপায় সম্পর্কে আজকে আপনাদের সাথে, আলোচনা করি।

১ আমের গায়ের মধ্যে চাপ দিয়ে দেখুন:-

অনেক সময় দেখা যায়,, আমরা তাড়াহুড়া বা তড়িঘড়ি করে আম কিনতে যাই! যার কারণে আমের গায়ে চাপ দিয়ে আমরা কখনোই দেখি না! আবার অনেকে আমের গায়ে চাপ দিয়ে দেখলেও! সেটাকে সঠিকভাবে লক্ষ্য করেনা! তাই আপনাদের কাছে আমি অনুরোধ করবো! যারা বাজারে গিয়ে আম কিনতে গিয়ে অনেকবার ঠকেছেন! তারা এবার অন্ততপক্ষে আমের গায়ে চাপ দিয়ে ভালোভাবে দেখে নেবেন! আমটা কি অনেকটাই শক্ত,, বা আমটা দেখতে কিছুটা ফ্যাকাশে দেখাচ্ছে কিনা।

২ আমের বোটার চারপাশটা ভালোভাবে দেখুন:-

আম কেনার আগে,, আমগুলোকে হাতে নিয়ে দেখুন এর বোটার কাছাকাছি কিছুটা অংশ যদি চাপ দেয়া থাকে! বা বাকি অংশ যদি কিছুটা নরম হয়ে থাকে! তাহলে বুঝতে পারবেন এটা তাজা আম এবং মিষ্টি আম।

৩ আম এর গন্ধ পরীক্ষা করুন:-

এই কৌশলটা যদিও বহু বছর আগে থেকেই! অনেকেই হয়তোবা আমরা এই কৌশলটা প্রয়োগ করেও থাকি! আম কেনার ক্ষেত্রে তাই আপনি সবসময় লক্ষ রাখবেন।

গাছের পাকা আম বা যে কোন ফল হোক না কেন! তার গন্ধটা কিন্তু অন্যরকম হয়! এবং আমগুলো দেখতে বা ফলগুলো দেখতে! কিছুটা তাজা তাজা মনে হয়! যখনই আপনার কাছে আমগুলো দেখতে তাজা মনে হবে! গন্ধটা একদম ফ্রেশ হবে,, তখনই আপনি আম কিনবেন।

এরপরে আপনার আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন! সেটা হচ্ছে আম আপনার কাছে যতটা তাজা এবং যতটা ভালো মনেই হোক না কেন! সেটার মধ্যে যদি কোন গর্ত, বা তার মধ্যে কোন জায়গায় কাটা অংশ রয়েছে!

IMG_20230522_164515_817.jpg
IMG_20230522_164516_229.jpg

তাহলে সেই আম কেনা থেকে বিরত থাকবেন! তার সাথে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন! আপনি যখন আমের গন্ধ পরীক্ষা করবেন! তখন যদি আপনার কাছে আমের গন্ধ কিছুটা অন্যরকম মনে হয়! সেই আমগুলো কেনা থেকেও আপনি বিরত থাকবেন।

আমি আশা করছি এই ট্রিক্স গুলো,,, আপনারা যদি আম কেনার ক্ষেত্রে ব্যবহার করেন! তাহলে আমার মত করে কেউ আর ঠকতে হবে না,,, আম কিনতে গিয়ে।

আজ আর লিখছি না! এ পর্যন্তই থাক! সবাই ভালো থাকুন সুস্থ থাকুন! এই কামনা করে আজকের মত এখানেই বিদায় নিচ্ছি! আল্লাহ হাফেজ!

@rubina203
Incredible India COMMUNITY DISCORD LINK:-

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqrisGm1Jqf9SA25BCzcjvAoghpX9poZ1nVREEtdi2tdniZBUKD9LnaT9Rv9U6ceHSZJv9Hjzu.gif

DeviceName
Androidvivo Y20G
Cameratriple camera 1:2.2-2 2.4 asph
LocationBangladesh 🇧🇩 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
Short by@rubina203
Sort:  
Loading...
 last year 

আম টক না মিষ্টি তা বোঝার উপায় আপনি এই পোস্টের মাধ্যমে অনেক সুন্দর ভাবে বিস্তারিত আলোচনা করেছেন যেটা পড়ে নিজের কাছে খুবই ভালো লাগলো ৷

আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ৷ ভালো থাকবেন সুস্থ থাকবেন ৷

 last year 

Amiga el mango me encanta aca en Venezuela contamos con muchas matas de mango y la mayoría son dulce a mi me encanta pintones, en jugo y en jalea. Gracias por compartir eso tip que me es de mucha utilidad a la hora de comerlo. Saludos y muchas bendiciones para usted.🤗

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 65697.93
ETH 3342.39
USDT 1.00
SBD 2.63